GENERAL AWARENESS PART-12

GENERAL AWARENESS PART-12

GENERAL AWARENESS PART-12

1) ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত-

  1. অন্ধ্রপ্রদেশ
  2. ছত্তিশগড়
  3. হিমাচল প্রদেশ
  4. মধ্যপ্রদেশ

Answer : (B) ছত্তিশগড়


2) ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন-

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. স্বামী বিবেকানন্দ
  3. স্বামী দয়ানন্দ সরস্বতী
  4. রাজা রামমোহন রায়

Answer : (D) রাজা রামমোহন রায়


3) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন-

  1. রাজা রামমোহন রায়
  2. উইলিয়াম কেরি
  3. উইলিয়াম জোন্স
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Answer : (C) উইলিয়াম জোন্স


4) পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল-

  1. ১৯৩২ সালে
  2. ১৯১২ সালে
  3. ১৯৪৮ সালে
  4. ১৯৫০ সালে

Answer : (A) ১৯৩২ সালে


5) বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়-

  1. ২৩শে মার্চ
  2. ১৫ই এপ্রিল
  3. ৩০শে মে
  4. ০৮ই জুন

Answer : (A) ২৩শে মার্চ


6) সরিস্কা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. মধ্যপ্রদেশ
  2. হিমাচল প্রদেশ
  3. রাজস্থান
  4. বিহার

Answer : (C) রাজস্থান


7) ভারতের কোন রাজ্যে গান্ধী সাগর অভয়ারণ্য অবস্থিত-

  1. হিমাচল প্রদেশ
  2. মধ্যপ্রদেশ
  3. উত্তরপ্রদেশ
  4. ছত্তিশগড়

Answer : (B) মধ্যপ্রদেশ


8) মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল-

  1. ১৯২১ সালে
  2. ১৯৩০ সালে
  3. ১৯৫৬ সালে
  4. ১৯৮৩ সালে

Answer : (A) ১৯২১ সালে


9) কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল-

  1. ১৭৩৫ সালে
  2. ১৭৫৯ সালে
  3. ১৭৬৬ সালে
  4. ১৭৮৪ সালে

Answer : (D) ১৭৮৪ সালে


10) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন-

  1. সিমুক
  2. বিশাখ দত্ত
  3. বল্লাল সেন
  4. সোমদেব

Answer : (A) সিমুক


11) চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল-

  1. ১৭১৪ সালে
  2. ১৭৪৫ সালে
  3. ১৭৮৫ সালে
  4. ১৭৯৯ সালে

Answer : (D) ১৭৯৯ সালে


12) গোলগম্বুজ ভরতের কোন রাজ্যে অবস্থিত-

  1. মধ্যপ্রদেশ
  2. অন্ধ্রপ্রদেশ
  3. কর্ণাটক
  4. তেলেঙ্গানা

Answer : (C) কর্ণাটক


13) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন-

  1. লর্ড ডালহৌসি
  2. লর্ড ক্যানিং
  3. লর্ড রিপন
  4. লর্ড ডারউইন

Answer : (A) লর্ড ডালহৌসি


14) কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল-

  1. ১৫৩৫ সালে
  2. ১৫৪০ সালে
  3. ১৫৫৬ সালে
  4. ১৫৬৭ সালে

Answer : (B) ১৫৪০ সালে


15) তেহরি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. উত্তরাখন্ড
  2. উত্তরপ্রদেশ
  3. হিমাচল প্রদেশ
  4. অন্ধ্রপ্রদেশ

Answer : (A) উত্তরাখন্ড


16) আগাখান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত-

  1. পোলো
  2. হকি
  3. দাবা
  4. ব্যাডমিন্টন

Answer : (B) হকি


17) লোধ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. উত্তরপ্রদেশ
  2. গুজরাট
  3. ঝাড়খন্ড
  4. মধ্যপ্রদেশ

Answer : (C) ঝাড়খন্ড


18) হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত-

  1. বাঁশি
  2. সেতার
  3. তবলা
  4. বীণা

Answer : (A) বাঁশি


19) ভোজ জলাভূমি নিম্নের কোন রাজ্যে অবস্থিত-

  1. মধ্যপ্রদেশ
  2. তেলেঙ্গানা
  3. হিমাচল প্রদেশ
  4. হরিয়ানা

Answer : (A) মধ্যপ্রদেশ


20) লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন-

  1. জয়দেব
  2. সোমদেব
  3. বানভট্ট
  4. রাজশেখর

Answer : (A) জয়দেব


21) বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত-

  1. জলপাইগুড়ি
  2. আলিপুরদুয়ার
  3. কোচবিহার
  4. দার্জিলিং

Answer : (B) আলিপুরদুয়ার


22) সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা হলেন-

  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. স্বামী দয়ানন্দ সরস্বতী
  3. রাজা রামমোহন রায়
  4. গিরিশচন্দ্র রায়

Answer : (B) স্বামী দয়ানন্দ সরস্বতী


23) সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন-

  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
  3. গিরিশচন্দ্র ঘোষ
  4. রাজা রামমোহন রায়

Answer : (A) ঈশ্বরচন্দ্র গুপ্ত


24) বিশপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত-

  1. কবাডি
  2. খোখো
  3. দাবা
  4. কোনোটিই নয়

Answer : (C) দাবা


25) হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল-

  1. ১৫৭৬ সালে
  2. ১৫৮২ সালে
  3. ১৫৮৯ সালে
  4. ১৫৯৮ সালে

Answer : (A) ১৫৭৬ সালে




You May Read Also :

Post a Comment

0 Comments