অ্যাটর্নি জেনারেল বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

1) নিম্নোক্ত কোন্ আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পালরামেন্টের যে কোন কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন ?

  1. উপরাষ্টরপতি
  2. সলিসটর গেনারেল
  3. অ্যার্টনী জেনারেল
  4. সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি

Answer : (C) অ্যার্টনী জেনারেল


2) ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন

  1. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা
  2. ভারতের রাষয়রপতি র দ্বারা
  3. সিম্পল মেজোরিটি ভোটের মাধ্যমে লোকসভার দ্বারা
  4. প্রধানমন্ত্রীর দ্বারা

Answer : (B) ভারতের রাষয়রপতি র দ্বারা


3) ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন -

  1. কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইন আধিকারিক
  2. কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অর্থ বিষয়ক আধিকারিক
  3. কেন্দ্রীয় সকরকারের সর্বোচ্চ আইন ও অর্থনৈতিক আধিকারিক
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (A) কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইন আধিকারিক


4) অ্যাটর্নি জেনারেল স্বপদে থাকেন -

  1. সারাজীবনের জন্য
  2. 5 বছরের জন্য
  3. রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী
  4. 6 বছরের জন্য

Answer : (C) রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী


5) অ্যাটর্নি জেনারেলের পদ সৃষ্টি হয়েছে -

  1. সংবিধান দ্বারা
  2. সংবিধান সংশোধনের মাধ্যমে
  3. সংসদের দ্বারা
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (A) সংবিধান দ্বারা


6) অ্যাটর্নি জেনারেল নির্দিষ্ট মেয়াদের পূর্বে দত্যাগ করতে চাইলে তাঁর পদত্যাগ পত্র প্রেরণ করবেন

  1. প্রধানমন্ত্রীকে
  2. রাষ্ট্রপতিকে
  3. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে
  4. লোকসভার অধ্যক্ষকে

Answer : (B) রাষ্ট্রপতিকে


7) ভারত সরকারের মুখ্য আইনগত পরামর্শদাতা কে ?

  1. অ্যাটর্নি জেনারেল
  2. ক্যাগ
  3. সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস
  4. মুখ্য নির্বাচন কমিশনার

Answer : (A) অ্যাটর্নি জেনারেল


8) নিম্নলিখিত পদাধিকারীদের মধ্যে কার স্বপদে অবস্থান রাষ্ট্রপতি বা সংশ্লিষ্ট রাজ্যপালের সন্তুষ্টির উপর নির্ভরশীল ?

  1. সুপ্রিম কোর্টের বিচারপতি
  2. হাইকোর্টের বিচারপতি
  3. কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল
  4. অ্যাটর্নি জেনারেল

Answer : (D) অ্যাটর্নি জেনারেল




You May Read Also :

Post a Comment

0 Comments