GENERAL AWARENESS PART-20
1) ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি ?
- হিমাচল প্রদেশের রেণুকা জলাভূমি
- হায়দারপুর জলাভূমি
- পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি
- কোনোটিই নয়
Answer : (C) পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি
2) অষ্টমুদি জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- কেরালা
- মহারাষ্ট্র
- অন্ধ্রপ্রদেশ
- উত্তরাখণ্ড
Answer : (A) কেরালা
3) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে পেশ করা হয়?
- ১৯৪৫-১৯৫০
- ১৯৫৬-১৯৬১
- ১৯৬০-১৯৬৫
- ১৯৬৯-১৯৭৪
Answer : (B) ১৯৫৬-১৯৬১
4) ওনাম কোন রাজ্যের উৎসব?
- তেলেঙ্গানা
- অন্ধ্রপ্রদেশ
- কেরালা
- কর্ণাটক
Answer : (C) কেরালা
5) পোঙ্গল কোন রাজ্যের উৎসব?
- তামিলনাড়ু
- অন্ধ্রপ্রদেশ
- রাজস্থান
- গুজরাট
Answer : (A) তামিলনাড়ু
6) গ্রে কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
- টেনিস
- ভলিবল
- ফুটবল
- হকি
Answer : (C) ফুটবল
7) বারকানা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- মেঘালয়
- রাজস্থান
- কর্ণাটক
- উত্তরপ্রদেশ
Answer : (C) কর্ণাটক
8) Vantawng Falls কোন রাজ্যে অবস্থিত?
- মিজোরাম
- মেঘালয়
- উত্তরাখণ্ড
- সিকিম
Answer : (A) মিজোরাম
9) বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়?
- ৪ঠা জানুয়ারি
- ১০ই ফেব্রুয়ারি
- ১৯শে মার্চ
- ১লা এপ্রিল
Answer : (A) ৪ঠা জানুয়ারি
10) Bhitarkanika National Park কোন রাজ্যে অবস্থিত?
- মধ্যপ্রদেশ
- ওড়িশা
- গুজরাট
- হরিয়ানা
Answer : (B) ওড়িশা
11) Pachmarhi Biosphere Reserve ভারতের কোন রাজ্যে রয়েছে?
- উত্তরাখণ্ড
- বিহার
- মধ্যপ্রদেশ
- ঝাড়খণ্ড
Answer : (C) মধ্যপ্রদেশ
12) নিম্নলিখিত কোন গ্রহের উপগ্রহ টাইটান?
- বৃহস্পতি
- শনি
- ইউরেনাস
- নেপচুন
Answer : (B) শনি
13) ক্যালামাইন কোন ধাতুর আকরিক?
- দস্তা
- অ্যালুমিনিয়াম
- সোডিয়াম
- ক্যালসিয়াম
Answer : (A) দস্তা
14) সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
- 5
- 10
- 11
- 14
Answer : (C) 11
15) World Health Organization এর সদর দফতর কোথায় অবস্থিত-
- ব্রাসেলস
- ভিয়েনা
- জেনেভা
- কাঠমান্ডু
Answer : (C) জেনেভা
16) প্রতিবছর World Radio Day কবে পালন করা হয়?
- ১১ই ফেব্রুয়ারি
- ১৩ই ফেব্রুয়ারি
- ১৫ই ফেব্রুয়ারি
- ১৭ই ফেব্রুয়ারি
Answer : (B) ১৩ই ফেব্রুয়ারি
17) নৌটঙ্কি কোন রাজ্যের নৃত্য?
- উত্তরপ্রদেশ
- তেলেঙ্গানা
- ছত্তিশগড়
- পাঞ্জাব
Answer : (A) উত্তরপ্রদেশ
18) ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য?
- হরিয়ানা
- রাজস্থান
- গুজরাট
- মধ্যপ্রদেশ
Answer : (C) গুজরাট
19) World Blood Donor Day কবে পালন করা হয়?
- ১৮ই মার্চ
- ১৪ই জুন
- ২৯শে আগস্ট
- ১৫ই অক্টোবর
Answer : (B) ১৪ই জুন
20) সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- হরিশচন্দ্র মুখোপাধ্যায়
- কৃষ্ণকুমার মিত্র
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- শিশির কুমার ঘোষ
Answer : (B) কৃষ্ণকুমার মিত্র
21) পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত?
- রাজস্থান
- উত্তরাখণ্ড
- ওড়িশা
- মধ্যপ্রদেশ
Answer : (C) ওড়িশা
22) হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
- কলকাতা
- পূর্ব মেদিনীপুর
- বর্ধমান
- হাওড়া
Answer : (B) পূর্ব মেদিনীপুর
23) গীতগোবিন্দ গ্রন্থের রচয়িতা-
- জয়দেব
- কলহন
- সোমদেব
- বল্লাল সেন
Answer : (A) জয়দেব
24) মুদ্রারাক্ষস কার লেখা?
- বিশাখদত্ত
- শূদ্রক
- কৌটিল্য
- বিষ্ণুশর্মা
Answer : (A) বিশাখদত্ত
25) কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে?
- মেঘালয়
- সিকিম
- মধ্যপ্রদেশ
- গুজরাট
Answer : (C) মধ্যপ্রদেশ

0 Comments