সংবিধান সংশোধনী
1) শাসনতন্ত্রের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
- 56 তম সংশোধন
- 75 তম সংশোধন
- 74 তম সংশোধন
- 76 তম সংশোধন
Answer : (B) 75 তম সংশোধন
2) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক দায়িত্ব এর ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
- 40 তম
- 41 তম
- 42 তম
- 45 তম
Answer : (C) 42 তম
3) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকারপ্রাপ্তির ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে ?
- 48 তম
- 57 তম
- 61 তম
- 63 তম
Answer : (C) 61 তম
4) গ্রাম সভা গঠন আব্যশক করা হয় কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
- 71 তম
- 72 তম
- 73 তম
- 74 তম
Answer : (C) 73 তম
5) ভারতীয় সংবিধানের কত তম অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয় ?
- 60
- 368
- 90
- 348
Answer : (B) 368
6) ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দলত্যাগ-বিরোধী আইনের কথা বলা আছে ?
- 51 তম
- 52 তম
- 55 তম
- 54 তম
Answer : (B) 52 তম
7) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম কে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয় ?
- 35 তম
- 36 তম
- 25 তম
- 59 তম
Answer : (B) 36 তম
8) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ?
- 24 তম
- 44 তম
- 42 তম
- 61 তম
Answer : (C) 42 তম
9) কোন্ সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে ?
- 1976
- 1978
- 1980
- 1982
Answer : (A) 1976
10) সমাজতান্ত্রিক ' শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে কত সালে ?
- 1952
- 1976
- 1950
- 1978
Answer : (B) 1976
11) কোন্ মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মে রায়দান করে যে - সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না?
- কেশবানন্দ ভারতী মামলা
- গোলকচাঁদ মামলা
- এ কে গোপালান বনাম মাদ্রাজ রাজ্য মামলা
- মিনার্ভা অয়েল মিল
Answer : (A) কেশবানন্দ ভারতী মামলা
12) প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল কত সালে ?
- 1949
- 1951
- 1955
- 1960
Answer : (B) 1951
13) কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার 'কে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছিল ?
- চল্লিশতম
- একচল্লিশতম
- তেতাল্লিশতম
- চুয়াল্লিশতম
Answer : (D) চুয়াল্লিশতম
14) 2008 সালের 6 ই মে, কেন্দ্রের ইউ. পি. এ. সরকার রাজ্যসভায় যে 108 তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছিল তার লক্ষ্য হল
- রাজস্থানের গুর্জর সম্প্রদায়ের নাম তফশিল উপজাতি তালিকা ভুক্ত করা
- বন্দী ব্যক্তিদের অধিকার রক্ষা করা
- শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া
- পার্লামেন্ট ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ
Answer : (C) শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া
15) সংবিধানের কোন সংশোধনে নবম তফশিলে সন্নিবেশিত হয় ?
- প্রথম সংশোধন
- তৃতীয় সংশোধন
- দশম সংশোধন
- চতুর্দশ সংশোধন
Answer : (A) প্রথম সংশোধন
16) 42 তম সংবিধান সংশোধনী সম্পর্কিত নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক ?
- এই সংবিধান সংশোধনীটি গৃহীত হয়েছিল স্মরণ সিং কমিটির সুপারিশ অনুসরণে
- এই সংবিধান সংশোধনীটিতে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব এই শব্দত্রয় সংযুক্ত হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়
- এই সংবিধান সংশোধনীটিতে রাষ্ট্রপরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির তালিকায় কয়েকটি নতুন নীতি সংযুক্ত হয়েছিল
- এই সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক দায়িত্বগুলি অন্তর্ভুক্ত
Answer : (B) এই সংবিধান সংশোধনীটিতে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব এই শব্দত্রয় সংযুক্ত হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়
17) ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনীটি ছিল -
- রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত
- প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্যাবিনেটের অন্যান্য সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত
- ভূমি সংস্কার সংক্রান্ত
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) ভূমি সংস্কার সংক্রান্ত
18) নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক না ?
