GENERAL AWARENESS PART-09

GENERAL AWARENESS PART-09

GENERAL AWARENESS PART-09

1) কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?

  1. লক্ষণ সেন
  2. বল্লাল সেন
  3. বিজয় সেন
  4. গৌতম পাল

Answer : (B) বল্লাল সেন


2) তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত?

  1. দামোদর
  2. কুলিক
  3. মহানন্দা
  4. ময়ূরাক্ষী

Answer : (D) ময়ূরাক্ষী


3) Iron-এর রাসায়নিক নাম কি?

  1. Fe
  2. Fd
  3. Fi
  4. কোনটি নয়

Answer : (A) Fe


4) বিসনাগা রাজ্য নামে অভিহিত কোন সাম্রাজ্য?

  1. বিজয়নগর সাম্রাজ্য
  2. মহেঞ্জোদারো
  3. মুঘল সাম্রাজ্য
  4. কোনটি নয়

Answer : (A) বিজয়নগর সাম্রাজ্য


5) লোহিত গ্রহ বলা হয় কোন গ্রহকে?

  1. মঙ্গল
  2. বুধ
  3. বৃহস্পতি
  4. শুক্র

Answer : (A) মঙ্গল


6) প্রতিবছর বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয় কবে?

  1. ১ এপ্রিল
  2. ২ এপ্রিল
  3. ৩১ মার্চ
  4. ২৩ মার্চ

Answer : (B) ২ এপ্রিল


7) কালপেঁচা কার ছদ্মনাম?

  1. মনীশ ঘটক
  2. অশোক গুপ্ত
  3. বিনয় ঘোষ
  4. সমরেশ বসু

Answer : (C) বিনয় ঘোষ


8) পেনিসিলিন কে আবিষ্কার করেন?

  1. আলেকজান্ডার ফ্লেমিং
  2. এডওয়ার্ড জেনার
  3. গ্ৰেগর জোহান মেন্ডেল
  4. এদের কেউই নন

Answer : (A) আলেকজান্ডার ফ্লেমিং


9) নববিধান ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন-

  1. কেশবচন্দ্র সেন
  2. রাজা রামমোহন রায়
  3. সতীশচন্দ্র বসু
  4. দেবেন্দ্রনাথ ঠাকুর

Answer : (A) কেশবচন্দ্র সেন


10) আবুল ফজল কার সভাকবি ছিলেন?

  1. আকবর
  2. লক্ষণ সেন
  3. পৃথ্বীরাজ চৌহান
  4. সুলতান মাহমুদ

Answer : (A) আকবর


11) The Comet Disturber কোন গ্রহের অপর নাম?

  1. মঙ্গল
  2. পৃথিবী
  3. বুধ
  4. বৃহস্পতি

Answer : (D) বৃহস্পতি


12) ঘনাদা চরিত্র স্রষ্টা-

  1. প্রেমেন্দ্র মিত্র
  2. বিজন ভট্টাচার্য
  3. সুকুমার সেন
  4. সুকুমার রায়

Answer : (A) প্রেমেন্দ্র মিত্র


13) চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন-

  1. বিন্দুসার
  2. অজাত শত্রু
  3. অশোক
  4. হর্ষবর্ধন

Answer : (A) বিন্দুসার


14) নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন -

  1. দীনবন্ধু মিত্র
  2. জীবনানন্দ দাশ
  3. গিরিশচন্দ্র ঘোষ
  4. সুনীল গঙ্গোপাধ্যায়

Answer : (A) দীনবন্ধু মিত্র


15) তেহরি প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?

  1. অন্ধ্রপ্রদেশ
  2. উত্তরাখণ্ড
  3. মধ্যপ্রদেশ
  4. তেলেঙ্গানা

Answer : (B) উত্তরাখণ্ড


16) দ্বৈত শাসনের প্রবর্তক কে?

  1. ওয়ারেন হেস্টিংস
  2. লর্ড কর্নওয়ালিস
  3. লর্ড ক্লাইভ
  4. এদের কেউই নন

Answer : (C) লর্ড ক্লাইভ


17) World Water Day কবে পালন করা হয়?

  1. ২৬শে মার্চ
  2. ২২শে মার্চ
  3. ২৩শে মার্চ
  4. ২৫শে মার্চ

Answer : (B) ২২শে মার্চ


18) রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

  1. টেনিস
  2. ব্যাডমিন্টন
  3. ফুটবল
  4. হকি

Answer : (C) ফুটবল


19) আকবরনামা গ্রন্থের রচয়িতা-

  1. জয়দেব
  2. অশ্বঘোষ
  3. আবুল ফজল
  4. বাণভট্ট

Answer : (C) আবুল ফজল


20) নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভারের উদাহরণ?

  1. প্রথম শ্রেণী
  2. দ্বিতীয় শ্রেণী
  3. তৃতীয় শ্রেণী
  4. চতুর্থ শ্রেণী

Answer : (B) দ্বিতীয় শ্রেণী


21) সম্বর হ্রদ কোথায় অবস্থিত?

  1. অন্ধ্রপ্রদেশ
  2. রাজস্থান
  3. গোয়া
  4. উদয়পুর

Answer : (B) রাজস্থান


22) ডেসিবল কিসের একক —??

  1. শব্দের তীব্রতা
  2. ঘনত্ব
  3. তাপ
  4. কোনটিই নয়

Answer : (A) শব্দের তীব্রতা


23) সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

  1. দার্জিলিং
  2. বীরভূম
  3. দক্ষিণ 24 পরগনা
  4. দক্ষিণ দিনাজপুর

Answer : (A) দার্জিলিং


24) তারিণীখুড়ো চরিত্রের স্রষ্টা-

  1. সত্যজিৎ রায়
  2. গৌরকিশোর ঘোষ
  3. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
  4. নারায়ন গঙ্গোপাধ্যায়

Answer : (A) সত্যজিৎ রায়


25) বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয়?

  1. ২১ মার্চ
  2. ২২ মার্চ
  3. ২৩ মার্চ
  4. ২৪ মার্চ

Answer : (D) ২৪ মার্চ




You May Read Also :

Post a Comment

0 Comments