পঞ্চায়েতীরাজ
1) পঞ্চায়েতী রাজ গঠিত হয়েছে
- গ্রামস্তরে
- গ্রাম ও ব্লকস্তরে
- গ্রাম ব্লক ও জেলা স্তরে
- গ্রাম, ব্লক, জেলা ও রাজ্যস্তরে
Answer : (C) গ্রাম ব্লক ও জেলা স্তরে
2) পশ্চিমবঙ্গে জিলা পরিষদের সভাপতির পদমর্যাদা
- ক্যাবিনেট মন্ত্রী
- রাষ্ট্রমন্ত্রী
- জিলাশাসক
- মুখ্যসচিব
Answer : (B) রাষ্ট্রমন্ত্রী
3) শাসনতন্ত্রের কোন্ অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে ?
- প্রস্তাবনা
- রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
- মৌলিক অধিকার
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
4) শাসনতন্ত্রের কোন্ সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
- 56 তম সংশোধন
- 75 তম সংশোধন
- 74 তম সংশোধন
- 76 তম সংশোধন
Answer : (B) 75 তম সংশোধন
5) গ্রাম সভা গঠন আব্যশক করা হয় কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে
- 71 তম
- 72 তম
- 73 তম
- 74 তম
Answer : (C) 73 তম
6) পঞ্চায়েতী রাজের কোনও নির্বাচিত সভার কার্যকাল
- 1 বছর
- 3 বছর
- 4 বছর
- 5 বছর
Answer : (D) 5 বছর
7) সমষ্টি উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য
- গ্রামবাসীদের শিক্ষার সুযোগ-সুবিধা দেওয়া
- গ্রামবাসীদের চিকিৎসার সুযোগ-সুবিধা দেওয়া
- গ্রামাঞ্চলে সম্পদের পর্যাপ্ত ও সুষ্ঠ ব্যবহার
- পূর্ণাঙ্গ গ্রামোন্নয়ন
Answer : (D) পূর্ণাঙ্গ গ্রামোন্নয়ন
8) ভারতে পঞ্চায়েত এর কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত
- এক-পঞ্চমাংশ
- এক-ষষ্ঠাংশ
- এক-তৃতীয়াংশ
- এক-চতুর্থাংশ
Answer : (C) এক-তৃতীয়াংশ
9) পঞ্চায়েত সমিতি অধীনে থাকে
- একটি গ্রাম
- কয়েকটি গ্রাম
- ব্লক
- জিলা
Answer : (C) ব্লক
10) স্বাধীন ভারতে কোন্ রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতী রাজ প্রবর্তিত হয়েছিল
- উ: প্রদেশ
- বিহার
- রাজস্থান
- কেরালা
Answer : (C) রাজস্থান
11) নিম্নলিখিত কোন্ রাজ্যে 1947 সালের পূর্বে পঞ্চায়েতী রাজ এর অস্তিত্ব ছিল ?
- মহারাষ্ট্র
- গুজরাট
- তামিলনাড়ু
- উপরোক্ত সবক'টি
Answer : (C) তামিলনাড়ু
12) একটি কমিউনিটি ডেভলপমেন্ট ব্লকের আওতায় থাকে
- 1 টি গ্রাম
- প্রায় 20 টি গ্রাম
- প্রায় 100 টি গ্রাম
- প্রায় 200 টি গ্রাম
Answer : (C) প্রায় 100 টি গ্রাম
13) পঞ্চায়েতের ক্ষমতা ও দায়িত্ব পরিবর্তন করতে পারেন
- রাষ্ট্রপতি
- সংশ্লিষ্ট রাজ্য সরকার
- সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল
- কেন্দ্রীয় সরকার
Answer : (B) সংশ্লিষ্ট রাজ্য সরকার
14) কমিউনিটি ডেভলপমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে সরকার দেয়
- শুধুমাত্র আর্থিক সহায়তা
- শুধুমাত্র প্রযুক্তিগত সহায়তা
- a এবং b উভয়ই
- a অথবা b এর কোনটিই নয়
Answer : (C) a এবং b উভয়ই
15) সাধারণত গ্রামসভার সদস্য বলতে কাদের বোঝায় ?