- ভারতে সংসদ চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয় কিন্তু সুপ্রিম কোর্ট চূড়ান্ত ক্ষমতার অধিকারী
- ভারতীয় সংবিধানের 368 নং ধারা অধীনে কৃত কোনও সংবিধান সংশোধনীকে আদালতে চ্যালেঞ্জ জানানো যায় না
- ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর একটি অংশ বিচারবিভাগের স্বাধীনতা
- ভারতীয় প্রশাসনের যুক্তরাষ্ট্রীয় ধাচের কথা মাথায় রেখে সংবিধান সংশোধনের পদ্ধতিকে জটিলতর করা হয়েছে
Answer : (B) ভারতীয় সংবিধানের 368 নং ধারা অধীনে কৃত কোনও সংবিধান সংশোধনীকে আদালতে চ্যালেঞ্জ জানানো যায় না
19) ভারতীয় সংবিধানের ৮৬তম সংশোধনীটি পাশ হয় কত সালে ?
- 2001
- 2002
- 2003
- 2004
Answer : (B) 2002
20) ভারতীয় সংবিধানের 42 তম সংশোধনী -
- নাগরিগদের অবশ্যপালনীয় মৌলিক কর্তব্যগুলি সংবিধানে অন্তর্ভুক্ত করে
- রাষ্ট্রপরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি আদালতের দ্বারা বলবৎযোগ্য করে
- নবম তফশিলকে সংবিধানের অন্তর্ভুক্ত করে
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (A) নাগরিগদের অবশ্যপালনীয় মৌলিক কর্তব্যগুলি সংবিধানে অন্তর্ভুক্ত করে
21) 11 তম মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
- 86 তম
- 42 তম
- 44 তম
- 74 তম
Answer : (A) 86 তম
22) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল ?
- 42 তম
- 43 তম
- 44 তম
- 45 তম
Answer : (A) 42 তম
23) 91 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোনটির ওপর নিয়ন্ত্রণ আরোপিত হয় ?
- মন্ত্রীসভার সদস্য সংখ্যা
- মন্ত্রীদের বেতন
- মন্ত্রীদের বিদেশ সফর
- রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা
Answer : (A) মন্ত্রীসভার সদস্য সংখ্যা
24) 44 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ঘোষণা করা হয়
- ক্যাবিনেটের লিখিত পরামর্শের অনুলিপি ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারবেন না
- রাষ্ট্রপতি স্বেচ্ছায় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন
- প্রধানমন্ত্রীর যে কোনও নির্দেশ জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে রাষ্ট্রপতি মেনে চলবেন
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (A) ক্যাবিনেটের লিখিত পরামর্শের অনুলিপি ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারবেন না
25) ভারতীয় সংবিধানের কত তম সংশোধনীতে ভারতের রাষ্ট্রপতিকে ভারতীয় সংবিধানের হিন্দি সংস্করণ প্রকাশ করার দায়িত্ব অর্পিত হয়েছিল ?
- 55 তম সংশোধনী
- 56 তম সংশোধনী
- 57 তম সংশোধনী
- 58 তম সংশোধনী
Answer : (A) 55 তম সংশোধনী
26) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল 31 (C) নং ধারায় ?
- 24 তম
- 25 তম
- 26 তম
- 27 তম
Answer : (B) 25 তম
27) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের অবসরগ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করা হয়েছে ?
- 15 তম সংবিধান সংশোধনী, 1963
- 16 তম সংবিধান সংশোধনী 1965
- 42 তম সংবিধান সংশোধনী, 1976
- 44 তম সংশোধনী, 1978
Answer : (A) 15 তম সংবিধান সংশোধনী, 1963
28) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে গোর্খা পার্বত্য পরিষদেরকে ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্ত করা হয়
- 107 তম
- 108 তম
- 109 তম
- 106 তম
Answer : (A) 107 তম
29) ভারতীয় সংবিধানের 105 তম সংশোধনীটি নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটির সাছে সম্পর্কিত
- জাতীয় জ্ঞান কমিশন গঠন
- ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজ এর ক্ষমতা ও মর্যাদাবৃদ্ধি
- বেসরকারী প্রতিষ্ঠানগুলিতে তফশিলভুক্ত জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ
- লোকসভা ও বিধানসভার নির্বাচন কেন্দ্রগুলির পুনর্বিন্যাস
Answer : (B) ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজ এর ক্ষমতা ও মর্যাদাবৃদ্ধি
30) ভারতীয় সংবিধানের 80 তম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধান বহির্ভূত করা হয়েছিল ?
