GENERAL AWARENESS PART-18

GENERAL AWARENESS PART-18

GENERAL AWARENESS PART-18

1) ভাংড়া কোন রাজ্যের নৃত্য?

  1. কেরল
  2. গুজরাট
  3. মনিপুর
  4. পাঞ্জাব

Answer : (D) পাঞ্জাব


2) পূর্ণা নদীটি কোন নদীর উপনদী?

  1. গোদাবরী
  2. তাপ্তি
  3. কাবেরী
  4. ইন্দ্রাবতী

Answer : (A) গোদাবরী


3) অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত ?

  1. চিলি
  2. ভেনেজুয়েলা
  3. উরুগুয়ে
  4. পেরু

Answer : (B) ভেনেজুয়েলা


4) Grammy পুরষ্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

  1. সঙ্গীত
  2. নৃত্য
  3. সাহিত্য
  4. খেলা

Answer : (A) সঙ্গীত


5) তারামাছের গমন অঙ্গের নাম কি ?

  1. মাংসল পদ
  2. টিউবফিট
  3. কর্ষিকা
  4. ফ্ল্যাজেলা

Answer : (B) টিউবফিট


6) ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা-

  1. শরদিন্দু বন্দোপাধ্যায়
  2. সত্যজিৎ রায়
  3. নারায়ণ গঙ্গোপাধ্যায়
  4. বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়

Answer : (A) শরদিন্দু বন্দোপাধ্যায়


7) সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ-

  1. ডিমোস
  2. ফোবোস
  3. টাইটান
  4. মিরান্ডা

Answer : (A) ডিমোস


8) সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত-

  1. রাজস্থান
  2. মধ্যপ্রদেশ
  3. পাঞ্জাব
  4. তেলেঙ্গানা

Answer : (B) মধ্যপ্রদেশ


9) সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

  1. ঝাড়খন্ড
  2. ওড়িশা
  3. উত্তরপ্রদেশ
  4. কর্ণাটক

Answer : (A) ঝাড়খন্ড


10) বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল ?

  1. ১৭৪৬ সালে
  2. ১৭৬০ সালে
  3. ১৭৮০ সালে
  4. ১৭৯১ সালে

Answer : (B) ১৭৬০ সালে


11) সাইমন কমিশন কত সালে গঠিত হয় ?

  1. ১৯২৭ সালে
  2. ১৯৩৬ সালে
  3. ১৯৫৬ সালে
  4. ১৯৮১ সালে

Answer : (A) ১৯২৭ সালে


12) ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহর কে ?

  1. নাগপুর
  2. বেঙ্গালুরু
  3. মুম্বাই
  4. দিল্লি

Answer : (B) বেঙ্গালুরু


13) সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত-

  1. উত্তর ২৪ পরগনা
  2. দক্ষিণ ২৪ পরগনা
  3. হুগলি
  4. বীরভূম

Answer : (B) দক্ষিণ ২৪ পরগনা


14) NTPC-র সদর দফতর কোথায় অবস্থিত ?

  1. নিউ দিল্লি
  2. নয়ডা
  3. মুম্বাই
  4. চেন্নাই

Answer : (A) নিউ দিল্লি


15) সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. দাবা
  2. ফুটবল
  3. টেবিল টেনিস
  4. ব্যাডমিন্টন

Answer : (B) ফুটবল


16) কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় ?

  1. ম্যানোমিটার
  2. ব্যারোমিটার
  3. অ্যানিমোমিটার
  4. কোনোটিই নয়

Answer : (A) ম্যানোমিটার


17) ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য ?

  1. রাজস্থান
  2. গুজরাট
  3. পাঞ্জাব
  4. মধ্যপ্রদেশ

Answer : (A) রাজস্থান


18) কুচিপুরি কোন রাজ্যের লোকনৃত্য ?

  1. কেরালা
  2. অন্ধ্রপ্রদেশ
  3. উত্তরপ্রদেশ
  4. কর্ণাটক

Answer : (B) অন্ধ্রপ্রদেশ


19) বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয় ?

  1. ১লা জানুয়ারি
  2. ২রা জানুয়ারি
  3. ৩রা জানুয়ারি
  4. ৪ঠা জানুয়ারি

Answer : (D) ৪ঠা জানুয়ারি


20) ছোলামু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

  1. সিকিম
  2. হিমাচল প্রদেশ
  3. উত্তরাখণ্ড
  4. বিহার

Answer : (A) সিকিম


21) আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

  1. ১৮৭৫ সালে
  2. ১৮৫৪ সালে
  3. ১৮৪৯ সালে
  4. ১৮৩০ সালে

Answer : (A) ১৮৭৫ সালে


22) তারিণীখুড়ো চরিত্রের স্রষ্টা -

  1. গৌরকিশোর ঘোষ
  2. সত্যজিৎ রায়
  3. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
  4. নারায়ন গঙ্গোপাধ্যায়

Answer : (B) সত্যজিৎ রায়


23) গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল?

  1. মথুরা
  2. তক্ষশীলা
  3. রাজপুর
  4. কৌশাম্বী

Answer : (B) তক্ষশীলা


24) ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক?

  1. ক্যালসিয়াম
  2. লোহা
  3. অ্যালুমিনিয়াম
  4. তামা

Answer : (C) অ্যালুমিনিয়াম


25) অক্সিজেনের যোজ্যতা কত?

  1. 7
  2. 3
  3. 2
  4. 9

Answer : (C) 2




You May Read Also :

Post a Comment

0 Comments