GEOGRAPHY MCQ PART-02
1) খারিফ শস্য কোন সময় কাটা হয়?
- মার্চ-এপ্রিল
- অক্টোবর-নভেম্বর
- মে-জুন
- জুলাই-আগস্ট
Answer : (B) অক্টোবর-নভেম্বর
2) পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো জাতীয় উদ্যান কোনটি?
- সিঙ্গালিলা
- গরুমারা
- সুন্দরবন
- জলদাপাড়া
Answer : (A) সিঙ্গালিলা
3) মহাবিষুব কোন দিনটিকে বলে?
- ২১ মার্চ
- ২৩ জুন
- ১৩ জুলাই
- ১১ এপ্রিল
Answer : (A) ২১ মার্চ
4) কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
- ঝাড়খন্ড
- মধ্যপ্রদেশ
- মেঘালয়
- মিজোরাম
Answer : (B) মধ্যপ্রদেশ
5) ভারতের ধানের গোলা বলা হয় কোন রাজ্যকে?
- পশ্চিমবঙ্গ
- তামিলনাড়ু
- কেরালা
- অন্ধ্রপ্রদেশ
Answer : (D) অন্ধ্রপ্রদেশ
6) ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়?
- দিল্লিকে
- বেঙ্গালুরুকে
- কলকাতাকে
- শিলিগুড়িকে
Answer : (B) বেঙ্গালুরুকে
7) বিহু ভারতের কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য?
- আসাম
- এিপুরা
- পশ্চিমবঙ্গ
- উওর প্রদেশ
Answer : (A) আসাম
8) Blue Planet কাকে বলে?
- পৃথিবী
- বৃহস্পতি
- মঙ্গোল
- প্লুটো
Answer : (A) পৃথিবী
9) পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা শহর হল?
- নিউ ইয়র্ক
- লন্ডন
- জার্মান
- টোকিও
Answer : (D) টোকিও
10) World Oceans Day কবে পালিত হয়?
- ৮ জুন
- ১৩ মার্চ
- ২৭ নভেম্বর
- ১২ আগস্ট
Answer : (A) ৮ জুন

0 Comments