- গ্রামের প্রতিটি পরিবারের প্রধান ব্যক্তিদের
- গ্রামের সমস্ত ভোটারদের
- গ্রামের প্রাপ্ত বয়স্ক পুরুষদের
- মনোনীত সদস্যদের
Answer : (B) গ্রামের সমস্ত ভোটারদের
16) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা
- 20%
- 33%
- 30 %
- 50 %
Answer : (B) 33%
17) বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা কত ?
- 341
- 344
- 333
- 334
Answer : (A) 341
18) ব্লকস্তরে পঞ্চায়েতীরাজ প্রতিষ্ঠানকে -- বলা হয়
- গ্রাম পঞ্চায়েত
- পঞ্চায়েত সমিতি
- জিলা পরিষদ
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) পঞ্চায়েত সমিতি
19) পশ্চিমবঙ্গ সরকার ...........সাল থেকে স্থানীয় প্রতিষ্ঠানগুলির জন্য গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন
- 1977
- 1978
- 1979
- 1980
Answer : (B) 1978
20) ভারতের পঞ্চায়েতীরাজ ব্যবস্থায় কোন স্তরে থাকে পঞ্চায়েত সমিতি ?
- রাজ্য স্তর
- জেলা স্তর
- গ্রাম স্তর
- ব্লক স্তর
Answer : (D) ব্লক স্তর
21) সমাজ উন্নয়ন কর্মসূচী আরম্ভ হয়
- 1952 সালে
- 1956 সালে
- 1972 সালে
- 1980 সালে
Answer : (A) 1952 সালে
22) বলবস্তু রাই মেহেতা কমিটি নিযুক্ত হয়েছিল
- মাজ উন্নয়ন কর্মসূচী সমীক্ষা করার জন্য
- জাতীয় নিরাপত্তা নীতি নির্ণয়ের জন্য
- শিশু কল্যাণ পরিকল্পনা রচনা করার জন্য
- শ্রমিক কল্যাণ প্রকল্প প্রস্তুত করার জন্য
Answer : (A) মাজ উন্নয়ন কর্মসূচী সমীক্ষা করার জন্য
23) পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ভারতীয় সংবিধানের নম্বর ধারায়
- 243
- 244
- 245
- 246
Answer : (A) 243
24) সমষ্টি উন্নয়ন সংগঠিত হয় এর ভিত্তিতে
- জনসংখ্যা
- সম্প্রদায়
- এলাকা
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (A) জনসংখ্যা
25) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় ?
- সরকারের অনুদান
- আয় কর
- জমির উপর স্থানীয় কর
- বাড়ি কর
Answer : (B) আয় কর
26) স্বাধীন ভারতে পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কত সালে ?
- 1959
- 1951
- 1952
- 1957
Answer : (A) 1959
27) ত্রিস্তর পঞ্চায়েতীরাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি ?
- গ্রাম পঞ্চায়েত
- জেলা পরিষদ
- পঞ্চায়েত সমিতি
- ইউনিয়ন বোর্ড
Answer : (C) পঞ্চায়েত সমিতি
28) পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়
- জেলা ম্যাজিস্ট্রেট
- রাজ্য সরকার
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
- ইলেকশন কমিশন
Answer : (B) রাজ্য সরকার
29) পঞ্চায়েতগুলি
- কেবল কর ধার্য করতে পারে
- কোনও কর ধার্য করতে পারে না
- কেবল সরকারি অনুদান পায়
- কর, শুল্ক, তোলা ও ফী ধার্য ও আদায় করতে পারে
Answer : (D) কর, শুল্ক, তোলা ও ফী ধার্য ও আদায় করতে পারে
30) পঞ্চায়েত সমিতির সদস্যগণ-
- জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে মনোনীত হন
- পঞ্চায়েত সদস্যদের দ্বারা নির্বাচিত হন
- জেলা আধিকারিক কর্তৃক নিযুক্ত হন
- উপরোক্ত কোনটিই সঠিক নয়
Answer : (A) জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে মনোনীত হন
31) অশোক মেহেতা কমিটি সুপারিশ করে -
- ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা
- ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থা
- ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে চতুস্তর পঞ্চায়েত ব্যবস্থা
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থা
32) পঞ্চায়েত নির্বাচনের সময়সীমা স্থির করে -
- জেলা শাসক
- রাজ্য সরকার
- রাজ্য নির্বাচন কমিশন
- ক্ষমতাসীন পঞ্চায়েত সমিতি
Answer : (B) রাজ্য সরকার
33) ব্লক উন্নয়ন আধিকারিক কার অধীনে কাজ করেন ?
