GEOGRAPHY MCQ PART-04
1) কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে?
- কর্ণাটক
- পশ্চিমবঙ্গ
- গুজরাট
- মহারাষ্ট্র
Answer : (A) কর্ণাটক
2) পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই?
- জলপাইগুড়ি
- আলিপুরদুয়ার
- বীরভূম
- কলকাতা
Answer : (D) কলকাতা
3) মূল মধ্যরেখার মান কত?
- ৮০ ডিগ্রী
- ৩৬০ ডিগ্রী
- ১৬০ ডিগ্রী
- ০ ডিগ্রী
Answer : (D) ০ ডিগ্রী
4) তুঙ্গ ভদ্রা কোন নদীর উপনদী?
- কাবেরী নদী
- কৃষ্ণা নদী
- গঙ্গা নদী
- কোনোটিই নয়
Answer : (B) কৃষ্ণা নদী
5) নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত-
- পশ্চিমবঙ্গ
- ঝাড়খন্ড
- ওড়িশা
- অন্ধ্রপ্রদেশ
Answer : (D) অন্ধ্রপ্রদেশ
6) শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে?
- বাঁকুড়া
- দার্জিলিং
- আলিপুরদুয়ার
- কোচবিহার
Answer : (A) বাঁকুড়া
7) স্তেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি?
- চিরহরিৎ অরণ্য
- পর্ণমোচী অরণ্য
- সরলবর্গীয় অরণ্য
- দীর্ঘ তৃণভূমি
Answer : (D) দীর্ঘ তৃণভূমি
8) ত্রাসের নদী নামে পরিচিত কোন নদী?
- যমুনা নদী
- কুলিক নদী
- তিস্তা নদী
- ভাগীরথী নদী
Answer : (C) তিস্তা নদী
9) ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প -
- মহানন্দা ভ্যালি কর্পোরেশন
- হুগলি ভ্যালি কর্পোরেশন
- দামোদর ভ্যালি কর্পোরেশন
- রূপনারায়ণ ভ্যালি কর্পোরেশন
Answer : (C) দামোদর ভ্যালি কর্পোরেশন
10) পশ্চিমবঙ্গের নেওড়া ভ্যালি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত?
- দার্জিলিং
- শিলিগুড়ি
- কালিমপং
- নদীয়া
Answer : (C) কালিমপং

0 Comments