GENERAL AWARENESS PART-23

GENERAL AWARENESS PART-23

GENERAL AWARENESS PART-23

1) সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

  1. শিশির কুমার ঘোষ
  2. ব্রহ্মবান্ধব উপাধ্যায়
  3. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. গিরিশচন্দ্র ঘোষ

Answer : (B) ব্রহ্মবান্ধব উপাধ্যায়


2) ভারতের দীর্ঘতম খাল কোনটি ?

  1. ইন্দিরা গান্ধী খাল
  2. নর্মদা খাল
  3. বাকিংহাম খাল
  4. শারদা খাল

Answer : (A) ইন্দিরা গান্ধী খাল


3) ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল-

  1. ১৭২৪ সালে
  2. ১৭৪১ সালে
  3. ১৭৫৬ সালে
  4. ১৭৮৪ সালে

Answer : (D) ১৭৮৪ সালে


4) কুইক স্ম্যাশ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত-

  1. বেসবল
  2. ক্রিকেট
  3. ভলিবল
  4. লন টেনিস

Answer : (C) ভলিবল


5) ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ কোনটি ?

  1. সম্বর হ্রদ
  2. পুলিকট হ্রদ
  3. অষ্টমুদি হ্রদ
  4. চিল্কা হ্রদ

Answer : (D) চিল্কা হ্রদ


6) ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের জনবহুল রাজ্য -

  1. রাজস্থান
  2. মধ্যপ্রদেশ
  3. উত্তরপ্রদেশ
  4. মহারাষ্ট্র

Answer : (C) উত্তরপ্রদেশ


7) ঋকবেদে উল্লেখিত ঝিলাম নদীর নাম কি ছিল ?

  1. সিন্ধু
  2. বিতস্তা
  3. সরস্বতী
  4. বিপাশা

Answer : (B) বিতস্তা


8) বিক্রমশীলা কে প্রতিষ্ঠা করেছিলেন ?

  1. দেবপাল
  2. সমুদ্রগুপ্ত
  3. ধর্মপাল
  4. স্কন্দগুপ্ত

Answer : (C) ধর্মপাল


9) ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি ?

  1. থায়ামিন
  2. অ্যাসকরবিক অ্যাসিড
  3. রেটিনল
  4. ক্যালসিফেরল

Answer : (A) থায়ামিন


10) বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?

  1. ভিটামিন E
  2. ভিটামিন B12
  3. ভিটামিন C
  4. ভিটামিন D

Answer : (A) ভিটামিন E


11) সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

  1. রাজস্থান
  2. মধ্যপ্রদেশ
  3. ওড়িশা
  4. গুজরাট

Answer : (A) রাজস্থান


12) নিম্নলিখিত কোনটি লবণাক্ত জলের হ্রদ ?

  1. রেণুকা
  2. চিল্কা
  3. উলার
  4. কোল্লেরু

Answer : (B) চিল্কা


13) ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত ?

  1. 12
  2. 14
  3. 16
  4. 17

Answer : (A) 12


14) আয়োডিনের পারমাণবিক সংখ্যা কত ?

  1. 48
  2. 53
  3. 55
  4. 60

Answer : (B) 53


15) হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন ?

  1. দয়ারাম সাহানি
  2. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
  3. এন. জি. মজুমদার
  4. জাঁ ফ্রাঁসোয়া জারিজ

Answer : (A) দয়ারাম সাহানি


16) মহেঞ্জোদারো কত সালে আবিষ্কার করা হয় ?

  1. ১৯১২ সালে
  2. ১৯২১ সালে
  3. ১৯২২ সালে
  4. ১৯২৯ সালে

Answer : (C) ১৯২২ সালে


17) খাম্বাত উপসাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

  1. উত্তরপ্রদেশ
  2. গুজরাট
  3. পাঞ্জাব
  4. মধ্যপ্রদেশ

Answer : (B) গুজরাট


18) ইউরোপা কোন গ্রহের উপগ্রহ ?

  1. মঙ্গল
  2. বৃহস্পতি
  3. ইউরেনাস
  4. শনি

Answer : (B) বৃহস্পতি


19) লোকসভার স্পিকারকে কে শপথ বাক্য পাঠ করান ?

  1. রাষ্ট্রপতি
  2. উপরাষ্ট্রপতি
  3. রাজ্যপাল
  4. হাইকোর্টের বিচারপতি

Answer : (A) রাষ্ট্রপতি


20) বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

  1. ব্যারোমিটার
  2. উইন্ড টারবাইন
  3. হাইগ্রোমিটার
  4. অল্টিমিটার

Answer : (A) ব্যারোমিটার


21) গান্ধী-আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?

  1. ১৯২৪ সালে
  2. ১৯৩১ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৬১ সালে

Answer : (B) ১৯৩১ সালে


22) লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?

  1. ১৯১৬ সালে
  2. ১৯২৫ সালে
  3. ১৯৩৯ সালে
  4. ১৯৪৭ সালে

Answer : (A) ১৯১৬ সালে


23) কত্থক কোন রাজ্যের নৃত্য ?

  1. মধ্যপ্রদেশ
  2. গুজরাট
  3. ওড়িশা
  4. উত্তরপ্রদেশ

Answer : (D) উত্তরপ্রদেশ


24) Sky River বলা হয় কোন নদীকে ?

  1. গঙ্গা
  2. ব্রহ্মপুত্র
  3. সিন্ধু
  4. দামোদর

Answer : (B) ব্রহ্মপুত্র


25) সেঞ্চাল বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

  1. দার্জিলিং
  2. জলপাইগুড়ি
  3. কালিম্পং
  4. আলিপুরদুয়ার

Answer : (A) দার্জিলিং




You May Read Also :

Post a Comment

0 Comments