- 268
- 269
- 270
- 272
Answer : (D) 272
31) সংবিধানের 52 তম সংশোধনের মাধ্যমে -
- তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের নাগরিকদের জন্য সংরক্ষণের ব্যবস্থা 1990 সাল পর্যন্ত দীর্ঘায়িত করা হয়
- ত্রিপুরায় স্বশাসিত জেলাপরিষদের ব্যবস্থা করা হয়
- পঞ্চায়েতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়
- দলত্যাগকে সংযত করা হয়
Answer : (D) দলত্যাগকে সংযত করা হয়
32) ভারতীয় সংবিধানের 100 তম সংশোধনীটি নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটির সাছে সম্পর্কিত
- আসাম বিধান সভায় তফশিলভুক্ত জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ
- অষ্টম তফশিলে নতুন ভাষার অন্তর্ভুক্তি
- ন্যাশনাল জুডিসিয়াল কমিশন গটন
- দলত্যাগ বিরোধী আইন
Answer : (B) অষ্টম তফশিলে নতুন ভাষার অন্তর্ভুক্তি
33) ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটির ক্ষেত্রে সংসদে কেবলমাত্র সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করা যায় ?
- হাইকোর্ট সংক্রান্ত বিষয়
- যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংক্রান্ত বিষয়
- সংসদের রাজ্যগুলির প্রতিনিধি সংক্রান্ত বিষয়
- কোনও অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন সংক্রান্ত বিষয়
Answer : (D) কোনও অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন সংক্রান্ত বিষয়
34) পঞ্চায়েতীরাজ সংক্রান্ত নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি 73 তম সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয় ?
- পঞ্চায়েতের সকল স্তরে মহিলাদের জন্য আসন সংরক্ষণ
- পঞ্চায়েতি প্রতিষ্ঠানগুলিকে সম্পদপ্রদানের জন্য রাজ্যস্তরে অর্থকমিশন গঠন
- রাজ্য সরকার কর্তৃক কোনও পঞ্চায়েতি প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়ার পর পুননির্বাচন আয়োজনের সর্বাধিক সময়সীমা ( 6 মাস ) স্থিরকরণ
- দু'টির বেশী সন্তান থাকলে পঞ্চাউএতী রাজ প্রতিষ্ঠানের সদস্য হওয়া যাবে না
Answer : (D) দু'টির বেশী সন্তান থাকলে পঞ্চাউএতী রাজ প্রতিষ্ঠানের সদস্য হওয়া যাবে না
35) ভারতীয় সংবিধানের 21 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অষ্টম তফশিলে কোন্ ভাষাটিকে অনতর্ভুক্ত করা হয়েছে ?
- অহমিয়া
- সিন্ধি
- গুজরাটী
- কোঙ্কনি
Answer : (B) সিন্ধি
36) কত তম সংবিধান সংশোধনীতে ভারতের সার্বভৌমত্ব ও ঐক্যের স্বার্থে মৌলিক অধিকারের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয় ?
- 14
- 16
- 24
- 25
Answer : (B) 16
37) নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সংক্রান্ত সংশোধনী বিলের ক্ষেত্রে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বা বিধানসভাগুলির অনুমোদনের প্রয়োজন হয় না ?
- নতুন রাজ্য গঠন
- রাষ্ট্রপতির নির্বাচন
- আইন প্রণয়ন ক্ষমতার বিভাজন
- সংসদে অঙ্গরাজ্যগুলির প্রতিনিধিত্ব
Answer : (B) রাষ্ট্রপতির নির্বাচন
38) সংবিধানের কোন সংশোধনে পৌরসভাগুলিকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয় ?
