GENERAL AWARENESS PART-04
1) মৌমাছির হুলে কোন এসিড এর উপস্থিতি থাকে?
- সাইট্রিক অ্যাসিড
- ফরমিক অ্যাসিড
- কার্বনিক অ্যাসিড
- বিউটারিক অ্যাসিড
Answer : (B) ফরমিক অ্যাসিড
2) কোন পর্বতকে পর্বতগ্রন্থি বলা হয়?
- নীলগিরি
- সাতপুরা
- আনাইমালাই
- ভঙ্গিল
Answer : (A) নীলগিরি
3) পদাতিক কবি কাকে বলা হয়?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- সুভাষ মুখোপাধ্যায়
Answer : (D) সুভাষ মুখোপাধ্যায়
4) মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত?
- কর্ণাটক
- পশ্চিমবঙ্গ
- রাজস্থান
- মধ্যপ্রদেশ
Answer : (A) কর্ণাটক
5) কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেন?
- বাংলা
- সংস্কৃত
- মৈথিলি
- কোনটিই নয়
Answer : (B) সংস্কৃত
6) বায়ুর আপেক্ষিক আদ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি?
- থার্মোমিটার
- অ্যানিমোমিটার
- হাইগ্রোমিটার
- কোনটিই নয়
Answer : (C) হাইগ্রোমিটার
7) সিমুক কোন বংশের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত?
- সাতবাহন বংশ
- কুষাণ বংশ
- পাল বংশ
- নন্দ বংশ
Answer : (A) সাতবাহন বংশ
8) ফুসফুসের আবরণকে কি বলে?
- পেরিকার্ডিয়াম
- প্লুরা
- মেনিনজেস
- ক্যাপসুল
Answer : (B) প্লুরা
9) কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
- লাল
- বেগুনী
- সাদা
- হলুদ
Answer : (B) বেগুনী
10) ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- বিহার
- উত্তরাখণ্ড
- তামিলনাড়ু
- ছত্তিশগড়
Answer : (D) ছত্তিশগড়
11) ভোরঘাট গিরিপথ কোন রাজ্যে অবস্থিত?
- ছত্তিশগড়
- হিমাচল প্রদেশ
- মহারাষ্ট্র
- বিহার
Answer : (C) মহারাষ্ট্র
12) সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
- বিহার
- ত্রিপুরা
- আসাম
- পশ্চিমবঙ্গ
Answer : (D) পশ্চিমবঙ্গ
13) সাতপুরা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
- ঝাড়খন্ড
- কেরল
- মধ্যপ্রদেশ
- রাজস্থান
Answer : (C) মধ্যপ্রদেশ
14) সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে?
- লর্ড ওয়েলেসলি
- জন অ্যাডাম
- লর্ড কর্নওয়ালিস
- লর্ড ক্যানিং
Answer : (C) লর্ড কর্নওয়ালিস
15) রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন?
- ভিটামিন A
- ভিটামিন C
- ভিটামিন K
- ভিটামিন D
Answer : (C) ভিটামিন K
16) জুল কিসের একক?
- তাপ
- কম্পাঙ্ক
- কার্য ও শক্তি
- ক্যালোরি
Answer : (C) কার্য ও শক্তি
17) আলোর ক্ষুদ্রতম কণিকার নাম?
- ফোটন কণা
- ক্রোটন কণা
- প্রোটন কণা
- ক্রিপটন কণা
Answer : (A) ফোটন কণা
18) বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলে হয়?
- জেনার
- মেন্ডেল
- ফ্লাইভ্যান
- ডারউইন
Answer : (B) মেন্ডেল
19) বরাকর কোন নদীর উপনদী?
- মহানন্দা
- দামোদর
- ময়ূরাক্ষী
- গঙ্গা
Answer : (B) দামোদর
20) রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে?
- হকি
- ক্রিকেট
- পোলো
- টেনিস
Answer : (C) পোলো
21) Buxa Tiger Reserve কোন রাজ্যে অবস্থিত?
- পশ্চিমবঙ্গ
- মধ্যপ্রদেশ
- হরিয়ানা
- রাজস্থান
Answer : (A) পশ্চিমবঙ্গ
22) অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক-
- লর্ড কর্নওয়ালিস
- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
- লর্ড ওয়েলেসলি
- লর্ড কার্জন
Answer : (C) লর্ড ওয়েলেসলি
23) National Youth Day কবে পালন করা হয়?
- ১২ই জানুয়ারী
- ১৩ই জানুয়ারী
- ২১শে জানুয়ারী
- ২২শে জানুয়ারী
Answer : (A) ১২ই জানুয়ারী
24) অ্যামিবার গমন অঙ্গের নাম কি?
- ক্ষণপদ
- ফ্ল্যাজেলা
- সিলিয়া
- সিটা
Answer : (A) ক্ষণপদ
25) নবান্ন নাটকের রচয়িতা -
- সুকুমার রায়
- বিজন ভট্টাচার্য
- শম্ভু মিত্র
- ঋত্বিক ঘটক
Answer : (B) বিজন ভট্টাচার্য

0 Comments