লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি ৮ | কষে দেখি 8 ক্লাস 10 | গণিত প্রকাশ সমাধান দশম শ্রেণি | Koshe Dekhi 8 | Class 10

01. পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নীচের প্রশ্নের উত্তর লিখি।
লম্ব বৃত্তাকার চোঙ (i) ছবির ঘনবস্তুটির _____________ টি তল।
(ii) ছবির ঘনবস্তুটির _________ টি বক্রতল ও _________ টি সমতল।




সমাধান :

(i) 3 টি।
(ii) 1 টি বক্রতল এবং 2 টি সমতল ।



You May Read Also :

Post a Comment

0 Comments