GENERAL AWARENESS PART-19

GENERAL AWARENESS PART-19

GENERAL AWARENESS PART-19

1) হান্টার কমিশন কত সালে গঠিত হয়?

  1. ১৮৮২ সালে
  2. ১৮৭৭ সালে
  3. ১৯০১ সালে
  4. ১৮৬৯ সালে

Answer : (A) ১৮৮২ সালে


2) OPEC-এর সদর দফতর কোথায় অবস্থিত -

  1. ভিয়েনা
  2. কাঠমান্ডু
  3. জেনেভা
  4. ব্রাসেলস

Answer : (A) ভিয়েনা


3) রোধের ব্যবহারিক একক কি?

  1. ওহম
  2. এম্পিয়ার
  3. জুল
  4. কোনটিই নয়

Answer : (A) ওহম


4) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?

  1. হরিষেণ
  2. রবিকীর্তি
  3. পাণিনি
  4. অশ্বঘোষ

Answer : (A) হরিষেণ


5) কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়?

  1. মিথেন
  2. আর্গন
  3. ফ্রেওন
  4. হিলিয়াম

Answer : (A) মিথেন


6) দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?

  1. ক্রিকেট
  2. দাবা
  3. ফুটবল
  4. ব্যাডমিন্টন

Answer : (A) ক্রিকেট


7) ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ?

  1. হাইড্রোজেন
  2. সোডিয়াম
  3. নাইট্রোজেন
  4. অক্সিজেন

Answer : (A) হাইড্রোজেন


8) দুষ্ট মৌল বলা হয়?

  1. সোডিয়াম
  2. নাইট্রোজেন
  3. হাইড্রোজেন
  4. আয়ন

Answer : (C) হাইড্রোজেন


9) সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি কোনটি?

  1. প্লীহা
  2. যকৃৎ
  3. ফুসফুস
  4. কোনটিই নয়

Answer : (A) প্লীহা


10) মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কী?

  1. স্টেপিস
  2. সেলু
  3. ফিমার
  4. ত্বক

Answer : (C) ফিমার


11) খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল ?

  1. ১৫২৭ সাল
  2. ১৫৩২ সাল
  3. ১৫৩৩ সাল
  4. ১৫৩৯ সাল

Answer : (A) ১৫২৭ সাল


12) স্যার জেমস প্রিন্সেপ কত সালে সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন?

  1. 1847
  2. 1837
  3. 1827
  4. 1857

Answer : (B) 1837


13) ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?

  1. সমুদ্র গুপ্ত
  2. স্কন্দগুপ্ত
  3. প্রথম চন্দ্রগুপ্ত
  4. দ্বিতীয় চন্দ্রগুপ্ত

Answer : (D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত


14) কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে স্থাপিত হয়েছে?

  1. রূপনারায়ন নদী
  2. দ্বারকেশ্বর নদী
  3. শিলাই নদী
  4. গঙ্গা নদী

Answer : (A) রূপনারায়ন নদী


15) প্যারামেসিয়াম এর গমন অঙ্গের নাম কি?

  1. সিলিয়া
  2. মাংসলপদ
  3. ফ্লাজেলা
  4. কর্ষিকা

Answer : (A) সিলিয়া


16) তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত?

  1. পশ্চিমবঙ্গ
  2. ওড়িশা
  3. মিজোরাম
  4. গুজরাট

Answer : (B) ওড়িশা


17) কোলাঘাট কোন নদীর তীরে অবস্থিত?

  1. হুগলি
  2. রুপনারায়ণ
  3. তিস্তা
  4. মহানন্দা

Answer : (B) রুপনারায়ণ


18) National Sports Day কবে পালন করা হয়?

  1. ২৩ জুলাই
  2. ২৭ সেপ্টেম্বর
  3. ১২ মার্চ
  4. ২৯ আগস্ট

Answer : (D) ২৯ আগস্ট


19) দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান কত?

  1. ৩৬০ ডিগ্রি
  2. ১৮০ ডিগ্রি
  3. ৮৯ ডিগ্রি
  4. ০ ডিগ্রি

Answer : (B) ১৮০ ডিগ্রি


20) NABARD-এর সদর দফতর কোথায় অবস্থিত?

  1. Delhi
  2. Jaipur
  3. Mumbai
  4. Chennai

Answer : (C) Mumbai


21) তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল -

  1. ২১৫ খ্রিস্টপূর্বাব্দ
  2. ২৫০ খ্রিস্টপূর্বাব্দ
  3. ৩০০ খ্রিস্টপূর্বাব্দ
  4. ৩৫০ খ্রিস্টপূর্বাব্দ

Answer : (B) ২৫০ খ্রিস্টপূর্বাব্দ


22) মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল ?

  1. ১৯১৯ সালে
  2. ১৯২১ সালে
  3. ১৯৩৫ সালে
  4. ১৯৪৬ সালে

Answer : (B) ১৯২১ সালে


23) গান্ধী সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

  1. পাঞ্জাব
  2. মধ্যপ্রদেশ
  3. সিকিম
  4. ওড়িশা

Answer : (B) মধ্যপ্রদেশ


24) ড্রপশট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

  1. ব্যাডমিন্টন
  2. ভলিবল
  3. টেবিল টেনিস
  4. ক্রিকেট

Answer : (A) ব্যাডমিন্টন


25) অফসাইড ট্র্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

  1. পোলো
  2. ফুটবল
  3. হকি
  4. ব্যাডমিন্টন

Answer : (B) ফুটবল




You May Read Also :

Post a Comment

0 Comments