GENERAL AWARENESS PART-08

GENERAL AWARENESS PART-08

GENERAL AWARENESS PART-08

1) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?

  1. লক্ষণ সেন
  2. বিজয় সেন
  3. গিয়াসউদ্দিন তুঘলক
  4. মুহাম্মদ বিন তুঘলক

Answer : (C) গিয়াসউদ্দিন তুঘলক


2) হান্টার কমিশন কত সালে গঠন হয়?

  1. ১৮৮২ সালে
  2. ১৮৭৭ সালে
  3. ১৯০১ সালে
  4. ১৮৬৯ সালে

Answer : (A) ১৮৮২ সালে


3) কোন নদীর তীরে তাজমহল অবস্থিত?

  1. যমুনা
  2. তাপ্তি
  3. ময়ূরাক্ষী
  4. কংসাবতী

Answer : (A) যমুনা


4) অপরাজিতা দেবী কার ছদ্মনাম?

  1. চারুচন্দ্র চক্রবর্তী
  2. রাধারানী দেবী
  3. সুনীল গঙ্গোপাধ্যায়
  4. গৌরকিশোর ঘোষ

Answer : (B) রাধারানী দেবী


5) বাটারফ্লাই শব্দটি কিসের সঙ্গে যুক্ত?

  1. বক্সিং
  2. হকি
  3. সাঁতার
  4. টেনিস

Answer : (C) সাঁতার


6) পীতবিন্দু কোথায় থাকে?

  1. পাকস্থলীতে
  2. হৃদপিন্ডে
  3. চোখের রেটিনায়
  4. কানের নিচে

Answer : (C) চোখের রেটিনায়


7) Ezra Cup কোন খেলার সঙ্গে যুক্ত?

  1. হকি
  2. ক্রিকেট
  3. ফুটবল
  4. পোলো

Answer : (D) পোলো


8) ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি?

  1. হিমাচল প্রদেশ
  2. রাজস্থান
  3. আসাম
  4. অন্ধ্রপ্রদেশ

Answer : (D) অন্ধ্রপ্রদেশ


9) ডান্ডি পদযাত্রা কবে শুরু হয়?

  1. ১৯৩০ সালে
  2. ১৯২৮ সালে
  3. ১৯৩২ সালে
  4. ১৯৪৫ সালে

Answer : (A) ১৯৩০ সালে


10) সম্রাট আকবরের সভাকবি-

  1. হরিষেন
  2. রবিকীর্তি
  3. শেরশাহ
  4. আবুল ফজল

Answer : (D) আবুল ফজল


11) মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন?

  1. দয়ারাম সাহানি
  2. রাখালদাস বন্দোপাধ্যায়
  3. জে. পি জোশী
  4. এদের কেউই নন

Answer : (B) রাখালদাস বন্দোপাধ্যায়


12) হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?

  1. শতদ্রু
  2. ঝিলাম
  3. রাভি
  4. ঘর্ঘরা

Answer : (C) রাভি


13) দারকেশ্বর নদীর উপনদী কোনটি?

  1. গন্ধেশ্বরী নদী
  2. ইছামতি নদী
  3. রূপনারায়ন নদী
  4. গঙ্গা নদী

Answer : (A) গন্ধেশ্বরী নদী


14) নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস কোনটি?

  1. হিলিয়াম
  2. নিয়ন
  3. আর্গন
  4. রেডন

Answer : (D) রেডন


15) ম্যানোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়?

  1. চাপ
  2. আদ্রতা
  3. ঘনত্ব
  4. দৈর্ঘ্য

Answer : (A) চাপ


16) অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?

  1. 5
  2. 6
  3. 7
  4. 8

Answer : (D) 8


17) মানবদেহের সবচেয়ে বড় অস্থি-

  1. স্টেপিস
  2. সেলু
  3. ফিমার
  4. ত্বক

Answer : (C) ফিমার


18) জাবতি প্রথা কে প্রবর্তন করেন?

  1. সম্রাট আকবর
  2. শাহজাহান
  3. বাবর
  4. ওরঙ্গজেব

Answer : (A) সম্রাট আকবর


19) তড়িৎ বিভবের একক কি?

  1. ওহম
  2. এম্পিয়ার
  3. ভোল্ট
  4. অ্যামিটার

Answer : (C) ভোল্ট


20) প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি?

  1. স্নায়ু কোষ
  2. যকৃত কোষ
  3. রক্ত কোষ
  4. পেশী কোষ

Answer : (A) স্নায়ু কোষ


21) হুড্রু জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?

  1. ঝাড়খন্ড
  2. পশ্চিমবঙ্গ
  3. মেঘালয়
  4. মিজোরাম

Answer : (A) ঝাড়খন্ড


22) নববিধান সমাজ কে প্রতিষ্ঠা করেন?

  1. কেশবচন্দ্র সেন
  2. প্রফুল্ল চন্দ্র রায়
  3. বল্লভ ভাই প্যাটেল
  4. জয়প্রকাশ নারায়ণ

Answer : (A) কেশবচন্দ্র সেন


23) ডেসিবল কিসের একক —

  1. শব্দের তীব্রতা
  2. ঘনত্ব
  3. তাপ
  4. কোনটিই নয়

Answer : (A) শব্দের তীব্রতা


24) কাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম কি?

  1. স্পিরাকল
  2. বুকলাং
  3. দেহত্বক
  4. বুকগিল

Answer : (B) বুকলাং


25) কয়লার প্রধান উপাদান কী?

  1. কার্বন
  2. নিকেল
  3. টীন
  4. আয়রন

Answer : (A) কার্বন




You May Read Also :

Post a Comment

0 Comments