GENERAL AWARENESS PART-14

GENERAL AWARENESS PART-14

GENERAL AWARENESS PART-14

1) নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন নদীর উপনদীর নম চম্বল-

  1. গঙ্গা
  2. যমুনা
  3. ব্রহ্মপুত্র
  4. তিস্তা

Answer : (B) যমুনা


2) National Wildlife Day কবে পালন করা হয়-

  1. ৮ই জুলাই
  2. ১০ই আগস্ট
  3. ৪ঠা সেপ্টেম্বর
  4. ১লা অক্টোবর

Answer : (C) ৪ঠা সেপ্টেম্বর


3) কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত-

  1. লন টেনিস
  2. কবাডি
  3. খো-খো
  4. ব্যাডমিন্টন

Answer : (D) ব্যাডমিন্টন


4) কার্বনের কয়টি আইসোটোপ রয়েছে-

  1. ৩টি
  2. ৭টি
  3. ১২টি
  4. ১৫টি

Answer : (A) ৩টি


5) পিচোলা হ্রদ অবস্থিত-

  1. জয়পুর
  2. উদয়পুর
  3. যোধপুর
  4. বিকানের

Answer : (B) উদয়পুর


6) কত সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়-

  1. ১৯০২ সালে
  2. ১৯০৫ সালে
  3. ১৯০৮ সালে
  4. ১৯১০ সালে

Answer : (A) ১৯০২ সালে


7) পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. গুজরাট
  2. রাজস্থান
  3. মধ্যপ্রদেশ
  4. হরিয়ানা

Answer : (C) মধ্যপ্রদেশ


8) অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন-

  1. লর্ড ডালহৌসি
  2. লর্ড ওয়েলেসলি
  3. লর্ড রিপন
  4. ওয়ারেন হেস্টিংস

Answer : (B) লর্ড ওয়েলেসলি


9) World Environment Day কবে পালন করা হয়-

  1. ৫ই জুন
  2. ৬ই জুলাই
  3. ১০ই আগস্ট
  4. ১৪ই সেপ্টেম্বর

Answer : (A) ৫ই জুন


10) এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত-

  1. ক্রিকেট
  2. দাবা
  3. পোলো
  4. হকি

Answer : (C) পোলো


11) লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত-

  1. উত্তর ২৪ পরগণা
  2. দক্ষিণ ২৪ পরগণা
  3. বাঁকুড়া
  4. জলপাইগুড়ি

Answer : (B) দক্ষিণ ২৪ পরগণা


12) কাকাবাবু কার ছদ্মনাম-

  1. গৌরকিশোর ঘোষ
  2. অখিল নিয়োগী
  3. প্রভাত কিরণ বসু
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Answer : (C) প্রভাত কিরণ বসু


13) Shivaji Hockey Stadium কোথায় অবস্থিত-

  1. মুম্বাই
  2. নিউ দিল্লি
  3. তেলেঙ্গানা
  4. জয়পুর

Answer : (B) নিউ দিল্লি


14) পীতবিন্দু অবস্থিত-

  1. পাকস্থলীতে
  2. চোখের রেটিনায়
  3. কানের নিচে
  4. কোনোটিই নয়

Answer : (B) চোখের রেটিনায়


15) ঘুম রেলস্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. উত্তরাখণ্ড
  2. পশ্চিমবঙ্গ
  3. সিকিম
  4. মেঘালয়

Answer : (B) পশ্চিমবঙ্গ


16) ডবল ড্রপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত-

  1. ভলিবল
  2. ব্যাডমিন্টন
  3. বাস্কেটবল
  4. টেবিল টেনিস

Answer : (A) ভলিবল


17) Irani Cup কোন খেলার সঙ্গে যুক্ত-

  1. ব্যাডমিন্টন
  2. ক্রিকেট
  3. ফুটবল
  4. টেবিল টেনিস

Answer : (B) ক্রিকেট


18) উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. ওড়িশা
  2. পশ্চিমবঙ্গ
  3. বিহার
  4. রাজস্থান

Answer : (A) ওড়িশা


19) দানসাগর এবং অদ্ভুতসাগর গ্রন্থের রচয়িতা হলেন-

  1. বাণভট্ট
  2. বল্লাল সেন
  3. জয়দেব
  4. অশ্বঘোষ

Answer : (B) বল্লাল সেন


20) পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়-

  1. ১৯৪১ সালে
  2. ১৯৫০ সালে
  3. ১৯৬৪ সালে
  4. ১৯৭৮ সালে

Answer : (B) ১৯৫০ সালে


21) গোলাপি শহর কাকে বলা হয়-

  1. জয়পুর
  2. উদয়পুর
  3. জামশেদপুর
  4. কোনোটিই নয়

Answer : (A) জয়পুর


22) প্রোটিয়াম কোন মৌলের আইসোটোপ?

  1. হাইড্রোজেন
  2. সোডিয়াম
  3. নাইট্রোজেন
  4. অক্সিজেন

Answer : (A) হাইড্রোজেন


23) সাইমন কমিশন কত সালে গঠিত হয়-

  1. ১৯২৭ সালে
  2. ১৯৩৯ সালে
  3. ১৯৫৯ সালে
  4. ১৯৭০ সালে

Answer : (A) ১৯২৭ সালে


24) কোন নদীর তীরে হরপ্পা অবস্থিত-

  1. রাভি
  2. ইন্দ্রাবতি
  3. সিন্ধু
  4. সরস্বতী

Answer : (A) রাভি


25) পার্থেনন পত্রিকার সম্পাদক ছিলেন-

  1. ডিরোজিও
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. জন ক্লার্ক মার্শম্যান
  4. কেশবচন্দ্র সেন

Answer : (A) ডিরোজিও




You May Read Also :

Post a Comment

0 Comments