GEOGRAPHY MCQ PART-01
1) ভারতের প্রথম কোন রাজ্যে পাটকল স্থাপিত হয়?
- গুজরাট
- পশ্চিমবঙ্গ
- বিহার
- মেঘালয়
Answer : (B) পশ্চিমবঙ্গ
2) পূর্ব রেলপথের সদর দপ্তর অবস্থিত?
- খড়্গপুর
- দিসপুর
- রাঁচি
- কলকাতা
Answer : (D) কলকাতা
3) সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে উঠেছে?
- শতদ্রু
- নর্মদা
- সুবর্ণরেখা
- কালিনদী
Answer : (B) নর্মদা
4) পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?
- লবণাক্ত মাটি
- পলি মাটি
- ল্যাটেরাইট মাটি
- কোনটিই নয়
Answer : (C) ল্যাটেরাইট মাটি
5) তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত?
- তরাই
- ডুয়ার্স
- দিয়ারা
- কোনটিই নয়
Answer : (A) তরাই
6) পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কত সালে কার্যকর হয়?
- ১৯৫৩ সালে
- ১৯৫৪ সালে
- ১৯৫৫ সালে
- ১৯৫৬ সালে
Answer : (D) ১৯৫৬ সালে
7) কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
- তামিলনাড়ু
- বিহার
- পশ্চিমবঙ্গ
- মহারাষ্ট্র
Answer : (C) পশ্চিমবঙ্গ
8) লোকটাক হ্রদ কোন কোথায় অবস্থিত?
- মণিপুর
- সিকিম
- উওরাখন্ড
- পাঞ্জাব
Answer : (A) মণিপুর
9) শান্ত মন্ডল বলা হয়?
- ট্রোপোস্ফিয়ার
- স্ট্রাটোস্ফিয়ার
- থার্মোস্ফিয়ার
- মেসস্ফিয়ার
Answer : (B) স্ট্রাটোস্ফিয়ার
10) অলকানন্দা নদীটি কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে?
- কর্ণাটক
- তেলেঙ্গানা
- উওরাখন্ড
- ঝাড়খন্ড
Answer : (C) উওরাখন্ড

0 Comments