- পঞ্চায়েত প্রধান
- রাজ্যপাল
- জেলা সভাধিপতি
- জেলাশাসক
Answer : (A) পঞ্চায়েত প্রধান
34) 74 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দ্বাদশ তফশিলে মিউনিসিপালিটির কর্তব্য বা দায়িত্ব রূপে মোট ক'টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
- 11
- 16
- 8
- 20
Answer : (D) 20
35) নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে পঞ্চায়েতীরাজ ব্যবস্থায় তফশিলভুক্ত জাতির লোকেদের জন্য কোনও সংরক্ষণ নেই ?
- রাজস্থান
- আসাম
- অরুণাচল প্রদেশ
- সিকিম
Answer : (C) অরুণাচল প্রদেশ
36) বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সংক্যা হল
- 16 টি
- 17 টি
- 18 টি
- 19 টি
Answer : (B) 17 টি
37) কত খ্ৰীষ্টাব্দে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় ?
- 1976
- 1978
- 1980
- 1981
Answer : (B) 1978
38) পঞ্চায়েত সমিতির সভা কে আহ্বান করেন ?
- গ্রামপ্রধান
- সভাপতি
- সভাধিপতি
- রাজ্যপাল
Answer : (B) সভাপতি
39) নিম্নলিখিত কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিস্তরবিশিষ্ট পঞ্চায়েতীরাজ ব্যবস্থা আছে ?
- চন্ডীগড়
- দিল্লি
- দমন ও দিউ
- দাদরা ও নগর হাভেলি
Answer : (D) দাদরা ও নগর হাভেলি
40) পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ব্লকের সংখ্যা -
- 341
- 241
- 141
- 441
Answer : (A) 341
41) পঞ্চায়েতী রাজের নিরিখে ভারতের প্রত্যেকটি অঙ্গরাজ্যে সম্পর্কে কোন্ উক্তিটি সঠিক
- প্রত্যেকটি অঙ্গরাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা বাধ্যতামূলক
- প্রত্যেকটি অঙ্গরাজ্যে দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থা বাধ্যতামূলক
- কোনও কোনও অঙ্গরাজ্যকে ত্রিস্তর ব্যবস্থা থেকে ছাড় দেওয়া হয়েছে
- অঙ্গরাজ্যগুলির পক্ষে এটি ঐচ্ছিক
Answer : (C) কোনও কোনও অঙ্গরাজ্যকে ত্রিস্তর ব্যবস্থা থেকে ছাড় দেওয়া হয়েছে
42) নতুন পঞ্চায়েত আইন ( 1992 ) অনুসারে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তরটি গঠন করা যায় না যদি কোনও রাজ্যের মোট জনসংখ্যা
- 20 লক্ষের কম হয়
- 30 লক্ষের কম হয়
- 50 লক্ষের কম হয়
- 60 লক্ষের কম হয়
Answer : (A) 20 লক্ষের কম হয়
43) কাকে ভারতীয় স্বায়ত্ত্বশাসনব্যবস্থার জনক বলে মনে করা হয় ?
- লর্ড মেয়ো
- আচার্য বিবোবা ভাবে
- লর্ড রিপন
- মহাত্ম গান্ধী
Answer : (C) লর্ড রিপন
44) গ্রাম পঞ্চায়েতের দু'টি মিটিং বা সভার মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে ?
- 1 মাস
- 2 মাস
- 3 মাস
- ছ'মাস
Answer : (A) 1 মাস
45) পঞ্চায়েত ও পৌর নির্বাচন কারা পরিচালনা করে ?
