ইউ. পি. এস. সি.
1) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে গঠিত হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ?
- 315 নং
- 320 নং
- 325 নং
- 335 নং
Answer : (A) 315 নং
2) রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের পদচ্যূত করতে পারেন কার পরামর্শে বা অনুমোদনক্রমে ?
- প্রধানমন্ত্রি
- উপরাষ্ট্রপতি
- সংসদ
- সুপ্রিম কোর্ট
Answer : (D) সুপ্রিম কোর্ট
3) নিম্নের কোনটি সর্বভারতীয় কৃত্যক নয় ?
- ভারতীয় পুল,ইশ কৃত্যক
- ভারতীয় প্রশাসনিক কৃত্যক
- ভারতীয় বিদেশ কৃত্যক
- ভধারতীয় অর্থনৈতিক কৃত্যক
Answer : (B) ভারতীয় প্রশাসনিক কৃত্যক
4) ইউনিয়ন পাবলিক কমিশনের সদস্যরা কত বছর বয়সে অবসরগ্রহণ করেন ?
- 60 বছর
- 62 বছর
- 64 বছর
- 65 বছর
Answer : (D) 65 বছর
5) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আমলাদের [ সিভিল সার্ভেন্ট ] সাংবিধানিক নিরাপত্তা [ কনস্টিটিউশনাল সেফগার্ডস্ ] র বিষয়টি আলোচিত হয়েছে ?
- 310 নং
- 312 নং
- 311 নং
- 315 নং
Answer : (C) 311 নং
6) ভারতের সংবিধানে তিন প্রকারের কৃত্যকের কথা বলা হয়েছে, সেগুলো যথাক্রমে -
- নৌ, বিমান স্থল
- অসামরিক, সামরিক ও আধা-সামরিক
- সর্বভারতীয় কত্যক, কেন্দ্রীয় কৃত্যক ও রাজ্য কৃত্যক
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) সর্বভারতীয় কত্যক, কেন্দ্রীয় কৃত্যক ও রাজ্য কৃত্যক
7) সর্বভারতীয় কৃত্যকের জন্য নিয়োগের দায়িত্ব ন্যস্ত আছে -
- কেন্দ্রীয় কৃত্যকের ওপর
- রাষ্ট্রপতির ওপর
- সংসদের ওপর
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর
Answer : (A) কেন্দ্রীয় কৃত্যকের ওপর
8) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক আয়োগের সদস্য হতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির সরকারী কর্মচারীরূপে কত বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক ?
- 5 বছর
- 10 বছর
- 15 বছর
- 20 বছর
Answer : (B) 10 বছর
9) সর্বভারতীয় কৃত্যকের সদস্যদের নিয়োগ করেন
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- কেন্দ্রীয় রাষ্ট্র কৃত্যক কমিশনের সভাপতি
- ভারতের অ্যাটর্নি জেনারেল
Answer : (B) রাষ্ট্রপতি
10) ভারবে সর্বভারতীয় কৃত্যক তৈরী করা যায় -
- সংবিধান সংশোধনের মাধ্যমে
- কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় সরকার কর্তৃক
- সংসদ দ্বারা
- কেরন্দরীয় মস্তরী সভার সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা
Answer : (A) সংবিধান সংশোধনের মাধ্যমে
11) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন সৃষ্টি হয় -
- 1950 খ্রীষ্টাব্দে অধ্যাদেশের মাধ্যমে
- সংসদীয় আইনের মাধ্যমে
- সংবিধান দ্বারা
- 1947 খ্রীষ্টাব্দে ভারতীয় স্বাধীনতা আইন দ্বারা
Answer : (C) সংবিধান দ্বারা
12) কেন্দ্রীয় রাষ্ট্র কৃত্যক কমিশন কার কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করে ?
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- সুপ্রিম কোর্ট
Answer : (A) রাষ্ট্রপতি
13) রাষ্ট্র কৃত্যক সম্পর্কিত বিষয়টি ভারতীয় সংবিধানের কোন্ ধারাগুলিতে আলোচিত হয়েছে ?
