GENERAL AWARENESS PART-21
1) গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- উত্তরাখণ্ড
- হিমাচল প্রদেশ
- মিজোরাম
- মেঘালয়
Answer : (B) হিমাচল প্রদেশ
2) Duleep Trophy কোন খেলার সঙ্গে যুক্ত?
- ক্রিকেট
- ফুটবল
- পোলো
- হকি
Answer : (A) ক্রিকেট
3) Beighton Cup কোন খেলার সঙ্গে যুক্ত?
- ব্যাডমিন্টন
- লন টেনিস
- হকি
- দাবা
Answer : (C) হকি
4) Bandipur Tiger Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- হিমাচল প্রদেশ
- মধ্যপ্রদেশ
- কর্ণাটক
- কেরালা
Answer : (C) কর্ণাটক
5) চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল-
- পাটলিপুত্র
- বৈশালী
- কৌশাম্বী
- শ্রাবন্তী
Answer : (A) পাটলিপুত্র
6) বারাণসী কোন নদীর তীরে অবস্থিত?
- গঙ্গা
- মহানদী
- সবরমতী
- সুবর্ণরেখা
Answer : (A) গঙ্গা
7) আরাকু ভ্যালি কোন রাজ্যে রয়েছে?
- উত্তরাখণ্ড
- অন্ধ্রপ্রদেশ
- কর্ণাটক
- কেরালা
Answer : (B) অন্ধ্রপ্রদেশ
8) পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হয়-
- জিওলজি
- অ্যান্টমোলজি
- অর্নিথোলজি
- কসমোলজি
Answer : (C) অর্নিথোলজি
9) মানবদেহে দীর্ঘতম হাড় কোনটি?
- ফিমার
- স্টেপিস
- আলনা
- রেডিয়াস
Answer : (A) ফিমার
10) ফতেপুর সিক্রি কোন রাজ্য অবস্থিত?
- মধ্যপ্রদেশ
- উত্তরপ্রদেশ
- হরিয়ানা
- রাজস্থান
Answer : (B) উত্তরপ্রদেশ
11) ভরের SI একক কি?
- কিলোগ্রাম
- কুলম্ব
- মিটার
- ভোল্ট
Answer : (A) কিলোগ্রাম
12) তিস্তা কোন নদীর উপনদী?
- নর্মদা
- ব্রহ্মপুত্র
- মহানদী
- গঙ্গা
Answer : (B) ব্রহ্মপুত্র
13) তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
- ঝাড়খন্ড
- বিহার
- ওড়িশা
- মধ্যপ্রদেশ
Answer : (C) ওড়িশা
14) ভারতের শেফিল্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়?
- শিলিগুড়ি
- হাওড়া
- আলিপুরদুয়ার
- হুগলি
Answer : (B) হাওড়া
15) অজন্তা ও ইলোরা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- মহারাষ্ট্র
- রাজস্থান
- মধ্যপ্রদেশ
- গুজরাট
Answer : (A) মহারাষ্ট্র
16) বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
- বীরভূম
- পুরুলিয়া
- বাঁকুড়া
- আলিপুরদুয়ার
Answer : (C) বাঁকুড়া
17) ভারতের রূঢ় কাকে বলা হয়?
- দুর্গাপুর
- শিলিগুড়ি
- বীরভূম
- বাঁকুড়া
Answer : (A) দুর্গাপুর
18) Neora Valley National Park কোন রাজ্যে অবস্থিত?
- উত্তরাখণ্ড
- পশ্চিমবঙ্গ
- সিকিম
- হিমাচল প্রদেশ
Answer : (B) পশ্চিমবঙ্গ
19) ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম?
- Vitamin A
- Vitamin D
- Vitamin K
- Vitamin E
Answer : (B) Vitamin D
20) প্রতিবছর কবে World Radio Day পালন করা হয় ?
- ১১ই ফেব্রুয়ারি
- ১৩ই ফেব্রুয়ারি
- ১৫ই ফেব্রুয়ারি
- ১৭ই ফেব্রুয়ারি
Answer : (B) ১৩ই ফেব্রুয়ারি
21) বিম্বিসারের রাজধানী ছিল -
- পাটলিপুত্র
- উজ্জয়িনী
- রাজগৃহ
- কনৌজ
Answer : (C) রাজগৃহ
22) Sariska Tiger Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- মধ্যপ্রদেশ
- রাজস্থান
- হিমাচল প্রদেশ
- গুজরাট
Answer : (B) রাজস্থান
23) মানবদেহে সবচেয়ে ছোট অস্থি হল -
- স্টেপিস
- ফিমার
- হিইউমেরাস
- ফিবিউলা
Answer : (A) স্টেপিস
24) জুনাগড় লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়?
- অশোক
- রুদ্রদামন
- স্কন্দগুপ্ত
- চন্দ্রগুপ্ত
Answer : (B) রুদ্রদামন
25) পিটের ভারত শাসন আইন কত সালে পাশ করা হয়?
- ১৭৪৭ সালে
- ১৭৬১ সালে
- ১৭১৩ সালে
- ১৭৮৪ সালে
Answer : (D) ১৭৮৪ সালে

0 Comments