GENERAL AWARENESS PART-03
1) জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
- অজিতনাথ
- সুপার্শ্বনাথ
- ঋষভনাথ
- মহাবীর
Answer : (C) ঋষভনাথ
2) হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়?
- লোহা
- তামা
- ম্যাগনেসিয়াম
- কোনটিই নয়
Answer : (A) লোহা
3) ব্রতচারী আন্দোলন কবে শুরু হয়?
- ১৯১২ সালে
- ১৯২১ সালে
- ১৯৩২ সালে
- ১৯৩৭ সালে
Answer : (C) ১৯৩২ সালে
4) মাইটোসিস কে আবিষ্কার করেন?
- স্ট্রাসবার্গার
- ওয়াল্টার ফ্লেমিং
- ব্রিজ
- এনাদের কেউই নন
Answer : (B) ওয়াল্টার ফ্লেমিং
5) পারদের হিমাঙ্ক কত?
- —39⁰C
- —40⁰C
- —50⁰C
- —60⁰C
Answer : (A) —39⁰C
6) রেনাল স্টোন রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
- ভিটামিন C
- ভিটামিন D
- ভিটামিন A
- ভিটামিন K
Answer : (C) ভিটামিন A
7) দিলীপ ট্রফি কোন খেলায় দেওয়া হয়?
- ফুটবল
- ক্রিকেট
- টেনিস
- হকি
Answer : (B) ক্রিকেট
8) মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন?
- বৃহদ্রথ
- ধনানন্দ
- বাসুদেব
- কালাশোক
Answer : (A) বৃহদ্রথ
9) জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
- কৃষ্ণা
- কাবেরি
- তিস্তা
- মায়ূরক্ষি
Answer : (C) তিস্তা
10) কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে?
- সুনীল গঙ্গোপাধ্যায়
- সত্যজিৎ রায়
- গৌরকিশোর ঘোষ
- প্রেমেন্দ্র মিত্র
Answer : (A) সুনীল গঙ্গোপাধ্যায়
11) নাট্য শাস্ত্রের রচয়িতা হলেন-
- নারদ মুনি
- ঈশ্বর গুপ্ত
- ভরত মুনি
- ঋষি মুনি
Answer : (C) ভরত মুনি
12) নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
- 4
- 6
- 7
- 8
Answer : (C) 7
13) কোষের মস্তিষ্ক কাকে বলা হয়?
- থাইরক্সিন
- নিউক্লিয়াস
- আর্কিমিডিস
- কোনটি নয়
Answer : (B) নিউক্লিয়াস
14) তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল?
- ১৭৩৪ সালে
- ১৭২৮ সালে
- ১৭৬১ সালে
- ১৭১৭ সালে
Answer : (C) ১৭৬১ সালে
15) World Hepatitis Day কবে পালন করা হয়?
- ৬ মার্চ
- ১৩ জুলাই
- ১৯ ফেব্রুয়ারি
- ২৮ জুলাই
Answer : (D) ২৮ জুলাই
16) মানবদেহের দীর্ঘতম পেশি কোনটি?
- গ্লুটিয়াস
- সারটোরিয়াস
- স্টেপিডিয়াস
- কোনটিই নয়
Answer : (B) সারটোরিয়াস
17) আর্থ্রাইটিস রোগ মানব দেহের কোন অঙ্গ আক্রান্ত করে?
- পা
- স্নায়ুতন্ত্র
- জয়েন্ট
- ত্বক
Answer : (C) জয়েন্ট
18) প্লেগ রোগ কার দ্বারা আক্রান্ত হয়?
- ভাইরাস
- ব্যাকটেরিয়া
- প্রোটোজোয়া
- কোনটিই নয়
Answer : (B) ব্যাকটেরিয়া
19) পরমাণুবাদ তত্ত কে আবিষ্কার করেন?
- চার্লস ব্যাবেজ
- আলফ্রেড নোবেল
- জন ডালটন
- অটোহান
Answer : (C) জন ডালটন
20) বায়ুমন্ডলে সর্বাধিক উপস্থিত মৌল কোনটি?
- অক্সিজেন
- নাইট্রোজেন
- হাইড্রোজেন
- আয়োডিন
Answer : (B) নাইট্রোজেন
21) সবচেয়ে ভারী গ্যাস কোনটি?
- হিলিয়াম
- হাইড্রোজেন
- রেডন
- লিথিয়াম
Answer : (C) রেডন
22) জীব বিদ্যার জনক কে?
- হেরোডোটাস
- অ্যারিস্টটল
- প্লেটো
- এদের কেউই নন
Answer : (B) অ্যারিস্টটল
23) শ্রেনিক কার উপাধি ছিল?
- বিন্দুসার
- অজাত শত্রু
- মহাপদ্মনন্দ
- বিম্বিসার
Answer : (D) বিম্বিসার
24) অ্যামিবার গমন অঙ্গের নাম কী?
- লুস
- ক্ষণপদ
- মাংসল পদ
- সিটা
Answer : (B) ক্ষণপদ
25) চাচাই জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
- পাঞ্জাব
- রাজস্থান
- মধ্যপ্রদেশ
- অন্ধ্রপ্রদেশ
Answer : (C) মধ্যপ্রদেশ

0 Comments