সংবিধানের সন তারিখ
1) কবে ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে ?
- 9ই ডিসেম্বর, 1946
- 15ই আগষ্ট, 1946
- 26শে নভেম্বর, 1949
- 26শে জানুয়ারী, 1950
Answer : (D) 26শে জানুয়ারী, 1950
2) জওহরলাল নেহেরুর নেতৃত্বে কত সালে গঠিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম যোজনা কমিশন ?
- 1949
- 1950
- 1951
- 1952
Answer : (B) 1950
3) কত সালে অনুষ্ঠিত হয় স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন
- 1947
- 1950
- 1952
- 1956
Answer : (C) 1952
4) কোন্ সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে ?
- 1976
- 1978
- 1980
- 1982
Answer : (A) 1976
5) নিম্নলিখিত সময়কালগুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ানত করে ?
- নভেম্বর 1946 - নভেম্বর 1949
- নভেম্বর 1947 - নভেম্বর 1949
- ডিসেম্বর 1946 - নভেম্বর 1949
- ডিসেম্বর 1947 - নভেম্বর 1949
Answer : (C) ডিসেম্বর 1946 - নভেম্বর 1949
6) আর্থিক জরুরি অবস্থা ( 360 নং ধারা) প্রথম জারি হয়েছিল
- 1962 সালে
- 1965 সালে
- 1975 সালে
- উপরের কোনটিইই নয়
Answer : (D) উপরের কোনটিইই নয়
7) সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে কত সালে ?
- 1952
- 1976
- 1950
- 1978
Answer : (B) 1976
8) সমাজ উন্নয়ন কর্মসূচী আরম্ভ হয়
- 1952 সালে
- 1956 সালে
- 1972 সালে
- 1980 সালে
Answer : (A) 1952 সালে
9) ভারতীয় সংবিধান গৃহীত হয়
- 950 সালের 26 শে জানুয়ারি
- 1949 সালের 26 শে জানুয়ারী
- 1949 সালের 26 শে নভেম্বর
- 1949 সালের 31 শে ডিসেম্বর
Answer : (C) 1949 সালের 26 শে নভেম্বর
10) কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয় ?
- 1975
- 1978
- 1982
- 1990
Answer : (A) 1975
11) রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল ?
- 1954
- 1955
- 1956
- 1957
Answer : (C) 1956
12) কোন্ সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল ?
- 1965
- 1967
- 1969
- 1971
Answer : (C) 1969
13) প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল কত সালে ?
- 1949
- 1951
- 1955
- 1960
Answer : (B) 1951
14) স্বাধীন ভারতে পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কত সালে ?
- 1959
- 1951
- 1952
- 1957
Answer : (A) 1959
15) কত সালে ভারতে প্রথম জারি হয়েছিল জাতীয় জরুরি অবস্থা ?
- 1952
- 1962
- 1965
- 1971
Answer : (B) 1962
16) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বিল সংশোধিত আকারে বিধানসভায় গৃহীত হয় কত সালে ?
- 1973
- 1970
- 1919
- 1968
Answer : (A) 1973
17) আভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য প্রথম কত সালে জারি হয় জাতীয় জরুরি অবস্থা ?
- 1962
- 1965
- 1973
- 1975
Answer : (D) 1975
18) ভারতীয় সংবিধানের ৮৬তম সংশোধনীটি পাশ হয় কত সালে ?
- 2001
- 2002
- 2003
- 2004
Answer : (B) 2002
19) পশ্চিমবঙ্গে করে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল কত সালে ?
- 1966 সালে
- 1967 সালে
- 1968 সালে
- 1970 সালে
Answer : (C) 1968 সালে
20) ভারতে কত সালে ভোটাধিকার প্রাপ্তির বয়স 21 বছর থেকে কমিয়ে 18 করা হয়েছে ?
- 1980
- 1982
- 1986
- 1989
Answer : (D) 1989
21) প্রথম নির্বাচিত লোকসভা গঠিত হয়েছিল কত সালে ?
- 1950 সালে
- 1952 সালে
- 1949 সালে
- 1951 সালে
Answer : (B) 1952 সালে
22) ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাশ হয় ?
- 1950
- 1955
- 967
- 1972
Answer : (B) 1955
23) কত সালে ভারতীয় লোকসভায় প্রথম অনাস্থা প্রস্তাব পাশ হয় ?
- 1960
- 1963
- 1965
- 1968
Answer : (B) 1963
24) কত সালে ভারতে লঞ্চ হয় পি. আই, ও, কার্ড ?
- 1997
- 1998
- 1999
- 2000
Answer : (C) 1999

0 Comments