GENERAL AWARENESS PART-16
1) নববিধান ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা-
- জ্যোতিরাও ফুলে
- স্বামী দয়ানন্দ সরস্বতী
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- কেশবচন্দ্র সেন
Answer : (D) কেশবচন্দ্র সেন
2) কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন-
- অশোক
- বিম্বিসার
- বিন্দুসার
- অজাতশত্রু
Answer : (C) বিন্দুসার
3) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম-
- নন্দাদেবী
- দোদাবেতা
- আনাইমুদি
- ধূপগড়
Answer : (B) দোদাবেতা
4) ম্যাগনেসিয়ামের একটি আকরিক হল-
- হেমাটাইট
- বক্সাইট
- ডলোমাইট
- ক্যালামাইন
Answer : (C) ডলোমাইট
5) অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন-
- কৃষ্ণ কুমার মিত্র
- শিশির কুমার ঘোষ
- গিরিশচন্দ্র ঘোষ
- প্রমথ চৌধুরী
Answer : (B) শিশির কুমার ঘোষ
6) ডন সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল-
- ১৮৯৯ সালে
- ১৯০২ সালে
- ১৯২২ সালে
- ১৯৩৬ সালে
Answer : (B) ১৯০২ সালে
7) চেঞ্জিং ডাইরেকশন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত-
- টেবিল টেনিস
- ব্যাডমিন্টন
- খো-খো
- হকি
Answer : (C) খো-খো
8) আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী-
- পরেশনাথ
- ধূপগড়
- গুরুশিখর
- অমরকন্টক
Answer : (C) গুরুশিখর
9) ডান্ডিয়া ভারতের কোন রাজ্যের নৃত্য-
- রাজস্থান
- গুজরাট
- হরিয়ানা
- উত্তরপ্রদেশ
Answer : (B) গুজরাট
10) লোধ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত -
- বিহার
- ঝাড়খন্ড
- তেলেঙ্গানা
- মহারাষ্ট্র
Answer : (B) ঝাড়খন্ড
11) চন্দ্রগিরি দুর্গ অবস্থিত-
- হরিয়ানা
- ত্রিপুরা
- অন্ধ্রপ্রদেশ
- রাজস্থান
Answer : (C) অন্ধ্রপ্রদেশ
12) বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়-
- ১০ই আগস্ট
- ১০ই ডিসেম্বর
- ৫ই জানুয়ারি
- ২১শে ফেব্রুয়ারি
Answer : (B) ১০ই ডিসেম্বর
13) নিম্নের কোন মৌলের আইসোটোপ ট্রিটিয়াম-
- সোডিয়াম
- নাইট্রোজেন
- হাইড্রোজেন
- কার্বন
Answer : (C) হাইড্রোজেন
14) স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন-
- সতীশচন্দ্র মুখোপাধ্যায়
- অশ্বিনী কুমার দত্ত
- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- শিশির কুমার ঘোষ
Answer : (B) অশ্বিনী কুমার দত্ত
15) ভারতের কোন রাজ্যে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার অবস্থিত-
- কর্ণাটক
- তেলেঙ্গানা
- কেরালা
- অন্ধ্রপ্রদেশ
Answer : (C) কেরালা
16) ভিটামিন D-এর রাসায়নিক নাম কি-
- অ্যাসকরবিক অ্যাসিড
- ক্যালসিফেরল
- রেটিনল
- কোনোটিই নয়
Answer : (B) ক্যালসিফেরল
17) প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন-
- আত্মারাম পান্ডুরঙ্গ
- স্বামী দয়ানন্দ সরস্বতী
- কেশবচন্দ্র সেন
- রাজা রামমোহন রায়
Answer : (A) আত্মারাম পান্ডুরঙ্গ
18) বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়-
- ১০ই জানুয়ারি
- ৩রা মার্চ
- ৫ই মে
- ১৫ই জুলাই
Answer : (B) ৩রা মার্চ
19) বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন-
- শিশিরকুমার ঘোষ
- রাজা রামমোহন রায়
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- অশ্বিনী কুমার দত্ত
Answer : (C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
20) সতীদাহ প্রথা রদ করেন-
- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
- উইলিয়াম কেরি
- লর্ড ডালহৌসি
- লর্ড ক্যানিং
Answer : (A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
21) কোন খেলার সঙ্গে খৈতান ট্রফি যুক্ত-
- হকি
- দাবা
- খো-খো
- ব্যাডমিন্টন
Answer : (B) দাবা
22) কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
- ১৭৫০ সালে
- ১৭৬৯ সালে
- ১৭৮৪ সালে
- ১৭৯১ সালে
Answer : (C) ১৭৮৪ সালে
23) মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন-
- আকবর
- জাহাঙ্গীর
- শাহজাহান
- ঔরঙ্গজেব
Answer : (A) আকবর
24) বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয়?
- ১৪ই জানুয়ারী
- ১৭ই মার্চ
- ১২ই নভেম্বর
- ১৫ই ডিসেম্বর
Answer : (C) ১২ই নভেম্বর
25) নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
- কালিম্পং
- বাঁকুড়া
- উত্তর দিনাজপুর
- মুর্শিদাবাদ
Answer : (A) কালিম্পং

0 Comments