- রাজ্য সরকার
- কেন্দ্রীয় সরকার
- রাজ্য নির্বাচন কমিশন
- কেন্দ্রীয় নির্বাচন কমিশন
Answer : (C) রাজ্য নির্বাচন কমিশন
46) মিউনিসিপাল কর্পোরেশন থাকতে হলে একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয় ?
- 1 লাখ
- 12 লাখ
- 10 লাখ
- 15 লাখ
Answer : (C) 10 লাখ
47) ভারতে কোথায় প্রথম মিউনিসিপাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় ?
- মুম্বাই
- দিল্লি
- চেন্নাই
- কলকাতা
Answer : (D) কলকাতা
48) মিউনিসিপাল কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান কে ?
- মেয়র
- কমিশনার
- সচিব
- উপ মেয়র
Answer : (B) কমিশনার
49) ত্রিস্তর পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রয়োগের ক্ষেত্রে নিম্নলিখিত কোন্ তথ্যটি সঠিক ?
- এটি সমস্ত রাজ্যেই সমানভাবে প্রযোজ্য .
- এটি কেবলমাত্র সেই রাজ্যগুলিতেই প্রযোজ্য যেখানে লোকসংখ্যা 50 লাখের বেশী
- 20 লক্ষের নীচে জনসংখ্যা হলে সেখানে এই ব্যবস্থা চালু করার বাধ্যবাধকতা নেই
- উপরোক্ত কোনও তথ্যই সঠিক নয়
Answer : (C) 20 লক্ষের নীচে জনসংখ্যা হলে সেখানে এই ব্যবস্থা চালু করার বাধ্যবাধকতা নেই
50) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম সভার কথা বলা হয়েছিল ?
- 243 [A]
- 243 [B]
- 243 [C]
- 243 [D]
Answer : (A) 243 [A]
51) কোনটি পঞ্চায়েতের আয়ের সব থেকে বড়ো উৎস ?
- স্থানীয় কর
- আঞ্চলিক অর্থ
- রাজ্য সরকারের অনুদান
- কেন্দ্রীয় সরকারের কর থেকে প্রাপ্ত অংশ
Answer : (C) রাজ্য সরকারের অনুদান
52) পশ্চিমবঙ্গের মোট মহকুমার সংখ্যা কত ?
- 66 টি
- 78 টি
- 50 টি
- 55 টি
Answer : (A) 66 টি
53) পশ্চিমবঙ্গে মোট মহকুমার সংখ্যা কত ?
- 66
- 78
- 50
- 55
Answer : (A) 66
54) বর্তমানে পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সংখ্যা
- 16
- 17
- 18
- 19
Answer : (B) 17
55) গ্রামসভা ' কোস্তরে গঠন করা হয় ?
- গ্রামস্তরে
- ব্লকস্তরে
- জেলা স্তরে
- রাজ্য স্তরে
Answer : (A) গ্রামস্তরে
56) কোনও গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কে স্থির করেন ?
- মুখ্য মন্ত্রী
- রাজ্যপাল
- পঞ্চায়েত মন্ত্রী
- রাজ্যসরকার নিযুক্ত বারপ্রাপ্ত অফিসার
Answer : (D) রাজ্যসরকার নিযুক্ত বারপ্রাপ্ত অফিসার
57) পশ্চিমবঙ্গের কোন্ দু'টি জেলায় জেলাপরিষদ নেই ?
- কলকাতা ও শিলিগুড়ি
- শিলিগুড়ি ও দার্গিলিং
- কলকাতা ও দার্গিলিং
- কলকাতা ও হাওড়া
Answer : (C) কলকাতা ও দার্গিলিং
58) গ্রামের আর্থিক উন্নয়নের জন্য কোন প্রকল্প অগ্রাধিকার পাবে তা স্থির করে -
- গ্রাম পঞ্চায়েত
- পঞ্চায়েত সমিতি
- গ্রাম সভা
- গ্রাম সংসদ
Answer : (D) গ্রাম সংসদ
59) পঞ্চায়েতি ব্যবস্থা গঠিত হয় -
- জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে
- মনোনীত সদস্যদের নিয়ে
- গ্রামের সমস্ত প্রাপ্তবয়স্ক অধিবাসীদের নিয়ে
- নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে
Answer : (A) জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে
60) ভারতীয় সংবিধানের 74 তম সংশোধনী সম্পর্কিত কোন তথ্যটি সঠিক ?
