DIVISIBILITY MATH SOLUTION | PSC, SSC, RAILWAY RECRUITMENT AND OTHER REGIONAL RECRUITMENT EXAMINATION



01. একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 এবং ভাগশেষ 0 হয়। সংখ্যাটিকে 67 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? [SSC CGL 2005]




Solution :

সংখ্যাটি = ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
= (68 × 269 + 0 ) = 18292 ।
∴ 18292 কে 67 দিয়ে ভাগ করলে ভাগফল 273 এবং ভাগশেষ 1 হবে।

বিকল্প

ভাজক দুটির পার্থক্য = 68-67 = 1
∴ 269 × 1 + 0 [ভাগফল × পার্থক্য + ভাগশেষ]
= 269 কে 67 দিয়ে ভাগ করে যে ভাগশেষ পাওয়া যাবে সেটাই উত্তর হবে।
$ \require{enclose} \begin{array}{r} 4 \\[-3pt] 67 \enclose{longdiv}{269} \\[-3pt] \underline{268}\phantom{} \\[-3pt] 1 \\[-3pt] \end{array} $
$ \cfrac{269}{67} = 4 \cfrac{1}{67} $
∴ সংখ্যাটিকে 67 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হবে।




02. একটি ভাগ অংকে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ। ভাগফল 16 হলে ভাজ্য কত? [SSC CGL 2005]




Solution :

ভাজক = ভাগফল × 25 = 16 × 25 = 400
ভাগশেষ = $ \cfrac{400}{5} = 80 $
∴ ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
= 400 × 16 + 80 = 6480




03. 1000 থেকে 5000 এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? [SSC CGL 2008]




Solution :

1000 = 225 × 4 + 100
5000 = 225 × 22 + 50
∴ 1000 থেকে 5000 এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা = 22-4 = 18 টি।




04. 1000 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যার যোগ করলে যোগফল 45 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? [SSC CGL 2000]




Solution :

$ \begin{array}{r} 22 \\[-3pt] 45 \enclose{longdiv}{1000} \\[-3pt] \underline{90}\phantom{0} \\[-3pt] 100 \\[-3pt] \underline{90}\phantom{} \\[-3pt] 10 \\[-3pt] \end{array} $

$ \cfrac{1000}{45} = 22\cfrac{10}{45} $
1000 কে 45 দিয়ে ভাগ করে, ভাগফল 22 এবং ভাগশেষ 10 পেলাম।
∴ যোগ করতে হবে = 45-10=35 ।




05. 279 দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? [RRB KOLKATA TC EXAM 2006]




Solution :

পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = 99999 ।

$ \begin{array}{r} 358 \\[-3pt] 279 \enclose{longdiv}{99999} \\[-3pt] \underline{837}\phantom{00} \\[-3pt] 1629 \\[-3pt] \underline{1395}\phantom{} \\[-3pt] 2349 \\[-3pt] \underline{2232}\phantom{} \\[-3pt] 117 \\[-3pt] \end{array} $

$ \cfrac{99999}{279} = 358 \cfrac{117}{279} $
99999 কে 279 দিয়ে ভাগ করে, ভাগফল 358 এবং ভাগশেষ 117 পেলাম।
∴ 279 দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = 99999-117 = 99882 ।




06. 476 দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? [SSC CGL 2005]




Solution :

পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = 10000 ।

$ \begin{array}{r} 21 \\[-3pt] 476 \enclose{longdiv}{10000} \\[-3pt] \underline{952}\phantom{1} \\[-3pt] 480 \\[-3pt] \underline{476}\phantom{} \\[-3pt] 4 \\[-3pt] \end{array} $

$ \cfrac{10000}{476} = 21 \cfrac{4}{476} $
10000 কে 476 দিয়ে ভাগ করে, ভাগফল 21 এবং ভাগশেষ 4 পেলাম।
∴ 476 দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি = 10000 + (476-4) = 10472 ।




07. একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? [SSC CGL 2006]




Solution :

ধরি, সংখ্যাটিকে 136 দ্বারা ভাগ করলে ভাগফল x হবে।
ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
= 136 × x + 36
= 136x + 36
= 136x + 34 + 2
= 17 (8x + 2) + 2
= ভাজক × ভাগফল + ভাগশেষ
∴ সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকবে।




08. একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে। সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? [SSC CGL 2008]




Solution :

ধরি, সংখ্যাটিকে 119 দ্বারা ভাগ করলে ভাগফল x হবে।
ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
= 119 × x + 19
= 119x + 19
= 119x + 14 + 5
= 7 (17x + 2) + 5
= ভাজক × ভাগফল + ভাগশেষ
∴ সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে।




09. একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে 21 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 19 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? [SSC CGL 2010]




Solution :

ধরি, সংখ্যাটিকে 114 দ্বারা ভাগ করলে ভাগফল x হবে।
ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
= 114 × x + 21
= 114x + 21
= 114x + 19 + 2
= 19(6x + 1) + 2
= ভাজক × ভাগফল + ভাগশেষ
∴ সংখ্যাটিকে 19 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকবে।




10. একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ করলে 32 ভাগশেষ থাকে। এই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? [SSC CGL 2011]




Solution :

ধরি, সংখ্যাটিকে 49 দ্বারা ভাগ করলে ভাগফল x হবে।
ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
= 49 × x + 32
= 49x + 32
= 49x + 28 + 4
= 7(7x + 4) + 4
= ভাজক × ভাগফল + ভাগশেষ
∴ সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে।




11. 111111, 222222, 333333, ....... সংখ্যাগুলি সর্বদা বিভাজ্য কোনটি দিয়ে - 7/11/13/সবকটি। [SSC CGL 2014]




Solution :

যে কোনো ছয় অঙ্কবিশিষ্ট সংখ্যা একই অঙ্কবিশিষ্ট হলে, সংখ্যাটি 3,7,11,13,37,39 দ্বারা বিভাজ্য হবে।
∴ 111111, 222222, 333333, ....... সংখ্যাগুলি সর্বদা 7,11,13 সবকটি দ্বারা বিভাজ্য ।





You May Read Also :

Post a Comment

1 Comments

  1. Thankyou for sharing this! Gurukul Career Group is one stop platform for your dream job. Many toppers and aspirants fulfill their dream from Gurukul Career Group best SSC CPO Coaching in Chandigarh.

    ReplyDelete