GENERAL AWARENESS PART-01
1) প্রাকৃতিক গ্যাসের উপাদান কোনটি?
- বিউটেন
- প্রোপেন
- মিথেন
- ইথেন
Answer : (C) মিথেন
2) ক্রিপস মিশন কবে ভারতে আসে?
- ১৯৪০ সালে
- ১৯৪১ সালে
- ১৯৪২ সালে
- ১৯৪৫ সালে
Answer : (C) ১৯৪২ সালে
3) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
- লর্ড ক্যানিং
- লর্ড ডালহৌসি
- লর্ড ওয়েলেসলি
- লর্ড লিটন
Answer : (A) লর্ড ক্যানিং
4) মশলার শহর বলা হয় —?
- দার্জিলিং
- নবদ্দীপ
- সুরাট
- কালিকট
Answer : (D) কালিকট
5) প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা কে?
- বানভট্ট
- হর্ষবর্ধন
- কালিদাস
- পাণিনি
Answer : (B) হর্ষবর্ধন
6) পম্পাস তৃণভূমি কোন দেশে অবস্থিত?
- ইন্দোনেশিয়া
- নিউজিল্যান্ড
- দক্ষিণ আমেরিকা
- দক্ষিণ আফ্রিকা
Answer : (C) দক্ষিণ আমেরিকা
7) মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
- গঙ্গা
- কাবেরী
- নর্মদা
- তাপ্তি
Answer : (C) নর্মদা
8) বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- ১৯৮৯ সালে
- ১৯৯৯ সালে
- ১৯৯৪ সালে
- ১৯৯২ সালে
Answer : (D) ১৯৯২ সালে
9) শোন নদের উৎস-
- অমরকন্টক
- আরাবল্লী
- হিমালয়
- কোনটিই নয়
Answer : (A) অমরকন্টক
10) কর্কট সংক্রান্তি হয় —?
- ২১ জানুয়ারী
- ২১ ফেব্রুয়ারি
- ২১ এপ্রিল
- ২১ জুন
Answer : (D) ২১ জুন
11) ইম্ফল কোন রাজ্যের রাজধানী?
- মণিপুর
- অরুণাচল প্রদেশ
- মধ্যপ্রদেশ
- সিকিম
Answer : (A) মণিপুর
12) তুগেলা জলপ্রপাত কোন দেশে অবস্থিত?
- ভেনেজুয়েলা
- দক্ষিণ আফ্রিকা
- পেরু
- মার্কিন যুক্তরাষ্ট্র
Answer : (B) দক্ষিণ আফ্রিকা
13) গঙ্গার প্রধান উপনদী কোনটি?
- ভাগীরথী
- যমুনা
- গোদাবরী
- মেঘনা
Answer : (B) যমুনা
14) সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না?
- তামা
- ব্রোঞ্জ
- রুপা
- লোহা
Answer : (D) লোহা
15) International Day of the Tropics প্রতিবছর কবে পালন করা হয়?
- ১৮ ই জুলাই
- ১৩ ই ফেব্রুয়ারি
- ২৪ শে অক্টোবর
- ২৯ শে জুন
Answer : (D) ২৯ শে জুন
16) কিং শব্দটি কোন খেলার সঙ্গে?
- হকি
- ফুটবল
- বেসবল
- দাবা
Answer : (D) দাবা
17) ওজোন গ্যাসের সংকেত কি?
- O2
- O3
- NO2
- কোনটি নয়
Answer : (B) O3
18) Solar System এর আবিষ্কারক কে?
- কোপার্নিকাস
- কারেন্ট ওয়ার্ল্ড
- মিন্ট
- এদের কেউই নন
Answer : (A) কোপার্নিকাস
19) মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
- স্টেপিস
- যকৃত
- ফিমার
- কোনটি নয়
Answer : (B) যকৃত
20) পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়?
- কাইনিন
- কাইটিন
- ক্লোরিন
- কোনটি নয়
Answer : (B) কাইটিন
21) বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক -
- জেমস অগাস্টাস হিকি
- রামানন্দ চট্টোপাধ্যায়
- প্যারীচাঁদ মিত্র
- এদের কেউই নন
Answer : (A) জেমস অগাস্টাস হিকি
22) দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়?
- কুলিক নদী
- গোদাবরী নদী
- মহানন্দা নদী
- দামোদর নদী
Answer : (B) গোদাবরী নদী
23) এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়?
- হিমাচল প্রদেশ
- মধ্যপ্রদেশ
- অরুণাচল প্রদেশ
- অন্ধ্রপ্রদেশ
Answer : (D) অন্ধ্রপ্রদেশ
24) কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন?
- ম্যাকলে
- উইলসন
- ডারউইন
- এদের কেউই নন
Answer : (C) ডারউইন
25) ভারতের প্রথম সবাক ছবির নাম কি?
- জামাইষষ্ঠী
- পথের পাঁচালী
- আলম আরা
- অপুর সংসার
Answer : (C) আলম আরা

0 Comments