জম্মু ও কাশ্মীরের পৃথক সংবিধান অনুচ্ছেদ 370
1) ভারতের কোন্ রাজ্যের পৃথক সংবিধান আছে ?
- জম্মু ও কাশ্মীর
- পশ্চিমবঙ্গ
- নাগাল্যান্ড
- মহারাষ্ট্র
Answer : (A) জম্মু ও কাশ্মীর
2) জম্মু ওকাশ্মীরের জন্য বিশেষ মর্যাদার বিষয় বর্ণিত হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ?
- 369
- 370
- 571
- 372
Answer : (B) 370
3) জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে -
- ভারতের অন্তর্ভুক্তির সময় রাজ্য সরকারকে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী
- 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী
- রাষ্ট্রপতির পরামর্শ অনুযায়ী
- প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী
Answer : (A) ভারতের অন্তর্ভুক্তির সময় রাজ্য সরকারকে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী
4) জম্মু ও কাশ্মীর রাজ্যের সংবিধান রচিত হয় -
- যে গণপরিষদ ভারতের সংবিধান রচনা করেছে সেই গণপরিষদ দ্বারা
- সংসদ দ্বারা গঠিত বিশেষ গণপরিষদ দ্বারা
- রাজ্য দ্বারা গঠিত বিসেষ গণপরিষদ দ্বারা
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) রাজ্য দ্বারা গঠিত বিসেষ গণপরিষদ দ্বারা
5) জম্মু ও কাশ্মীর রাজ্যের সংবিধান চালু হয় -
- 26 শে জানুয়ারি, 1950
- 26 শে জানুয়ারি, 1952
- 15 ই আগষ্ট 1947
- 26 শে জানুয়ারি, 1957
Answer : (D) 26 শে জানুয়ারি, 1957
6) জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা অনুযায়ী ঐ রাজ্যের -
- পৃথক সৈন্যবাহিনী আছে
- পৃথক সংবিধান আছে
- পৃথখ বিচারব্যবস্থা আছে
- উপরোক্ত সব ক'টি
Answer : (B) পৃথক সংবিধান আছে
7) জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রধানকে রাজ্যপাল হয় -
- 1960 সাল থেকে
- 1965 সাল থেকে
- 1970 সাল থেকে
- 1977 সাল থেকে
Answer : (B) 1965 সাল থেকে

0 Comments