GENERAL AWARENESS PART-10

GENERAL AWARENESS PART-10

GENERAL AWARENESS PART-10

1) নিরক্ষরেখার মান-

  1. ০⁰
  2. ৪৫⁰
  3. ৭৫⁰
  4. ১২০⁰

Answer : (A) ০⁰


2) আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন-

  1. রাজা রামমোহন রায়
  2. ঈশ্বর গুপ্ত
  3. অজিত সেন
  4. মৃণাল বন্দ্যোপাধ্যায়

Answer : (A) রাজা রামমোহন রায়


3) শুকতারা বলা হয় কোন গ্রহকে?

  1. শুক্র গ্রহ
  2. বুধ গ্রহ
  3. শনি গ্রহ
  4. মঙ্গল গ্রহ

Answer : (A) শুক্র গ্রহ


4) তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল

  1. ১৫৫৬ খ্রিঃ
  2. ১৫৬৭ খ্রিঃ
  3. ১৫২৯ খ্রিঃ
  4. ১৫৬৫ খ্রিঃ

Answer : (D) ১৫৬৫ খ্রিঃ


5) কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

  1. মেঘালয়
  2. রাজস্থান
  3. অন্ধ্রপ্রদেশ
  4. হরিয়ানা

Answer : (C) অন্ধ্রপ্রদেশ


6) খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল?

  1. 1527
  2. 1532
  3. 1533
  4. 1539

Answer : (A) 1527


7) ওয়াংখেড়ে স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত-

  1. মহারাষ্ট্র
  2. কর্ণাটক
  3. তেলেঙ্গানা
  4. বিহার

Answer : (A) মহারাষ্ট্র


8) গোল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত-

  1. তুলো উৎপাদন
  2. ডাল উৎপাদন
  3. আলু উৎপাদন
  4. কোনোটিই নয়

Answer : (C) আলু উৎপাদন


9) বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়-

  1. ১০ জুন
  2. ১৮ জুলাই
  3. ২৫ আগস্ট
  4. ২৭ সেপ্টেম্বর

Answer : (D) ২৭ সেপ্টেম্বর


10) হাওয়া মহল অবস্থিত-

  1. রাজস্থান
  2. মহারাষ্ট্র
  3. মধ্যপ্রদেশ
  4. অন্ধ্রপ্রদেশ

Answer : (A) রাজস্থান


11) দার্জিলিং চা কত সালে জিআই ট্যাগ পেয়েছে-

  1. ২০০০ সালে
  2. ২০০৪ সালে
  3. ২০০৬ সালে
  4. ২০১০ সালে

Answer : (B) ২০০৪ সালে


12) ছোলামু হ্রদ কোন রাজ্যে অবস্থিত-

  1. মধ্যপ্রদেশ
  2. সিকিম
  3. উত্তরাখণ্ড
  4. মেঘালয়

Answer : (B) সিকিম


13) সাঁচি স্তুপ কোন রাজ্যে অবস্থিত-

  1. মধ্যপ্রদেশ
  2. মহারাষ্ট্র
  3. উত্তরপ্রদেশ
  4. মেঘালয়

Answer : (A) মধ্যপ্রদেশ


14) হলদিয়া বন্দর অবস্থিত-

  1. মহারাষ্ট্র
  2. ত্রিপুরা
  3. পশ্চিমবঙ্গ
  4. সিকিম

Answer : (C) পশ্চিমবঙ্গ


15) নকরেক জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. মেঘালয়
  2. মিজোরাম
  3. পশ্চিমবঙ্গ
  4. সিকিম

Answer : (A) মেঘালয়


16) রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল-

  1. ১৮৮৫ সালে
  2. ১৮৯০ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৯৮ সালে

Answer : (C) ১৯৭১ সালে


17) পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত-

  1. বাঁশি
  2. সেতার
  3. তবলা
  4. বেহালা

Answer : (A) বাঁশি


18) বাহুতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত-

  1. উত্তরপ্রদেশ
  2. মধ্যপ্রদেশ
  3. উত্তরাখণ্ড
  4. কোনোটিই নয়

Answer : (B) মধ্যপ্রদেশ


19) চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত-

  1. অন্ধ্রপ্রদেশ
  2. অরুণাচল প্রদেশ
  3. ঝাড়খণ্ড
  4. ছত্তিশগড়

Answer : (D) ছত্তিশগড়


20) জয়চন্ডী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত-

  1. পুরুলিয়া
  2. বীরভূম
  3. কোচবিহার
  4. জলপাইগুড়ি

Answer : (A) পুরুলিয়া


21) কোলেরু পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. অন্ধ্রপ্রদেশ
  2. মধ্যপ্রদেশ
  3. মহারাষ্ট্র
  4. কোনোটিই নয়

Answer : (A) অন্ধ্রপ্রদেশ


22) ঘানা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. সিকিম
  2. হিমাচল প্রদেশ
  3. রাজস্থান
  4. মধ্যপ্রদেশ

Answer : (C) রাজস্থান


23) কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. পশ্চিমবঙ্গ
  2. সিকিম
  3. হিমাচল প্রদেশ
  4. অরুণাচল প্রদেশ

Answer : (B) সিকিম


24) ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত-

  1. সিকিম
  2. হরিয়ানা
  3. রাজস্থান
  4. ত্রিপুরা

Answer : (B) হরিয়ানা


25) WHO-এর সদর দফতর কোথায় অবস্থিত-

  1. সুইজারল্যান্ড
  2. প্যারিস
  3. জেনেভা
  4. কাঠমান্ডু

Answer : (C) জেনেভা




You May Read Also :

Post a Comment

0 Comments