ক্যাগ বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

ক্যাগ

ক্যাগ বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

1) ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক কাজ করেন -

  1. জনগণের স্বাধীনতার রক্ষক হিসেবে
  2. সরকারি অর্থের রক্ষক হিসেবে
  3. সরকারের মুখ্য আইনগত উপদেষ্টা হিসেবে
  4. উপরোক্ত সবগুলিই

Answer : (C) সরকারের মুখ্য আইনগত উপদেষ্টা হিসেবে


2) ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক নিযুক্ত হন -

  1. রাষ্ট্রপতি কর্তৃক
  2. প্রধানমন্ত্রী কর্তৃক
  3. সংসদ কর্তৃক
  4. কেন্দ্রীয় অর্থমন্ত্রক কর্তৃক

Answer : (A) রাষ্ট্রপতি কর্তৃক


3) ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক স্বপদে থাকেন -

  1. সংসদের সন্তুষ্টি অনুযায়ী
  2. 6 বছরের জন্য
  3. 5 বছরের জন্য
  4. রাষ্ট্রতির সন্তুষ্টি অনুযায়ী

Answer : (B) 6 বছরের জন্য


4) ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষককে নির্দিষ্ট মেয়াদের আগেই পদচ্যূত করা যায়

  1. প্রধানমন্ত্রীর দ্বারা
  2. রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী
  3. মন্ত্রীসভার সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক
  4. সংসদের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রতি কর্তৃক

Answer : (D) সংসদের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রতি কর্তৃক


5) ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের বেতন ও ভাতা ধার্য থাকে -

  1. ভারতের সঞ্চিত তহবিলের ওপর
  2. ভারতের আকস্মিক তহবিলের ওপর
  3. সাধারণ বাজেটে
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (A) ভারতের সঞ্চিত তহবিলের ওপর


6) ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কাজ হল -

  1. কেবল হিসাব পরীক্ষআ করা
  2. আর্থিক বিষয়ে সরকারকে পরামর্শ দান
  3. আর্থিক বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দান
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (A) কেবল হিসাব পরীক্ষআ করা


7) ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক তাঁর বার্ষিক প্রতিবেদন পেশ করেন -

  1. রাষ্ট্রপতির কাছে
  2. প্রধানমন্ত্রীর কাছে
  3. সংসদের কাছে
  4. পাবলিক অ্যাকাউন্টস্ কমিটির কাছে

Answer : (A) রাষ্ট্রপতির কাছে


8) নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক কোন সংসদীয় কমিটির সাথে যুক্ত ?

  1. সরকারি হিসাব রক্ষা কমিটি
  2. আনুমানিক ব্যয় হিসাব পরীক্ষা কমিটি
  3. সিলেক্ট কমিটি
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (A) সরকারি হিসাব রক্ষা কমিটি


9) 1. কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বেতন ও ভাতা ভারতের সঞ্চিত তহবিলের ধার্য হয় 2. কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যকালের মেয়াদ ছ 'বছর কিংবা পদাধিকারীর ৬৫ বছর বয়স 3. কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অবসরগ্রহণের পর নিযুক্ত হতে পারেন ইউ. পি. এস. সি. র সদস্য অথবা চেয়ারম্যানের পদে

  1. 1 এবং 2
  2. 1 এবং 3
  3. কেবলমাত্র 1
  4. কেবলমাত্র 2

Answer : (A) 1 এবং 2


10) নিম্নলিখিত কোনটির মাধ্যমে সৃষ্ট হয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পদ ?

  1. ভারতীয় সংবিধান
  2. ভারতীয় সংসদ
  3. একটি রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ
  4. কেন্দ্রীয় ক্যাবিনেটের সর্বসম্মত প্রস্তাব

Answer : (A) ভারতীয় সংবিধান




You May Read Also :

Post a Comment

0 Comments