- 308-323 নং ধারা
- 329-330 নং ধারা
- 411 412 নং ধারা
- 220-225 নং ধারা
Answer : (A) 308-323 নং ধারা
14) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের পদচ্যূত করা যায় -
- প্রধানমন্ত্রীর দ্বারা
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা
- সুপ্রিমকোর্টের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা
- সংসদের সুপারিশ অনুযায়ী রাস্ট্রপতির দ্বারা
Answer : (C) সুপ্রিমকোর্টের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা
15) কোন্ ধারাবলে রাষ্ট্রপতি রাষ্ট্র কৃত্যক আয়োগের সদস্যদের পদচ্যুত করতে পারেন
- 312 নং ধারা
- 315 নং ধারা
- 317 নং ধারা
- 320 নং ধারা
Answer : (C) 317 নং ধারা
16) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া যায় ………………. সুপারিশক্রমে
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
- সংসদের
- কেন্দ্রীয় মন্ত্রীসভার
- রাষ্ট্রপতি
Answer : (B) সংসদের
17) সর্বভারতীয় কৃত্যক রাজ্যসভা গঠন করতে পারে যদি ঐ সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাশ হয় -
- সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
- দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
- তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতায়
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
18) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন তাঁদের বাৎসরিক প্রতিবেদন পেশ করে -
- রাষ্ট্রপতির কাছে
- প্রধানমন্ত্রীর কাছে
- সংসদের কাছে
- কেন্দ্রীয় মন্ত্রীসভার কাছে
Answer : (C) সংসদের কাছে
19) কোন্ ধারাবলে রাষ্ট্রপতি রাষ্ট্র কৃত্যক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন ?
- 312 নং ধারা
- 315 নং ধারা
- 317 নং ধারা
- 320 নং ধারা
Answer : (C) 317 নং ধারা
20) সংসদ কিভাবে জানতে পারে যে রাষ্ট্র কৃত্যক কমিশন এক বছরে কি কি কাজ করেছে ?
- সংসদ যে কোনও সময় রাষ্ট্র কৃত্যক কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিতে পারে তাদের কাজ কর্মের রিপোর্ট জমা দেওয়ার জন্য
- লোকসভার বাৎসরিক বাজেট পেশের পরে রাষ্ট্র কৃত্যক কমিশনের চেয়ারম্যান বাৎসরিক প্রতিবেদন পেশ করেন লোকসভার কাছে
- বছরের যে কোনও একটি সময়ে রাষ্ট্র কৃত্যক কমিশনের চেয়ারম্যান বাৎসরিক প্রতিবেদন পেশ করেন আইনসভার উভয় কক্ষের কাছে
- রাষ্ট্র কৃত্যক কমিশনের চেয়ারম্যান বাৎসরিক প্রতিবেদন পেশ করেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি সেই প্রতিবেদন পেশ করেন উভয় কক্ষের কাছে
Answer : (D) রাষ্ট্র কৃত্যক কমিশনের চেয়ারম্যান বাৎসরিক প্রতিবেদন পেশ করেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি সেই প্রতিবেদন পেশ করেন উভয় কক্ষের কাছে
21) স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা
- রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন
- রাজ্য-আইনসভার দ্বারা নির্বাচিত হন
- সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল কতৃক নিযুক্ত হন
- পি. এস. সি. র চেয়ারম্যানের দ্বারা নমিনেটেড হন
Answer : (C) সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল কতৃক নিযুক্ত হন
22) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন বর্তমানে গঠিত হয় একজন সভাপতি এবং
- 7 জন সদস্য নিয়ে
- ৪ জন সদস্য নিয়ে
- 9 জন সদস্য নিয়ে
- 5 জন সদস্য নিয়ে
Answer : (B) ৪ জন সদস্য নিয়ে
23) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সভাপতি নিযুক্ত হন -
- রাষ্ট্রপতির দ্বারা
- প্রধানমন্ত্রীর দ্বারা
- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দ্বারা
- উপরক্ত কোনটিই সঠিক নয়
Answer : (A) রাষ্ট্রপতির দ্বারা
24) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যরা নিযুক্ত হন -
- রাষ্ট্রপতির দ্বারা
- প্রধানমন্ত্রীর দ্বারা
- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দ্বারা
- কমিশনের সভাপতি দ্বারা
Answer : (A) রাষ্ট্রপতির দ্বারা
25) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক মিশনের সদস্যরা স্বপদে আসীন থাকেন -
- রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী
- প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী
- 70 বছর বয়স পর্যন্ত
- 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত
Answer : (D) 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত
26) রাষ্ট্রপতির কাছে ইউ পি এস সি র চেয়ারম্যানকে পদচ্যুত করার অভিমত ব্যক্ত করতে পারে
- উপরাষ্ট্রপতি
- সুপ্রিম কোর্ট
- প্রধানমন্ত্রী
- লোকসভার স্পিকার
Answer : (B) সুপ্রিম কোর্ট

0 Comments