GENERAL AWARENESS PART-13

GENERAL AWARENESS PART-13

GENERAL AWARENESS PART-13

1) আলিনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল-

  1. ১৭৪১ সালে
  2. ১৭৫৭ সালে
  3. ১৭৬৮ সালে
  4. ১৭৭৮ সালে

Answer : (B) ১৭৫৭ সালে


2) কাকাবাবু চরিত্রের স্রষ্টা-

  1. সুনীল গঙ্গোপাধ্যায়
  2. সত্যজিৎ রায়
  3. গৌরকিশোর ঘোষ
  4. প্রেমেন্দ্র মিত্র

Answer : (A) সুনীল গঙ্গোপাধ্যায়


3) বৃজি মহাজনপদের রাজধানী কোথায় ছিল -

  1. কৌশাম্বি
  2. বৈশালী
  3. তক্ষশীলা
  4. রাজপুর

Answer : (B) বৈশালী


4) প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল -

  1. ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দ
  2. ৩৮৩ খ্রিস্টপূর্বাব্দ
  3. ২৫০ খ্রিস্টপূর্বাব্দ
  4. কোনোটিই নয়

Answer : (A) ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দ


5) দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত -

  1. ক্রিকেট
  2. ফুটবল
  3. ব্যাডমিন্টন
  4. টেবিল টেনিস

Answer : (A) ক্রিকেট


6) UNESCO-এর সদর দফতর কোথায় অবস্থিত -

  1. লন্ডন
  2. নিউইয়র্ক
  3. প্যারিস
  4. জেনেভা

Answer : (C) প্যারিস


7) তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়?

  1. ১১৮৯ সালে
  2. ১১৯২ সালে
  3. ১১৯৫ সালে
  4. ১১৯৮ সালে

Answer : (B) ১১৯২ সালে


8) আরশোলার শ্বাসযন্ত্র — ?

  1. ট্রাকিয়া
  2. নেফ্রিডিয়া
  3. সবুজ গ্রন্থি
  4. ফুসফুস

Answer : (A) ট্রাকিয়া


9) Somasila Dam ভারতের কোন রাজ্যে অবস্থিত?

  1. মেঘালয়
  2. হরিয়ানা
  3. সিকিম
  4. অন্ধ্রপ্রদেশ

Answer : (D) অন্ধ্রপ্রদেশ


10) দ্রাঘিমা রেখার অপর নাম-

  1. কর্কটক্রান্তি রেখা
  2. বিষুবরেখা
  3. মধ্যরেখা
  4. কোনোটিই নয়

Answer : (C) মধ্যরেখা


11) দ্বিতীয় পুলকেশির সভাকবি ছিলেন-

  1. হরিষেন
  2. বানভট্ট
  3. রবিকীর্তি
  4. জয়দেব

Answer : (C) রবিকীর্তি


12) পরেশনাথ পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

  1. অন্ধ্রপ্রদেশ
  2. অরুণাচল প্রদেশ
  3. হিমাচল প্রদেশ
  4. ঝাড়খন্ড

Answer : (D) ঝাড়খন্ড


13) লোনার হ্রদটি কোথায় অবস্থিত?

  1. উত্তরাখণ্ড
  2. মহারাষ্ট্র
  3. রাজস্থান
  4. রাজস্থান

Answer : (B) মহারাষ্ট্র


14) লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত -

  1. বীরভূম
  2. দক্ষিণ ২৪ পরগনা
  3. উত্তর দিনাজপুর
  4. বাঁকুড়া

Answer : (B) দক্ষিণ ২৪ পরগনা


15) ধূসর পান্ডুলিপি কাব্য গ্রন্থের রচয়িতা -

  1. শঙ্খ ঘোষ
  2. জীবনানন্দ দাশ
  3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. দীনবন্ধু মিত্র

Answer : (B) জীবনানন্দ দাশ


16) Valley of Flowers National Park কোথায় অবস্থিত?

  1. ঝাড়খন্ড
  2. উত্তরাখণ্ড
  3. সিকিম
  4. তেলেঙ্গানা

Answer : (B) উত্তরাখণ্ড


17) ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

  1. টরেসিলি
  2. গ্যালিলিও
  3. জেমস ওয়াট
  4. গ্রাহাম বেল

Answer : (A) টরেসিলি


18) বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. হিমাচল প্রদেশ
  2. তামিলনাড়ু
  3. মহারাষ্ট্র
  4. কর্ণাটক

Answer : (D) কর্ণাটক


19) জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. উত্তরাখণ্ড
  2. হিমাচল প্রদেশ
  3. রাজস্থান
  4. হরিয়ানা

Answer : (A) উত্তরাখণ্ড


20) তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত-

  1. বরাকর
  2. ঘর্ঘরা
  3. বোকারো
  4. ধরলা

Answer : (A) বরাকর


21) ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত-

  1. টেনিস
  2. হকি
  3. ব্যাডমিন্টন
  4. পোলো

Answer : (A) টেনিস


22) বজ্রসূচি গ্রন্থের রচয়িতা-

  1. সোমদেব
  2. অশ্বঘোষ
  3. লক্ষণ সেন
  4. হরিষেণ

Answer : (B) অশ্বঘোষ


23) সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. রাজস্থান
  2. গুজরাট
  3. হরিয়ানা
  4. তেলেঙ্গানা

Answer : (A) রাজস্থান


24) ভারতের উচ্চতম বাঁধ-

  1. হীরাকুদ বাঁধ
  2. পাঞ্চেত বাঁধ
  3. তেহরি বাঁধ
  4. ভাইগাই বাঁধ

Answer : (C) তেহরি বাঁধ


25) নিম্নের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়-

  1. তিস্তা নদী
  2. তোর্সা নদী
  3. জলঢাকা
  4. যমুনা

Answer : (A) তিস্তা নদী




You May Read Also :

Post a Comment

0 Comments