GENERAL AWARENESS PART-15
1) World Athletics Day কবে পালন করা হয়-
- ১২ই মার্চ
- ৭ই মে
- ২২শে জুলাই
- ২৯শে সেপ্টেম্বর
Answer : (B) ৭ই মে
2) প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়-
- ১৯২৩ সালে
- ১৯৩৬ সালে
- ১৯৫১ সালে
- ১৯৭০ সালে
Answer : (C) ১৯৫১ সালে
3) সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত সালে-
- ১৮০০ সালে
- ১৮২৯ সালে
- ১৮৩৯ সালে
- ১৮৫৬ সালে
Answer : (B) ১৮২৯ সালে
4) নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন নদীর উপনদী বেতোয়া-
- গঙ্গা
- ইরাবতী
- যমুনা
- গোদাবরী
Answer : (C) যমুনা
5) নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত-
- মেঘালয়
- সিকিম
- হিমাচল প্রদেশ
- উত্তরাখণ্ড
Answer : (B) সিকিম
6) মানব উন্নয়ন সূচক প্রকাশ করে-
- UNDP
- UNPD
- UDNP
- UPDN
Answer : (A) UNDP
7) টেনিদা চরিত্রের স্রষ্টা-
- তারাশংকর গঙ্গোপাধ্যায়
- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
- প্রেমেন্দ্র মিত্র
- নারায়ণ গঙ্গোপাধ্যায়
Answer : (D) নারায়ণ গঙ্গোপাধ্যায়
8) হোমরুল লীগ কত সালে গঠিত হয়-
- ১৯০২ সালে
- ১৯১৬ সালে
- ১৯৩১ সালে
- ১৯৫০ সালে
Answer : (B) ১৯১৬ সালে
9) ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক-
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- লালা লাজপত রায়
- কেশবচন্দ্র সেন
- মন্মথ রায়
Answer : (B) লালা লাজপত রায়
10) যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত-
- শরাবতী
- সবরমতী
- দামোদর
- নর্মদা
Answer : (A) শরাবতী
11) সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত-
- ক্রিকেট
- ফুটবল
- টেনিস
- বেসবল
Answer : (A) ক্রিকেট
12) তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল-
- ১৫১৫ সালে
- ১৫৪৯ সালে
- ১৫৬৫ সালে
- ১৫৭৯ সালে
Answer : (C) ১৫৬৫ সালে
13) বিশ্ব হাতি দিবস কবে পালন করা হয়-
- ১২ই আগস্ট
- ২২শে সেপ্টেম্বর
- ১০ই অক্টোবর
- ২৫শে নভেম্বর
Answer : (A) ১২ই আগস্ট
14) কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়-
- ১৭৭৮ সালে
- ১৭৯৩ সালে
- ১৮১১ সালে
- ১৮৩১ সালে
Answer : (B) ১৭৯৩ সালে
15) কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়-
- ১৮৬৭ সালে
- ১৮৭৪ সালে
- ১৮৮৫ সালে
- ১৮৯০ সালে
Answer : (A) ১৮৬৭ সালে
16) বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়-
- ১৯৮৯ সালে
- ১৯৯৯ সালে
- ১৯৯৪ সালে
- ১৯৯২ সালে
Answer : (D) ১৯৯২ সালে
17) সুরাটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল-
- ১৭৭৫ সালে
- ১৭৮৭ সালে
- ১৮১০ সালে
- ১৮১৭ সালে
Answer : (A) ১৭৭৫ সালে
18) ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়-
- রাজস্থান
- কলকাতা
- বেঙ্গালুরু
- হরিয়ানা
Answer : (C) বেঙ্গালুরু
19) সুখনা হ্রদ অবস্থিত-
- মুম্বাই
- চন্ডিগড়
- উদয়পুর
- রাঁচি
Answer : (B) চন্ডিগড়
20) পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা-
- বল্লাল সেন
- বরাহমিহির
- হর্ষবর্ধন
- অশ্বঘোষ
Answer : (B) বরাহমিহির
21) নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত-
- সিকিম
- উত্তরাখণ্ড
- অরুণাচল প্রদেশ
- মেঘালয়
Answer : (C) অরুণাচল প্রদেশ
22) কালো বিপ্লব কিসের সঙ্গে যুক্ত-
- পেট্রোলিয়াম উৎপাদন
- তৈল বীজ উৎপাদন
- দুগ্ধ উৎপাদন
- কোনোটিই নয়
Answer : (A) পেট্রোলিয়াম উৎপাদন
23) বৃজি মহাজনপদের রাজধানী কোথায় ছিল-
- কৌশাম্বি
- বৈশালী
- পাটলিপুত্র
- রাজগৃহ
Answer : (B) বৈশালী
24) Kudremukh National Park ভারতের কোথায় অবস্থিত-
- অন্ধ্রপ্রদেশ
- তামিলনাড়ু
- কর্ণাটক
- উত্তরাখণ্ড
Answer : (C) কর্ণাটক
25) এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা-
- ডেভিড হেয়ার
- রাজা রামমোহন রায়
- উইলিয়াম জোন্স
- কোনোটিই নয়
Answer : (C) উইলিয়াম জোন্স

0 Comments