GENERAL AWARENESS PART-22

GENERAL AWARENESS PART-22

GENERAL AWARENESS PART-22

1) হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?

  1. অজাতশত্রু
  2. বিম্বিসার
  3. উদয়ন
  4. নাগদশক

Answer : (B) বিম্বিসার


2) আবুল ফজল কোন রাজার সভাকবি ছিলেন?

  1. লক্ষণ সেন
  2. হর্ষবর্ধন
  3. আকবর
  4. সমুদ্রগুপ্ত

Answer : (C) আকবর


3) আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?

  1. সবরমতী
  2. সুবর্ণরেখা
  3. নর্মদা
  4. শতদ্রু

Answer : (A) সবরমতী


4) কটক কোন নদীর তীরে অবস্থিত?

  1. গঙ্গা
  2. মহানদী
  3. কাবেরী
  4. গোদাবরী

Answer : (B) মহানদী


5) পম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়?

  1. দক্ষিণ আমেরিকা
  2. ভেনেজুয়েলা
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রেলিয়া

Answer : (A) দক্ষিণ আমেরিকা


6) হলুদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত?

  1. পাট
  2. তৈলবীজ
  3. আলু
  4. ধান ও গম

Answer : (B) তৈলবীজ


7) বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  1. ডিরোজিও
  2. ব্রহ্মবান্ধব উপাধ্যায়
  3. জেমস অগাস্টাস হিকি
  4. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Answer : (C) জেমস অগাস্টাস হিকি


8) ইন্ডিকা গ্রন্থের রচয়িতা -

  1. মেগাস্থেনিস
  2. কলহন
  3. ফা-হিয়েন
  4. আর্যভট্ট

Answer : (A) মেগাস্থেনিস


9) হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার করা হয়?

  1. ১৯১২ সালে
  2. ১৯২১ সালে
  3. ১৯২৫ সালে
  4. ১৯২৮ সালে

Answer : (B) ১৯২১ সালে


10) দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

  1. বৈশালী
  2. রাজগৃহ
  3. পাটলিপুত্র
  4. কৌশাম্বী

Answer : (A) বৈশালী


11) লোনার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. পাঞ্জাব
  2. মহারাষ্ট্র
  3. উত্তরপ্রদেশ
  4. হরিয়ানা

Answer : (B) মহারাষ্ট্র


12) ঘর্ঘরার যুদ্ধ কবে হয়েছিল?

  1. ১৫২৯ খ্রিস্টাব্দে
  2. ১৫৩৫ খ্রিস্টাব্দে
  3. ১৫৪৩ খ্রিস্টাব্দে
  4. ১৫৫১ খ্রিস্টাব্দে

Answer : (A) ১৫২৯ খ্রিস্টাব্দে


13) ভারতের নীল শহর বলা হয় -

  1. উদয়পুরকে
  2. যোধপুরকে
  3. রাজমুন্দ্রিকে
  4. ধানবাদকে

Answer : (B) যোধপুরকে


14) ভারতের ডায়মন্ড সিটি কোন শহরকে বলা হয় ?

  1. আহমেদাবাদ
  2. মাদুরাই
  3. সুরাট
  4. জামশেদপুর

Answer : (C) সুরাট


15) অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

  1. সাহিত্য
  2. চলচ্চিত্র
  3. সঙ্গীত
  4. খেলাধুলো

Answer : (B) চলচ্চিত্র


16) প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান ?

  1. মহাশ্বেতা দেবী
  2. আশাপূর্ণা দেবী
  3. স্বর্ণকুমারী দেবী
  4. রাধারাণী দেবী

Answer : (B) আশাপূর্ণা দেবী


17) পুস্কর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

  1. মধ্যপ্রদেশ
  2. গুজরাট
  3. রাজস্থান
  4. হরিয়ানা

Answer : (C) রাজস্থান


18) হুসেন সাগর হৃদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

  1. তেলেঙ্গানা
  2. অন্ধ্রপ্রদেশ
  3. কেরালা
  4. কর্ণাটক

Answer : (A) তেলেঙ্গানা


19) বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয় ?

  1. ২১শে ফেব্রুয়ারি
  2. ২৩শে মার্চ
  3. ২৯শে মে
  4. ১৫ই জুলাই

Answer : (B) ২৩শে মার্চ


20) বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয় ?

  1. ১৮ই এপ্রিল
  2. ১৫ই জুন
  3. ২২শে আগস্ট
  4. ২৫শে নভেম্বর

Answer : (A) ১৮ই এপ্রিল


21) হুড্রু জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত ?

  1. কাবেরী
  2. নর্মদা
  3. সুবর্ণরেখা
  4. তিস্তা

Answer : (C) সুবর্ণরেখা


22) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত ?

  1. গোদাবরী
  2. কাবেরী
  3. মহানদী
  4. শরাবতী

Answer : (B) কাবেরী


23) সোনালী তন্তু বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?

  1. পাট উৎপাদন
  2. তুলো উৎপাদন
  3. ধান ও গম উৎপাদন
  4. তৈলবীজ উৎপাদন

Answer : (A) পাট উৎপাদন


24) শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?

  1. তুলো উৎপাদন
  2. দুগ্ধ উৎপাদন
  3. মৎস্য উৎপাদন
  4. পেট্রোলিয়াম উৎপাদন

Answer : (B) দুগ্ধ উৎপাদন


25) চন্ডীমঙ্গল কে লিখেছিলেন ?

  1. জয়ানন্দ
  2. মুকুন্দরাম চক্রবর্তী
  3. অমর সিংহ
  4. কালিদাস

Answer : (B) মুকুন্দরাম চক্রবর্তী




You May Read Also :

Post a Comment

0 Comments