- 72 তম
- 73 তম
- 74 তম
- 75 তম
Answer : (C) 74 তম
39) কোন্ সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাডমিমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল এর ধারণা ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
- 42 তম সংবিধান সংশোধনী
- 44 তম সংবিধান সংশোধনী
- 46 তম সংবিধান সংশোধনী
- 49 তম সংবিধান সংশোধনী
Answer : (A) 42 তম সংবিধান সংশোধনী
40) জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে সশস্ত্র বিদ্রোহ ' কে কারণ হিসেবে অনতর্ভুক্ত করা হয়েছে কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
- 42 তম
- 44 তম
- 38 তম
- 46 তম
Answer : (B) 44 তম
41) 11 তম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় ?
- 86 তম
- 42 তম
- 44 তম
- 74 তম
Answer : (A) 86 তম
42) রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক ব্যবস্থাটি পরিবর্তন করা যায়, যদি উক্ত সংশোধনী বিলটি পাশ হয়
- পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
- পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
- পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ ও অন্ততঃ অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হলে
- সুপ্রিম কোর্টের নির্দেশে
Answer : (C) পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ ও অন্ততঃ অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হলে
43) কোন্ সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার টার্ম পাঁচ বছর থেকে বাড়িয়ে ছ'বছর করা হয়েছিল
- 24 তম
- 42 তম
- 61 তম
- 44 তম
Answer : (B) 42 তম
44) কোন্ সংবিধান সংশোধনে বলা হয় যে, দুই বা ততোধিক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট থাকতে পারে ?
- সপ্তম সংশোধন
- অষ্টম সংশোধন
- প্রথম সংশোধন
- নবম সংশোধন
Answer : (A) সপ্তম সংশোধন
45) নিম্নলিখিত কোন্ সংবিধান সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারবিভাগীয় পুনর্বিবেচনা ' র ক্ষমতা হ্রাসের সংসদীয় প্রয়াস গৃহীত হয়েছিল ?
- 42 তম
- 24 তম
- 44 তম
- 88 তম
Answer : (A) 42 তম
46) কত তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছিল দুই বা ততোধিক রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট থাকতে পারে ?
- অষ্টম
- সপ্তম
- প্রথম
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) সপ্তম
47) ভারতীয় সংবিধানে কত প্রকারের সংবিধান সংশোধন পদ্ধতির উল্লেখ আছে ?
- এক
- দুই
- তিন
- চার
Answer : (C) তিন
48) ভারতীয় সংবিধানের 110 তম সংশোধনীটি নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটির সাছে সম্পর্কিত
- অঙ্গরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি
- সমবায় সংস্থা
- তফশিলভুক্ত জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণ
- মৌলিক অধিকার
Answer : (B) সমবায় সংস্থা
49) ভারতীয় সংবিধানের 74 তম সংশোধনী সম্পর্কিত কোন্ তথ্যটি সঠিক ?
- মিউনিসিপালিটির গঠন ও কার্যপ্রণালী
- মিউনিসিপালিটির কর্মীব্যবস্থা
- মিউনিসিপালিটির নির্বাচিত সদস্যদের সাথে আমলাদের সম্পর্ক
- উপরোক্ত সব ক'টি
Answer : (A) মিউনিসিপালিটির গঠন ও কার্যপ্রণালী
50) ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন্ দেশের সংবিধানকে অনুসরণ করে ?
- দঃ আফ্রিকা
- কানাডা
- সুইজারল্যান্ড
- গ্রেট ব্রিটেন
Answer : (A) দঃ আফ্রিকা
51) কত তম সংবিধান সংশোধনীকে ' মিনি রিভিশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ' বলা হয় ?
