GEOGRAPHY MCQ PART-05
1) রোটাং গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- উত্তরপ্রদেশ
- হিমাচল প্রদেশ
- আসাম
- সিকিম
Answer : (B) হিমাচল প্রদেশ
2) ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি?
- মথুরা
- নুমালিগড়
- ডিগবয়
- তমলুক
Answer : (C) ডিগবয়
3) বরাকর কোন নদীর উপনদী?
- মহানন্দা
- দামোদর
- ময়ূরাক্ষী
- গঙ্গা
Answer : (B) দামোদর
4) বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত?
- বীরভূম
- পুরুলিয়া
- জলপাইগুড়ি
- পূর্ব বর্ধমান
Answer : (A) বীরভূম
5) আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম মালভূমি হল?
- লাদাখ মালভূমি
- দাক্ষিণাত্য মালভূমি
- ছোটনাগপুর মালভূমি
- মেঘালয় মালভূমি
Answer : (B) দাক্ষিণাত্য মালভূমি
6) সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
- পাঞ্জাব
- উওরাখন্ড
- রাজস্থান
- হরিয়ানা
Answer : (C) রাজস্থান
7) বাগিচা কৃষি দেখা যায় -?
- দার্জিলিং
- মালদা
- পুরুলিয়া
- উচ্চত ২৪ পরগনা
Answer : (A) দার্জিলিং
8) পাঁচমারি শৈল শহর কোন রাজ্যে অবস্থিত?
- কর্ণাটক
- উত্তর প্রদেশ
- তামিলনাড়ু
- মধ্যপ্রদেশ
Answer : (D) মধ্যপ্রদেশ
9) ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য হল —?
- পশ্চিমবঙ্গ
- গোয়া
- আসাম
- মেঘালয়
Answer : (C) আসাম
10) কোন মৃত্তিকায় লোহার ভাগ বেশি থাকে?
- কৃষ্ণ মৃত্তিকায়
- ল্যাটেরাইট মৃত্তিকায়
- পলি মৃত্তিকা
- কোনোটিই নয়
Answer : (B) ল্যাটেরাইট মৃত্তিকায়

0 Comments