- মিউনিসিপালিটির গঠন ও কার্যপ্রণালী
- মিউনিসিপালিটির কর্মীব্যবস্থা
- মিউনিসিপালিটির নির্বাচিত সদস্যদের সাথে আমলাদের সম্পর্ক
- উপরোক্ত সব ক'টি
Answer : (A) মিউনিসিপালিটির গঠন ও কার্যপ্রণালী
61) সংবিধানের 73 তম সংশোধনীতে একটি অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে, এই অর্থ কমিশন গঠিত হবে এর দ্বারা
- রাষ্ট্রপতি
- সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল
- কেন্দ্রীয় অর্থ মন্ত্রী
- ভারতের নিয়ন্ত্রক ও মহাজননা পরীক্ষক
Answer : (B) সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল
62) কোনও পঞ্চায়েত ভেঙে দেওয়া হলে কত সময়ের মধ্যে সেখানে নতুন পঞ্চায়েত গঠনের জন্য নির্বাচনের আয়োজন করতে হয় ?
- এক মাস
- দু'মাস
- 5 মাস
- 6 মাস
Answer : (D) 6 মাস
63) গ্রাম পঞ্চায়েতে কোরামের জন্য কত অংশ সদস্যের উপস্থিতি আবশ্যক ?
- এক-তৃতীয়াংশ
- দুই-তৃতীয়াংশ
- এক-দশমাংশ
- দুই-চতুর্থাংশ
Answer : (A) এক-তৃতীয়াংশ
64) সংবিধানের 75 তম সংশোধনীতে প্রত্যেক রাজ্যে একটি রাজ্য নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে, এই কমিশন গঠিত হবে এর দ্বারা
- রাজ্যপাল
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী
Answer : (A) রাজ্যপাল
65) পঞ্চায়েতী ব্যবস্থা প্রবর্তিত হয়েছে -
- ভারতের সমস্ত অঙ্গরাজ্যে
- সমস্ত অঙ্গরাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে
- সমস্ত অঙ্গরাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে কেবলমাত্র মেঘালয়, নাগাল্যান্ড, লাক্ষাদ্বীপ ও মিজোরাম ছাড়া
- সমস্ত অঙ্গরাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে কেবলমাত্র জম্মু ও কাশ্মীর ছাড়া
Answer : (C) সমস্ত অঙ্গরাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে কেবলমাত্র মেঘালয়, নাগাল্যান্ড, লাক্ষাদ্বীপ ও মিজোরাম ছাড়া
66) পঞ্চায়েতব্যবস্থার সর্বনিম্ন স্তর কোন্ টি ?
- গ্রাম পঞ্চায়েত
- পঞ্চায়েত সমিতি
- আঞ্চলিক পরিষদ
- জেলা পরিষদ
Answer : (A) গ্রাম পঞ্চায়েত
67) কত সালে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েতী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় পঞ্চায়েত আইনের মাধ্যমে ?
- 1990
- 1973
- 1983
- 1963
Answer : (B) 1973
68) সংবিধানের 74 তম সংশোধন ছিল -
- গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত
- নগরপালিকা সম্পর্কিত
- সংসদ সম্পর্কিত
- রাজ্য আইনসভা সম্পর্কিত
Answer : (B) নগরপালিকা সম্পর্কিত
69) ব্লক উন্নয়ন প্রশাসন [ Block Development Administration ] এ রাজনৈতিক প্রশাসক হিসেবে গণ্য হন
- জেলাশাসক
- পঞ্চায়েত সমিতির সভাপতি
- ব্লক উন্নয়ন আধিকারিক
- মহকুমাশাসক
Answer : (B) পঞ্চায়েত সমিতির সভাপতি
70) সংবিধানের 74 তম সংশোধনে শহরাঞ্চলে -
- 3 ধরনের সংস্থার কথা বলা হয়েছে
- 4 ধরনের সংস্থার কথা বলা হয়েছে
- 5 ধরনের সংস্থার কথা বলা হয়েছে
- 6 ধরনের সংস্থার কথা বলা হয়েছে
Answer : (A) 3 ধরনের সংস্থার কথা বলা হয়েছে
71) পৌরসভার সদস্য হোয়ার জন্য কোনও ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে -
- 21 বছর
- 25 বছর
- 30 বছর
- 22 বছর
Answer : (A) 21 বছর
72) মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচন সংক্রান্ত বিষয়ে স্টেট ইলেকশন কমিশনের দায়িত্ব ও ক্ষমতা বর্ণিত হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ?
