GEOGRAPHY MCQ PART-03
1) ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সর্বাধিক রয়েছে?
- ঝাড়খন্ড
- বিহার
- আসাম
- সিকিম
Answer : (A) ঝাড়খন্ড
2) ভারতের সর্বাধিক কাপড় কল রয়েছে কোন রাজ্যে?
- মহারাষ্ট্র
- গুজরাট
- অন্ধ্রপ্রদেশ
- ঝাড়খন্ড
Answer : (B) গুজরাট
3) ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি?
- আমেদাবাদ
- ব্যাঙ্গালোর
- হায়দ্রাবাদ
- দিল্লি
Answer : (B) ব্যাঙ্গালোর
4) হায়দ্রাবাদের যমজ শহর কোনটি?
- সেকেন্দ্রাবাদ
- আমেদাবাদ
- গান্ধীনগর
- কোনটিই নয়
Answer : (A) সেকেন্দ্রাবাদ
5) ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়?
- ১৯১১ সালে
- ১৯৩২ সালে
- ১৯২৭ সালে
- ১৯১৩ সালে
Answer : (A) ১৯১১ সালে
6) রোটাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত?
- ঝাড়খণ্ড
- উত্তরাখণ্ড
- মহারাষ্ট্র
- হিমাচল প্রদেশ
Answer : (D) হিমাচল প্রদেশ
7) মানালি ও লে কে সংযোগ করেছে কোন গিরিপথ?
- মানা গিরিপথ
- বারা লাচা গিরিপথ
- খারদুংলা গিরিপথ
- কোনটিই নয়
Answer : (B) বারা লাচা গিরিপথ
8) ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
- সিয়াচেন
- গডউইন অস্টিন
- কুনইয়াং
- কোনটিই নয়
Answer : (A) সিয়াচেন
9) আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
- গোদাবরী
- সবরমতী
- নর্মদা
- শোন
Answer : (B) সবরমতী
10) আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত?
- হাওড়া জেলায়
- পুরুলিয়া জেলায়
- বীরভূম জেলায়
- মালদা জেলায়
Answer : (D) মালদা জেলায়

0 Comments