GENERAL AWARENESS PART-11

GENERAL AWARENESS PART-11

GENERAL AWARENESS PART-11

1) এশিয়া কাপ কোন খেলার সঙ্গে যুক্ত-

  1. ফুটবল
  2. ক্রিকেট
  3. হকি
  4. টেবিল টেনিস

Answer : (B) ক্রিকেট


2) খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত-

  1. দাবা
  2. ব্যাডমিন্টন
  3. পোলো
  4. কোনোটিই নয়

Answer : (A) দাবা


3) ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন-

  1. সতীশচন্দ্র মুখোপাধ্যায়
  2. দেবেন্দ্রনাথ ঠাকুর
  3. রাজা রামমোহন রায়
  4. সতীশচন্দ্র বসু

Answer : (C) রাজা রামমোহন রায়


4) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন-

  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. শিশিরকুমার ঘোষ
  3. অক্ষয় কুমার দত্ত
  4. হরিশচন্দ্র মুখোপাধ্যায়

Answer : (C) অক্ষয় কুমার দত্ত


5) সম্বাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন-

  1. কেশবচন্দ্র সেন
  2. রাজা রামমোহন রায়
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ব্রহ্মবান্ধব উপাধ্যায়

Answer : (B) রাজা রামমোহন রায়


6) বিশ্ব পাই দিবস কবে পালন করা হয়-

  1. ৪ মার্চ
  2. ৬ মার্চ
  3. ১০ মার্চ
  4. ১৪ মার্চ

Answer : (D) ১৪ মার্চ


7) বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়-

  1. ৩ মার্চ
  2. ১৮ এপ্রিল
  3. ২০ জুন
  4. ২৯ জুলাই

Answer : (B) ১৮ এপ্রিল


8) হাম্পি মনুমেন্ট কোন রাজ্যে অবস্থিত-

  1. ঝাড়খণ্ড
  2. কর্ণাটক
  3. মধ্যপ্রদেশ
  4. তামিলনাড়ু

Answer : (B) কর্ণাটক


9) কোণার্ক সূর্য মন্দির অবস্থিত-

  1. ওড়িশা
  2. মধ্যপ্রদেশ
  3. বিহার
  4. ঝাড়খণ্ড

Answer : (A) ওড়িশা


10) পূর্ব রেলওয়ের সদর দফতর-

  1. আলিপুরদুয়ার
  2. জলপাইগুড়ি
  3. কলকাতা
  4. কোনোটিই নয়

Answer : (C) কলকাতা


11) বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়-

  1. ১৫ই মে
  2. ২০শে জুন
  3. ১১ই জুলাই
  4. ২৮শে আগস্ট

Answer : (C) ১১ই জুলাই


12) পরিব্রাজক গ্রন্থের রচয়িতা-

  1. স্বামী বিবেকানন্দ
  2. স্বামী দয়ানন্দ সরস্বতী
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঈশ্বরচন্দ্র গুপ্ত

Answer : (A) স্বামী বিবেকানন্দ


13) মহিপালের সভাকবি কে ছিলেন-

  1. সোমদেব
  2. বাণভট্ট
  3. রবিকীর্তি
  4. রাজশেখর

Answer : (D) রাজশেখর


14) মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ -

  1. বৃহস্পতি
  2. শনি
  3. ইউরেনাস
  4. শুক্র

Answer : (C) ইউরেনাস


15) সম্বর হ্রদ অবস্থিত-

  1. বিহার
  2. মধ্যপ্রদেশ
  3. রাজস্থান
  4. উত্তরপ্রদেশ

Answer : (C) রাজস্থান


16) ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা-

  1. দামোদর ভ্যালি কর্পোরেশন
  2. মালপ্রভা পরিকল্পনা
  3. শিবসমুদ্রম পরিকল্পনা
  4. কোনোটিই নয়

Answer : (A) দামোদর ভ্যালি কর্পোরেশন


17) বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়-

  1. ১০ই জানুয়ারি
  2. ৪ঠা ফেব্রুয়ারি
  3. ৮ই মার্চ
  4. ১৯শে এপ্রিল

Answer : (B) ৪ঠা ফেব্রুয়ারি


18) সূর্যাস্ত আইন প্রবর্তন করেন-

  1. লর্ড কর্নওয়ালিস
  2. লর্ড ক্যানিং
  3. লর্ড ক্লাইভ
  4. লর্ড রিপন

Answer : (A) লর্ড কর্নওয়ালিস


19) কানহা জাতীয় উদ্যান অবস্থিত-

  1. রাজস্থান
  2. উত্তরপ্রদেশ
  3. মধ্যপ্রদেশ
  4. ছত্তিশগড়

Answer : (C) মধ্যপ্রদেশ


20) কুইক সিলভার বলা হয়-

  1. পারদকে
  2. লোহাকে
  3. তামাকে
  4. কোনোটিই নয়

Answer : (A) পারদকে


21) মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত-

  1. তেলেঙ্গানা
  2. তামিলনাড়ু
  3. কর্ণাটক
  4. অন্ধ্রপ্রদেশ

Answer : (B) তামিলনাড়ু


22) থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত-

  1. ক্রিকেট
  2. ব্যাডমিন্টন
  3. ফুটবল
  4. হকি

Answer : (B) ব্যাডমিন্টন


23) কোন ক্ষেত্রে বুকার পুরস্কার দেওয়া হয়-

  1. সাহিত্য
  2. চলচ্চিত্র
  3. সঙ্গীত
  4. নৃত্য

Answer : (A) সাহিত্য


24) প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়-

  1. মুম্বাই
  2. নিউ দিল্লি
  3. চেন্নাই
  4. আহমেদাবাদ

Answer : (B) নিউ দিল্লি


25) পশ্চিমবঙ্গের কোন জেলায় বল্লভপুর অভয়ারণ্য অবস্থিত-

  1. বাঁকুড়া
  2. জলপাইগুড়ি
  3. বীরভূম
  4. কোচবিহার

Answer : (C) বীরভূম




You May Read Also :

Post a Comment

0 Comments