- 240 [1] নং ধারা
- 241 [2] নং ধারা
- 245 [K] নং ধারা
- 245 নং ধারা
Answer : (B) 241 [2] নং ধারা
73) ভারতীয় সংবিধানের একাদশ তফশিলে পঞ্চায়েত সংক্রান্ত কতগুলি বিষয়ের কথা বলা হয়েছে ?
- 18 টি
- 28 টি
- 19 টি
- 29 টি
Answer : (D) 29 টি
74) নগরপালিকা আইন' ভারতীয় সংবিধানের কত নম্বর তফশিলের অন্তর্ভুক্ত ?
- একাদশ
- দ্বাদশ
- অস্টম
- নবম
Answer : (B) দ্বাদশ
75) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বিল সংশোধিত আকারে বিধানসভায় গৃহীত হয় কত সালে ?
- 1973
- 1970
- 1919
- 1968
Answer : (A) 1973
76) পঞ্চাএতী রাজ হল -
- একটি প্রশাসনিক কাঠামো
- একটি অর্থনৈতিক কাঠামো
- একটি আইন বিষয়ক কাঠামো
- উপরোক্ত সবগুলির সমন্বয়
Answer : (A) একটি প্রশাসনিক কাঠামো
77) পঞ্চায়েতিরাজ যে নীতির উপর প্রতিষ্ঠিত সেটি হল
- গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
- জনসাধারণের সহযোগিতা ও উন্নয়ন
- সরকারে জনসাধারণের অংশগ্রহণ
- জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি
Answer : (A) গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
78) পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলোর অর্থের প্রধান উৎস -
- স্থানীয় কর
- সম্পত্তি কর
- সরকারি সাহায্য
- বেসরকারি সাহায্য
Answer : (C) সরকারি সাহায্য
79) ভালোভাবে কাজ করার জন্য পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন হয় ……………… এর সাহায্যের
- রাজ্য সরকারের
- কেন্দ্রীয় সরকারের
- আমলাতন্ত্রের
- স্থানীয় জনসাধারণের
Answer : (D) স্থানীয় জনসাধারণের
80) নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে আজও পঞ্চায়েতিরাজ চালু হয় নি ?
- পশ্চিমবঙ্গ
- নাগাল্যান্ড
- বিহার
- ওড়িশা
Answer : (B) নাগাল্যান্ড
81) যে কমিটির সুপারিশে স্বাধীন ভারতে প্রথম পঞ্চায়েতী রাজ চালু হয়েছি সেই কমিটির প্রধান ছিলেন
- জগজীবন রাম
- অশোক মেহেতা
- সারকারিয়া
- বলবস্তু রাই মেহেতা
Answer : (D) বলবস্তু রাই মেহেতা
82) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন
- গ্রামপ্রধান
- সভাপতি
- সভাধিপতি
- রাজ্যপাল
Answer : (C) সভাধিপতি
83) নীচের কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় ?
- স্পত্তি কর
- গৃহ কর
- জমি কর
- যানবাহন কর
Answer : (A) স্পত্তি কর
84) নতুন পঞ্চায়েত আইন ( 1992 ) পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তরটি গঠন করা যায় না, জখন রাজ্যের মোট জনসংখ্যা
- 20 লক্ষের কম
- 30 লক্ষের কম
- 50 লক্ষের কম
- 60 লক্ষের কম
Answer : (A) 20 লক্ষের কম

0 Comments