GENERAL AWARENESS PART-17

GENERAL AWARENESS PART-17

GENERAL AWARENESS PART-17

1) আবুল ফজল কোন রাজার সভাকবি ছিলেন -

  1. আকবর
  2. হর্ষবর্ধন
  3. কণিষ্ক
  4. সমুদ্রগুপ্ত

Answer : (A) আকবর


2) সুরাটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল -

  1. ১৭৭৫ সালে
  2. ১৭৮৫ সালে
  3. ১৭৯৫ সালে
  4. কোনোটিই নয়

Answer : (A) ১৭৭৫ সালে


3) আলিনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল -

  1. ১৭৪৭ সালে
  2. ১৭৫৭ সালে
  3. ১৭৬৭ সালে
  4. ১৭৭৭ সালে

Answer : (B) ১৭৫৭ সালে


4) কথাকলি ভারতের কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য?

  1. কেরালা
  2. অন্ধ্রপ্রদেশ
  3. সিকিম
  4. গুজরাট

Answer : (A) কেরালা


5) আনাইমুদি পর্বত কোন রাজ্যে অবস্থিত?

  1. কেরালা
  2. তামিলনাড়ু
  3. গুজরাট
  4. সিকিম

Answer : (A) কেরালা


6) বল্লভপুর অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

  1. বীরভূম
  2. পুরুলিয়া
  3. জলপাইগুড়ি
  4. পূর্ব বর্ধমান

Answer : (A) বীরভূম


7) OPEC এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?

  1. সুইডেন
  2. ভিয়েনা
  3. দিল্লি
  4. কাঠমান্ডু

Answer : (B) ভিয়েনা


8) হাইড্রার গমন অঙ্গের নাম কি?

  1. ডানা
  2. পটকা
  3. কর্ষিকা
  4. মায়োটম

Answer : (C) কর্ষিকা


9) হাইড্রোজেনের আইসোটোপ কয়টি ?

  1. 1
  2. 5
  3. 6
  4. 3

Answer : (D) 3


10) International Youth Day কবে পালন করা হয়?

  1. ১২ই আগস্ট
  2. ১২ই মার্চ
  3. ১২ই ফেব্রুয়ারি
  4. ১২ই জানুয়ারি

Answer : (A) ১২ই আগস্ট


11) কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে?

  1. গলগী বডি
  2. লাইসোজোম
  3. রাইবোজোম
  4. কোনোটিই নয়

Answer : (C) রাইবোজোম


12) ছন্দের জাদুকর কাকে বলা হয়?

  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. অন্নপূর্ণা দেবী
  4. সুকান্ত রায়

Answer : (A) সত্যেন্দ্রনাথ দত্ত


13) বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে?

  1. বরাহমিহির
  2. হরিসেন
  3. নাগার্জুন
  4. আর্য ভট্ট

Answer : (A) বরাহমিহির


14) সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন-

  1. ব্রহ্মবান্ধব উপাধ্যায়
  2. উমেশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়
  3. গিরিশচন্দ্র মুখোপাধ্যায়
  4. প্রমথ চৌধুরী

Answer : (A) ব্রহ্মবান্ধব উপাধ্যায়


15) নাকো হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. হিমাচল প্রদেশ
  2. উত্তরপ্রদেশ
  3. তেলেঙ্গানা
  4. সিকিম

Answer : (A) হিমাচল প্রদেশ


16) ধানসিঁড়ি কোন নদীর উপনদী-

  1. রূপনারায়ণ
  2. গঙ্গা
  3. সিন্ধু
  4. ব্রহ্মপুত্র

Answer : (D) ব্রহ্মপুত্র


17) ভারতের কোন রাজ্যে গোবিন্দ সাগর হ্রদ অবস্থিত-

  1. হিমাচল প্রদেশ
  2. উত্তরপ্রদেশ
  3. অরুণাচল প্রদেশ
  4. কোনোটিই নয়

Answer : (A) হিমাচল প্রদেশ


18) তুঙ্গ ভদ্রা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?

  1. কর্ণাটক
  2. মধ্যপ্রদেশ
  3. সিকিম
  4. তামিলনাড়ু

Answer : (A) কর্ণাটক


19) বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

  1. হিমাচল প্রদেশ
  2. তামিলনাড়ু
  3. মহারাষ্ট্র
  4. কর্ণাটক

Answer : (D) কর্ণাটক


20) নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত?

  1. ঝাড়খন্ড
  2. উত্তরাখণ্ড
  3. মহারাষ্ট্র
  4. ত্রিপুরা

Answer : (B) উত্তরাখণ্ড


21) হাইড্রা-র গমন অঙ্গ কোনটি?

  1. ক্ষনপদ
  2. সিলিয়া
  3. চোষক অঙ্গ
  4. কর্ষিকা

Answer : (D) কর্ষিকা


22) নীলদর্পণ নাটকের রচয়িতা কে?

  1. দীনবন্ধু মিত্র
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. এক. কে. গান্ধী

Answer : (A) দীনবন্ধু মিত্র


23) মালপ্রভা নদী ভারতের কোন রাজ্যে অবস্থিত?

  1. অন্ধ্রপ্রদেশ
  2. কর্ণাটক
  3. পশ্চিমবঙ্গ
  4. গুজরাট

Answer : (B) কর্ণাটক


24) বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়?

  1. ২৫শে এপ্রিল
  2. ২৬শে জুলাই
  3. ১৭ই সেপ্টেম্বর
  4. ২৮শে অক্টোবর

Answer : (A) ২৫শে এপ্রিল


25) কত খ্রিস্টাব্দে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়?

  1. ১৭৮৫ খ্রিঃ
  2. ১৭৮৯ খ্রিঃ
  3. ১৭৫৭ খ্রিঃ
  4. ১৭৮২ খ্রিঃ

Answer : (C) ১৭৫৭ খ্রিঃ




You May Read Also :

Post a Comment

0 Comments