GENERAL AWARENESS PART-07
1) শক্তির মূল উৎস কি?
- নক্ষত্র
- পৃথিবী
- সূর্য
- জল
Answer : (C) সূর্য
2) জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়?
- ২৯ আগস্ট
- ২৯ জুলাই
- ২৯ জুন
- ২৯ সেপ্টেম্বর
Answer : (A) ২৯ আগস্ট
3) দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক?
- গুরু মস্তিষ্ক
- লঘু মস্তিষ্ক
- মধ্য মস্তিষ্ক
- সবগুলোই
Answer : (B) লঘু মস্তিষ্ক
4) বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয়?
- ৯ আগস্ট
- ২৩ জুলাই
- ২১ সেপ্টেম্বর
- ৫ ডিসেম্বর
Answer : (D) ৫ ডিসেম্বর
5) বহুরূপী কার ছদ্মনাম?
- সজনীকান্ত দাস
- সুব্রত বন্দ্যোপাধ্যায়
- শৈলেশ দে
- এদের কেউই নন
Answer : (C) শৈলেশ দে
6) মনসবদারি প্রথা কে প্রচলন করেন?
- জাহাঙ্গীর
- আকবর
- বাবর
- জাহাঙ্গীর
Answer : (B) আকবর
7) বেসিনের সন্ধি কত সালে হয়েছিল?
- 1802
- 1805
- 1803
- 1809
Answer : (A) 1802
8) দুর্গেশনন্দিনী উপন্যাসের রচয়িতা হলেন?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- জীবনানন্দ দাশ
- সুনীল গঙ্গোপাধ্যায়
Answer : (A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
9) LAN এর ফুল ফর্ম কী?
- Local Area Network
- Local Arth Network
- Larn Area Network
- Larn Around Network
Answer : (A) Local Area Network
10) নীল বিদ্রোহ কবে হয়েছিল?
- ১৮৫৭ সালে
- ১৮৫৯ সালে
- ১৮৭১ সালে
- ১৮৬৬ সালে
Answer : (B) ১৮৫৯ সালে
11) তারিণীখুড়ো চরিত্রের স্রষ্টা কে?
- গৌরকিশোর ঘোষ
- সত্যজিৎ রায়
- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
- নারায়ন গঙ্গোপাধ্যায়
Answer : (B) সত্যজিৎ রায়
12) জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয়?
- ২১ মার্চ
- ২৯ আগস্ট
- ২৫ জানুয়ারী
- ৮ নভেম্বর
Answer : (C) ২৫ জানুয়ারী
13) ইলিয়ড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন __?
- হোমার
- ব্যাস
- হেরোডোটাস
- এদের কেউই নন
Answer : (A) হোমার
14) অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি?
- বক্সাইট
- কার্বন মনোক্সাইড
- ম্যাগনেসিয়াম
- খনিজ
Answer : (A) বক্সাইট
15) অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা কে?
- অ্যারিস্টোটল
- আইজ্যাক নিউটন
- মেন্ডেল
- চার্লস ডারউইন
Answer : (D) চার্লস ডারউইন
16) ক্ষমতার একক কি?
- জুল
- ওয়াট
- গ্ৰাম
- ভর
Answer : (B) ওয়াট
17) নববিধান ব্রাহ্মসমাজ— কে প্রতিষ্ঠা করেন?
- কেশবচন্দ্র সেন
- রাজা রামমোহন রায়
- সতীশচন্দ্র বসু
- দেবেন্দ্রনাথ ঠাকুর
Answer : (A) কেশবচন্দ্র সেন
18) বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কবে?
- ২১শে মার্চ
- ২২শে মার্চ
- ২৩শে মার্চ
- ২১শে জুন
Answer : (A) ২১শে মার্চ
19) কোনো পদার্থের ক্ষুদ্রতম একক -
- সেলো
- প্রোটন
- ইলেকট্রন
- অণু
Answer : (D) অণু
20) বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়?
- ১২ই জুলাই
- ৯ই জুন
- ৫ই ডিসেম্বর
- ১১ই জুলাই
Answer : (C) ৫ই ডিসেম্বর
21) সাইমন কমিশন কবে ভারতে এসেছিল?
- 1931 সালে
- 1927 সালে
- 1939 সালে
- 1921 সালে
Answer : (B) 1927 সালে
22) ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
- 7
- 92
- 95
- 97
Answer : (B) 92
23) পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়?
- ১৭৬২ সালে
- ১৭৬১ সালে
- ১৭৬০ সালে
- ১৭৫৩ সালে
Answer : (B) ১৭৬১ সালে
24) ইউরিয়া মানুষের শরীরে কোথায় উৎপন্ন হয়?
- লিভারে
- অগ্নাশয়ে
- কিডনিতে
- পাকস্থলীতে
Answer : (A) লিভারে
25) কালিদাস কার সভাকবি ছিলেন?
- প্রথম চন্দ্রগুপ্ত
- বিজয় সেন
- লক্ষণ সেন
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Answer : (D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

0 Comments