- 24
- 25
- 42
- 44
Answer : (C) 42
52) জাতীয় জরুরী অবস্থার কারণের মধ্যে সশস্ত্র বিদ্রোহ এই শব্দদ্বয় সংযুক্ত হয়েছে কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
- 42 তম
- 44 তম
- 38 তম
- 46 তম
Answer : (B) 44 তম
53) কততম সংবিধান সংশোধনী সংসদকে সংবিধানের যে কোনও অংশ সংশোধনের ক্ষমতা দেয় ?
- 24
- 39
- 42
- 44
Answer : (A) 24
54) ভারতীয় সংবিধানের কোনও অংশের সংশোধনের জন্য কোনও প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তাঁর কাছে প্রেরিত হওয়ার আগে অভশ্যই
- উত্থাপিত ও পাশ হতে হবে লোকসভায় এবং রাজ্যসভায়
- উত্থাপিত ও পাশ হতে হবে লোকসভায়
- উত্থাপিত ও পাশ হতে হবে রাজ্যভায়
- উত্থাপিত হতে হবে লোকসভায় ও রাজ্যসভায় এবং পাশ হতে হবে লোকসভায়
Answer : (A) উত্থাপিত ও পাশ হতে হবে লোকসভায় এবং রাজ্যসভায়
55) সংবিধানের 24 তম সংশোধনী সংসদকে সংবিধানের যে কোনও অংশ সংশধনের যে ক্ষমতা প্রদান করে তা বাধাপ্রাপ্ত হয় সুপ্রিমকোর্টের বিচারাধীন কোন্ মামলায় ?
- কেশবানন্দ ভারতী মামলা
- গলকনাথ মামলা
- মিনার্ভা মিল মামলা
- বেরুবাড়ি মামলা
Answer : (A) কেশবানন্দ ভারতী মামলা
56) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের অবসরগ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করা হয়েছে ?
- 15 তম সংবিধান সংশোধনী, 1963
- 16 তম সংবিধান সংশোধনী, 1963
- 42 তম সংবিধান সংশোধনী, 1976
- 44 তম সংশোধনী, 1978
Answer : (A) 15 তম সংবিধান সংশোধনী, 1963
57) সংবিধানের 86 তম সংশোধনের উদদেশ্য ছিল -
- তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ ব্যবস্থাকে পুনপ্রয়োগ করা
- সরকারি চাকরিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ
- কেন্দ্র ও রাজ্যের আইনসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ
- 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত বালক-বালিকাদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা
Answer : (D) 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত বালক-বালিকাদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা
58) দেশীয় রাজন্যবর্গের উপাধি এবং বিভিন্ন সুযোগ-সুবিধার অবসান ঘটানো হয় ক্য তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
- 24
- 26
- 42
- 44
Answer : (B) 26
59) 74 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দ্বাদশ তফশিলে মিউনিসিপালিটির কর্তব্য বা দায়িত্ব রূপে মোট ক’টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
- 11
- 16
- 18
- 20
Answer : (C) 18
60) ভারতীয় সংবিধনের বিশালতম সংশোধনীটি হল -
- 24 তম সংশোধনী
- 42 তম সংশোধনী
- 44 তম সংশোধনী
- 46 তম সংশোধনী
Answer : (B) 42 তম সংশোধনী
61) 92 তম সংবিধান সংশোধনীর সম্পর্কিত বিষয় ?
- সিডিউড্ ট্রাইবসদের জন্য পৃথক জাতীয় কমিশন গঠন
- সাইবার ক্রাইম
- অষ্টম তফশিলে বোরো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি ভাষার অন্তর্ভুক্তিকরণ
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) অষ্টম তফশিলে বোরো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি ভাষার অন্তর্ভুক্তিকরণ
62) 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিচার বিভাগীয় পুনর্বিবেচনার অধিকার যেটি হ্রাসপ্রাপ্ত হয়েছিল সেটি পুনরুদ্ধার করার প্রয়াস গৃহীত হয় কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে
- 43 তম সংবিধান সংশোধনী
- 45 তম সংবিধান সংশোধনী
- 46 তম সংবিধান সংশোধনী
- 48 তম সংবিধান সংশোধনী
Answer : (A) 43 তম সংবিধান সংশোধনী

0 Comments