GENERAL AWARENESS PART-05

GENERAL AWARENESS PART-05

GENERAL AWARENESS PART-05

1) কার আমলে কুতুবমিনারের নির্মাণকাজ শেষ হয়?

  1. কুতুবউদ্দিন আইবক
  2. ইলতুৎমিশ
  3. গিয়াসউদ্দিন বলবন
  4. আলাউদ্দিন খলজি

Answer : (B) ইলতুৎমিশ


2) দার্শনিকের উল বলা হয়-

  1. কার্বলিক ক্লোরাইড
  2. আয়োডিন
  3. ইউরিয়া
  4. জিঙ্ক অক্সাইড

Answer : (D) জিঙ্ক অক্সাইড


3) হ্যালির ধূমকেতু কোন বিজ্ঞানীর নাম অনুসারে রাখা হয়েছে?

  1. এডমান্ড হ্যালি
  2. ইলিয়াম হার্সেল
  3. চার্লস মেসিয়ার
  4. গ্যালিলিও

Answer : (A) এডমান্ড হ্যালি


4) SAARC গঠিত হয়?

  1. 1985 সাল
  2. 1986 সাল
  3. 1987 সাল
  4. 1988 সাল

Answer : (A) 1985 সাল


5) নাথুলা পাস কোথায় অবস্থিত?

  1. সিকিম
  2. মধ্যপ্রদেশ
  3. হরিয়ানা
  4. রাজস্থান

Answer : (A) সিকিম


6) ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

  1. জয়পুর
  2. দেরাদুন
  3. কলকাতা
  4. মধ্যপ্রদেশ

Answer : (B) দেরাদুন


7) International Migrants Day— কবে পালন করা হয়?

  1. ১৫ই ডিসেম্বর
  2. ১৮ই ডিসেম্বর
  3. ২৫শে ডিসেম্বর
  4. ১১ই ডিসেম্বর

Answer : (B) ১৮ই ডিসেম্বর


8) তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?

  1. 1191
  2. 1996
  3. 1995
  4. 1990

Answer : (A) 1191


9) প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা-

  1. সুকুমার সেন
  2. সত্যজিৎ সেন
  3. সত্যজিৎ রায়
  4. বিজন ভট্টাচার্য

Answer : (C) সত্যজিৎ রায়


10) অরণ্যের অধিকার উপন্যাসের রচয়িতা-

  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. মহাশ্বেতা দেবী
  3. জীবনানন্দ দাশ
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

Answer : (B) মহাশ্বেতা দেবী


11) মূলমধ্যরেখার মান কত?

  1. ৬২°
  2. ৬০°
  3. ৮১°
  4. ০°

Answer : (D) ০°


12) কেওতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

  1. মধ্যপ্রদেশ
  2. কর্ণাটক
  3. পশ্চিমবঙ্গ
  4. উত্তরাখণ্ড

Answer : (A) মধ্যপ্রদেশ


13) বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?

  1. 1995
  2. 1994
  3. 1993
  4. 1992

Answer : (D) 1992


14) তত্ত্ববোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়?

  1. ১৮৩৫ সালে
  2. ১৮৩৮ সালে
  3. ১৮৩৯ সালে
  4. ১৮৪২ সালে

Answer : (C) ১৮৩৯ সালে


15) বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল?

  1. ১৭৫৬ খ্রিস্টাব্দে
  2. ১৭৫৮ খ্রিস্টাব্দে
  3. ১৭৬০ খ্রিস্টাব্দে
  4. ১৭৬২ খ্রিস্টাব্দে

Answer : (C) ১৭৬০ খ্রিস্টাব্দে


16) কার্য বা শক্তির এস আই একক কি?

  1. জুল
  2. ওয়াট
  3. হার্জ
  4. কোনটিই নয়

Answer : (A) জুল


17) বিশ্বের মধ্যে কোনটি সবচেয়ে উন্নত মানের কয়লা?

  1. পীট
  2. অ্যানথ্রাসাইট
  3. বিটুমিনাস
  4. লিগনাইট

Answer : (B) অ্যানথ্রাসাইট


18) ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি?

  1. সিটি
  2. ক্ষণপদ
  3. ফ্লাজেলা
  4. সিটা

Answer : (C) ফ্লাজেলা


19) জরাসন্ধ কার ছদ্মনাম?

  1. সমরেশ বসু
  2. রাজ শেখর বসু
  3. চারুচন্দ্র চক্রবর্তী
  4. বলাইচাঁদ মুখোপাধ্যায়

Answer : (C) চারুচন্দ্র চক্রবর্তী


20) দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?

  1. বৈশালী
  2. সিংহপুর
  3. লুম্বিনী
  4. রায়গড়

Answer : (A) বৈশালী


21) খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল?

  1. ১৫২৭ সালে
  2. ১৫৩২ সালে
  3. ১৫৩৩ সালে
  4. ১৫৩৯ সালে

Answer : (A) ১৫২৭ সালে


22) মাজুলী দ্বীপ কোন নদীতে অবস্থিত?

  1. ব্রহ্মপুত্র নদীতে
  2. গঙ্গা নদীতে
  3. কৃষ্ণ নদীতে
  4. হুগলি নদীতে

Answer : (A) ব্রহ্মপুত্র নদীতে


23) চিত্রগুপ্ত কার ছদ্মনাম?

  1. শম্ভু মিত্র
  2. সমরেশ বসু
  3. জীবনানন্দ দাশ
  4. সতীনাথ ভাদুড়ী

Answer : (D) সতীনাথ ভাদুড়ী


24) I-League কোন খেলার সঙ্গে যুক্ত?

  1. ফুটবল
  2. ক্রিকেট
  3. দাবা
  4. বাস্কেটবল

Answer : (A) ফুটবল


25) শামুকের গমন অঙ্গের নাম কি?

  1. কর্ষিকা
  2. ক্ষণপদ
  3. মাংসলপদ
  4. কোনটি নয়

Answer : (C) মাংসলপদ




You May Read Also :

Post a Comment

0 Comments