GENERAL AWARENESS PART-06
1) Philosophic Zoologique গ্রন্থের রচয়িতা কে?
- ল্যামার্ক
- ডারউইন
- বেটসন
- গোল্ডস্টাইন
Answer : (A) ল্যামার্ক
2) লিমকা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?
- গলফ
- দাবা
- বাস্কেটবল
- ফুটবল
Answer : (B) দাবা
3) আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়?
- ১২ আগস্ট
- ১২ মার্চ
- ১২ ফেব্রুয়ারি
- ১২ জানুয়ারি
Answer : (A) ১২ আগস্ট
4) টেনিদা চরিত্রের স্রষ্টা -
- সত্যজিৎ রায়
- নারায়ণ গঙ্গোপাধ্যায়
- প্রেমেন্দ্র মিত্র
- রবীন্দ্রনাথ ঠাকুর
Answer : (B) নারায়ণ গঙ্গোপাধ্যায়
5) SLV এর ফুল ফর্ম নিম্নের কোনটি?
- Satellite Launch Vehicle
- Small Launch Vehicle
- Satellite Lab Vehicle
- Satellite Landed Vehicle
Answer : (A) Satellite Launch Vehicle
6) ইলেকট্রন কে আবিষ্কার করেন?
- জে জে থমসন
- গ্যালিলিও
- জেমস ওয়াট
- আইজ্যাক নিউটন
Answer : (A) জে জে থমসন
7) শিশু দিবস কবে পালন করা হয়?
- ১০ মার্চ
- ১৪ জুলাই
- ২৭ সেপ্টেম্বর
- ১৪ নভেম্বর
Answer : (D) ১৪ নভেম্বর
8) HTML এর ফুল ফর্ম কি?
- Hypertext markup language
- Hypertext Meaning Language
- Hypertext Monitor Language
- কোনোটিই নয়
Answer : (A) Hypertext markup language
9) ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
- সিয়াচেন
- জেমু
- গঙ্গোত্রী
- কোনটিই নয়
Answer : (A) সিয়াচেন
10) পাল যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন?
- সন্ধ্যাকর নন্দী
- বল্লাল সেন
- লক্ষণ সেন
- বানভট্ট
Answer : (A) সন্ধ্যাকর নন্দী
11) National Broadcasting Day কবে পালন করা হয়?
- ১৯ আগস্ট
- ১২ মার্চ
- ২৩ জুলাই
- ২৫ সেপ্টেম্বর
Answer : (C) ২৩ জুলাই
12) কত সালে পরিকল্পনা কমিশন গঠন করা হয়?
- 1947
- 1948
- 1949
- 1950
Answer : (D) 1950
13) সূর্যসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা -
- আর্যভট্ট
- বাবর
- শূদ্রক
- তুলসী
Answer : (A) আর্যভট্ট
14) আয়তনে সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
- বৃহস্পতি
- শুক্র
- নেপচুন
- বুধ
Answer : (D) বুধ
15) স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
- ভিটামিন D
- ভিটামিন C
- ভিটামিন A
- ভিটামিন K
Answer : (B) ভিটামিন C
16) NABARD-এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
- Delhi
- Jaipur
- Mumbai
- Chennai
Answer : (C) Mumbai
17) সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
- ১৭৬৮ সালে
- ১৭৫৬ সালে
- ১৭৮২ সালে
- ১৮০২ সালে
Answer : (C) ১৭৮২ সালে
18) পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- অন্ধ্রপ্রদেশ
- রাজস্থান
- তামিলনাড়ু
- ঝাড়খন্ড
Answer : (A) অন্ধ্রপ্রদেশ
19) ভারতের গ্লাসগো বলা হয়?
- শিলিগুড়ি
- হাওড়া
- মুম্বাই
- পাটনা
Answer : (B) হাওড়া
20) অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক কোনটি?
- বক্সাইট
- নিষ্ক্রিয় গ্যাস
- তামা
- লোহা
Answer : (A) বক্সাইট
21) World Elephant Day— কবে পালন করা হয়?
- ১৮ আগস্ট
- ১০ আগস্ট
- ১২ আগস্ট
- ১৫ আগস্ট
Answer : (C) ১২ আগস্ট
22) World Oceans Day কবে পালিত হয়?
- ৮ জুন
- ১৩ মার্চ
- ১২ আগস্ট
- ২৭ নভেম্বর
Answer : (A) ৮ জুন
23) বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- শঙ্খ ঘোষ
- অশ্বিনী দত্ত
- জীবনানন্দ দাশ
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Answer : (A) শঙ্খ ঘোষ
24) ভারতীয় ফুটবল হাব বলে পরিচিত কোন শহর?
- জয়পুর
- দেরাদুন
- দার্জিলিং
- কলকাতা
Answer : (D) কলকাতা
25) রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাশ হয়?
- ১৯৩৬ সালে
- ২০১১ সালে
- ১৯৫৬ সালে
- ২০১৩ সালে
Answer : (C) ১৯৫৬ সালে

0 Comments