সংবিধানের সন তারিখ বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

সংবিধানের সন তারিখ

সংবিধানের সন তারিখ বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

1) কবে ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে ?

  1. 9ই ডিসেম্বর, 1946
  2. 15ই আগষ্ট, 1946
  3. 26শে নভেম্বর, 1949
  4. 26শে জানুয়ারী, 1950

Answer : (D) 26শে জানুয়ারী, 1950


2) জওহরলাল নেহেরুর নেতৃত্বে কত সালে গঠিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম যোজনা কমিশন ?

  1. 1949
  2. 1950
  3. 1951
  4. 1952

Answer : (B) 1950


3) কত সালে অনুষ্ঠিত হয় স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন

  1. 1947
  2. 1950
  3. 1952
  4. 1956

Answer : (C) 1952


4) কোন্ সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে ?

  1. 1976
  2. 1978
  3. 1980
  4. 1982

Answer : (A) 1976


5) নিম্নলিখিত সময়কালগুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ানত করে ?

  1. নভেম্বর 1946 - নভেম্বর 1949
  2. নভেম্বর 1947 - নভেম্বর 1949
  3. ডিসেম্বর 1946 - নভেম্বর 1949
  4. ডিসেম্বর 1947 - নভেম্বর 1949

Answer : (C) ডিসেম্বর 1946 - নভেম্বর 1949


6) আর্থিক জরুরি অবস্থা ( 360 নং ধারা) প্রথম জারি হয়েছিল

  1. 1962 সালে
  2. 1965 সালে
  3. 1975 সালে
  4. উপরের কোনটিইই নয়

Answer : (D) উপরের কোনটিইই নয়


7) সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে কত সালে ?

  1. 1952
  2. 1976
  3. 1950
  4. 1978

Answer : (B) 1976


8) সমাজ উন্নয়ন কর্মসূচী আরম্ভ হয়

  1. 1952 সালে
  2. 1956 সালে
  3. 1972 সালে
  4. 1980 সালে

Answer : (A) 1952 সালে


9) ভারতীয় সংবিধান গৃহীত হয়

  1. 950 সালের 26 শে জানুয়ারি
  2. 1949 সালের 26 শে জানুয়ারী
  3. 1949 সালের 26 শে নভেম্বর
  4. 1949 সালের 31 শে ডিসেম্বর

Answer : (C) 1949 সালের 26 শে নভেম্বর


10) কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয় ?

  1. 1975
  2. 1978
  3. 1982
  4. 1990

Answer : (A) 1975


11) রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল ?

  1. 1954
  2. 1955
  3. 1956
  4. 1957

Answer : (C) 1956


12) কোন্ সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল ?

  1. 1965
  2. 1967
  3. 1969
  4. 1971

Answer : (C) 1969


13) প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল কত সালে ?

  1. 1949
  2. 1951
  3. 1955
  4. 1960

Answer : (B) 1951


14) স্বাধীন ভারতে পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কত সালে ?

  1. 1959
  2. 1951
  3. 1952
  4. 1957

Answer : (A) 1959


15) কত সালে ভারতে প্রথম জারি হয়েছিল জাতীয় জরুরি অবস্থা ?

  1. 1952
  2. 1962
  3. 1965
  4. 1971

Answer : (B) 1962


16) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বিল সংশোধিত আকারে বিধানসভায় গৃহীত হয় কত সালে ?

  1. 1973
  2. 1970
  3. 1919
  4. 1968

Answer : (A) 1973


17) আভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য প্রথম কত সালে জারি হয় জাতীয় জরুরি অবস্থা ?

  1. 1962
  2. 1965
  3. 1973
  4. 1975

Answer : (D) 1975


18) ভারতীয় সংবিধানের ৮৬তম সংশোধনীটি পাশ হয় কত সালে ?

  1. 2001
  2. 2002
  3. 2003
  4. 2004

Answer : (B) 2002


19) পশ্চিমবঙ্গে করে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল কত সালে ?

  1. 1966 সালে
  2. 1967 সালে
  3. 1968 সালে
  4. 1970 সালে

Answer : (C) 1968 সালে


20) ভারতে কত সালে ভোটাধিকার প্রাপ্তির বয়স 21 বছর থেকে কমিয়ে 18 করা হয়েছে ?

  1. 1980
  2. 1982
  3. 1986
  4. 1989

Answer : (D) 1989


21) প্রথম নির্বাচিত লোকসভা গঠিত হয়েছিল কত সালে ?

  1. 1950 সালে
  2. 1952 সালে
  3. 1949 সালে
  4. 1951 সালে

Answer : (B) 1952 সালে


22) ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাশ হয় ?

  1. 1950
  2. 1955
  3. 967
  4. 1972

Answer : (B) 1955


23) কত সালে ভারতীয় লোকসভায় প্রথম অনাস্থা প্রস্তাব পাশ হয় ?

  1. 1960
  2. 1963
  3. 1965
  4. 1968

Answer : (B) 1963


24) কত সালে ভারতে লঞ্চ হয় পি. আই, ও, কার্ড ?

  1. 1997
  2. 1998
  3. 1999
  4. 2000

Answer : (C) 1999




You May Read Also :

Post a Comment

0 Comments