GEOGRAPHY MCQ PART-08

GEOGRAPHY MCQ PART-08

GEOGRAPHY MCQ PART-08

1) সর্বোচ্চ অক্ষাংশের মান কত?

  1. ১৮০⁰
  2. ১২০⁰
  3. ৯০⁰
  4. ৬০⁰

Answer : (C) ৯০⁰


2) বেরিং প্রণালী কোথায় অবস্থিত?

  1. উত্তর প্রশান্ত মহাসাগরে
  2. দক্ষিণ প্রশান্ত মহাসাগরে
  3. ভূমধ্যসাগরে
  4. কোনটিই নয়

Answer : (A) উত্তর প্রশান্ত মহাসাগরে


3) চম্বল কোন নদীর উপনদী?

  1. তাপ্তি
  2. কাবেরী
  3. গোদাবরী
  4. যমুনা

Answer : (D) যমুনা


4) পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি?

  1. আল্পস পর্বত
  2. আন্দিজ পর্বত
  3. রকি পর্বত
  4. কোনটিই নয়

Answer : (B) আন্দিজ পর্বত


5) ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?

  1. কোলেরু হ্রদ
  2. সম্বর হ্রদ
  3. ডাল হ্রদ
  4. পুলিকট হ্রদ

Answer : (B) সম্বর হ্রদ


6) পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয়?

  1. বীরভূম
  2. বাঁকুড়া
  3. বর্ধমান
  4. মালদা

Answer : (C) বর্ধমান


7) পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?

  1. পুরুলিয়া
  2. কোচবিহার
  3. বাঁকুড়া
  4. হুগলি

Answer : (A) পুরুলিয়া


8) তুঙ্গ ভদ্রা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?

  1. কর্ণাটক
  2. উত্তর প্রদেশ
  3. সিকিম
  4. তামিলনাড়ু

Answer : (A) কর্ণাটক


9) নিচের মধ্যে কোন শহরটিকে Pink City বলা হয়?

  1. হায়দ্রাবাদ
  2. জয়পুর
  3. কেরালা
  4. কর্ণাটক

Answer : (B) জয়পুর


10) জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

  1. দার্জিলিং
  2. আলিপুরদুয়ার
  3. মুর্শিদাবাদ
  4. পুরুলিয়া

Answer : (B) আলিপুরদুয়ার




You May Read Also :

Post a Comment

0 Comments