GENERAL AWARENESS PART-02

GENERAL AWARENESS PART-02

GENERAL AWARENESS PART-02

1) কাকাবাবু চরিত্রের স্রষ্টা -

  1. সুনীল গঙ্গোপাধ্যায়
  2. গৌরকিশোর ঘোষ
  3. প্রেমেন্দ্র মিত্র
  4. সত্যজিৎ রায়

Answer : (A) সুনীল গঙ্গোপাধ্যায়


2) GPS এর ফুল ফর্ম কি?

  1. গ্লোবাল প্রজেন্ট সিস্টেম
  2. গ্লোবাল পজিশনিং সিস্টেম
  3. গ্লোবাল পার্সোনাল সিস্টেম
  4. গ্লোবাল পারমিশন সিস্টেম

Answer : (B) গ্লোবাল পজিশনিং সিস্টেম


3) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

  1. দাফাবুম
  2. দোদাবেতা
  3. ধূপগড়
  4. গুরুশিখর

Answer : (B) দোদাবেতা


4) আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

  1. হকি
  2. গলফ
  3. ক্রিকেট
  4. ব্যাডমিন্টন

Answer : (A) হকি


5) চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত?

  1. অরুণাচল প্রদেশ
  2. বিহার
  3. আসাম
  4. ছত্রিশগড়

Answer : (D) ছত্রিশগড়


6) প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি?

  1. নাইট্রাস অক্সাইড
  2. কার্বন ডাই অক্সাইড
  3. মিথেন
  4. ক্লোরোফ্লোরো কার্বন

Answer : (B) কার্বন ডাই অক্সাইড


7) LAN এর পুরো কথা কী?

  1. Local Area Network
  2. Local Arth Network
  3. Larn Area Network
  4. কোনটি নয়

Answer : (A) Local Area Network


8) পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি হিসেবে পরিচিত নিম্নের কোন পাহাড়?

  1. বিহারীনাথ পাহাড়
  2. মামা ভাগ্নে পাহাড়
  3. শুশুনিয়া পাহাড়
  4. অযোধ্যা পাহাড়

Answer : (A) বিহারীনাথ পাহাড়


9) দুর্গেশনন্দিনী উপন্যাসের রচয়িতা-

  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. জীবনানন্দ দাশ
  4. সুনীল গঙ্গোপাধ্যায়

Answer : (A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


10) ক্লোরিন কে আবিষ্কার করেন?

  1. টমাস আলভা
  2. ডব্লিউ এইচ
  3. শীলে
  4. স্কোনবিন

Answer : (C) শীলে


11) প্রতিবছর কবে ‘International Day of Happiness’— পালন করা হয়?

  1. ১৮ মার্চ
  2. ১৯ মার্চ
  3. ২০ মার্চ
  4. ২২ মার্চ

Answer : (C) ২০ মার্চ


12) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

  1. ভিটামিন A
  2. ভিটামিন B
  3. ভিটামিন C
  4. ভিটামিন D

Answer : (C) ভিটামিন C


13) নিম্নোক্ত গ্যাস গুলির মধ্যে সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

  1. নাইট্রোজেন
  2. অক্সিজেন
  3. হাইড্রোজেন
  4. মিথেন

Answer : (C) হাইড্রোজেন


14) মানবদেহের বৃহত্তম অন্তক্ষরা গ্ৰন্থির নাম কি ?

  1. থাইরয়েড গ্রন্থি
  2. পিটুইটারি গ্রন্থি
  3. অ্যাড্রিনাল গ্ৰন্থি
  4. কোনটি নয়

Answer : (A) থাইরয়েড গ্রন্থি


15) সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?

  1. ফুটবল
  2. ক্রিকেট
  3. টেবিল টেনিস
  4. ব্যাডমিন্টন

Answer : (A) ফুটবল


16) কম্পিউটারের মস্তিষ্ক -

  1. CPU
  2. মাদারবোর্ড
  3. মাউস
  4. কোনটিই নয়

Answer : (A) CPU


17) মিতিন মাসি চরিত্রটির স্রষ্টা-

  1. সুচিত্রা ভট্টাচার্য
  2. অরবিন্দ ঘোষ
  3. সুকুমার রায়
  4. অজয় দত্ত

Answer : (A) সুচিত্রা ভট্টাচার্য


18) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. ডেভিড হেয়ার
  3. ডিরজিও
  4. রাজা রামমোহন রায়

Answer : (D) রাজা রামমোহন রায়


19) কোষ প্রধানত কত প্রকার ?

  1. 2 প্রকার
  2. 3 প্রকার
  3. 4 প্রকার
  4. 5 প্রকার

Answer : (A) 2 প্রকার


20) কার্বনের কয়টি আইসোটোপ আছে?

  1. ৩ টি
  2. ৫ টি
  3. ১২ টি
  4. ১৫ টি

Answer : (A) ৩ টি


21) নীলদর্পণ নাটকের রচয়িতা -

  1. দীনবন্ধু মিত্র
  2. বিজন ভট্টাচার্য
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. গিরিশচন্দ্র ঘোষ

Answer : (A) দীনবন্ধু মিত্র


22) কাবুই কোন রাজ্যে প্রচলিত নৃত্য?

  1. মণিপুর
  2. মহারাষ্ট্র
  3. মিজোরাম
  4. ত্রিপুরা

Answer : (A) মণিপুর


23) ধর্মবন্ধু পত্রিকার সম্পাদক কে?

  1. রামানন্দ চট্টোপাধ্যায়
  2. আব্দুল করিম
  3. মনোরমা দেবী
  4. রবীন্দ্রনাথ ঠাকুর

Answer : (A) রামানন্দ চট্টোপাধ্যায়


24) জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়?

  1. ২৮ ফেব্রুয়ারি
  2. ২৩ মার্চ
  3. ২২ এপ্রিল
  4. ১৭ আগস্ট

Answer : (A) ২৮ ফেব্রুয়ারি


25) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী?

  1. অনিলা দেবী
  2. ভোরের পাখি
  3. কমলাকান্ত
  4. বনফুল

Answer : (C) কমলাকান্ত




You May Read Also :

Post a Comment

0 Comments