রাজ্য আইনসভা বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

রাজ্য আইনসভা বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর
রাজ্য আইনসভা বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

রাজ্য আইনসভা

1) ভারতীয় সংবিধান অনুসারে কোনও রাজ্যের বিধান পরিষদের আসনসংখ্যা সংশ্লিষ্ট রাজ্যের বিধান সভার আসন সংখ্যার সর্বোচ্চ কত অংশ হতে পারে ?

  1. এক-তৃতীয়াংশ
  2. দুই-তৃতীয়াংশ
  3. অর্ধেক
  4. কোনওটিই নয়

Answer : (A) এক-তৃতীয়াংশ


2) বিধান পরিষদের নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারেন না ?

  1. পৌরসভা ও অন্যান্য স্বায়ত্ত্বশাসনমূলক প্রতিষ্ঠানগুলির সদস্যগণ
  2. 3 বছর পূর্বে যাঁরা স্নাতক হয়েছেন
  3. 3 বছরের অভিজ্ঞতাসম্পন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষকগণ
  4. 3 বছরের অভিজ্ঞতাসম্পন্ন ক্ষুদ্র শিল্পের মালিকগণ

Answer : (D) 3 বছরের অভিজ্ঞতাসম্পন্ন ক্ষুদ্র শিল্পের মালিকগণ


3) রাষ্ট্রপতির নির্বাচনে আইনসভার কোন্ কক্ষের কোনও ভূমিকা থাকে না ?

  1. লোকসভা
  2. রাজ্যসভা
  3. বিধানসভা
  4. বিধান পরিষদ

Answer : (D) বিধান পরিষদ


4) বিধান পরিষদের টার্ম -

  1. 4 বছর
  2. 5 বছর
  3. 6 বছর
  4. অসীম

Answer : (D) অসীম


5) রাষ্ট্রপতির নির্বাচনে নিম্নলিখিত আইনসভার কক্ষগুলির মধ্যে কোনটির কোনও ভূমিকা থাকে না ?

  1. লোকসভা
  2. রাজ্যসভা
  3. বিধানসভা
  4. বিধান পরিষদ

Answer : (D) বিধান পরিষদ


6) বিধান পরিষদের সভাপতি -

  1. রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন
  2. বিধান পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হন
  3. পদাধিকার বলে দায়িত্বপালন করেন
  4. বিধানসভার অধ্যক্ষের দ্বারা নিযুক্ত হন

Answer : (B) বিধান পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হন


7) রাজ্য আইনসভার সদস্যগণ অংশগ্রহণ করতে পারেন -

  1. রাস্ট্রপতি নির্বাচনে
  2. উপরাষ্ট্রপতি নির্বাচনে
  3. বিধান পরিষদের সদস্য নির্বাচনে
  4. a এবং c উভয়ই

Answer : (D) a এবং c উভয়ই


8) রাজ্য বিধানসভার সদস্যসংখ্যা হয় -

  1. 60 এবং 500 এর মধ্যে
  2. 100 এবং 300 এর মধ্যে
  3. 150 এবং 450 এর মধ্যে
  4. 100 এবং 400 এর মধ্যে

Answer : (A) 60 এবং 500 এর মধ্যে


9) রাজ্য বিধানসভার সদস্যগণ -

  1. রাজ্যপাল কর্তৃক মনোনীত হন
  2. জনগণ দ্বারা নির্বাচিত হন
  3. স্থানীয় স্বশাসিত সংস্থা দ্বারা নির্বাচিত হন
  4. পরোক্ষভাবে নির্বাচিত হন

Answer : (B) জনগণ দ্বারা নির্বাচিত হন


10) রাজ্য বিধানসভার সদস্যগণ নির্বাচিত হন -

  1. 4 বছরের জন্য
  2. 6 বছরের জন্য
  3. 5 বছরের জন্য
  4. দু'বছরের জন্য

Answer : (C) 5 বছরের জন্য


11) নিম্নলিখিত কোন্ সাংবিধানিক সংস্থার কাজ মূলত পরামর্শদান প্রকৃতির ?

  1. বিধান পরিষদ
  2. লোকসভা
  3. রাজসভা
  4. বিধানসভা

Answer : (A) বিধান পরিষদ


12) নিম্নলিখিত রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে বিধানসভা 30 জন সদস্য নিয়ে গঠিত ?

  1. পন্ডিচেরি
  2. মিজোরাম
  3. গোয়া
  4. উপরোক্ত সব ক'টি

Answer : (D) উপরোক্ত সব ক'টি


13) বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক ?

  1. বিধানসভার স্পিকার
  2. মুখ্যমন্ত্রী
  3. রাজ্যের অর্থমন্ত্রী
  4. রাজ্যপাল

Answer : (D) রাজ্যপাল


14) রাজ্য আইনসভার সদস্যগণ জনস্বার্থে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে -

  1. অনাস্থা প্রস্তাবের মাধ্যমে
  2. নিন্দা প্রস্তাবের মাধ্যমে
  3. ছাঁটাই প্রস্তাবের মাধ্যমে
  4. মুলতুবি প্রস্তাবের মাধ্যমে

Answer : (D) মুলতুবি প্রস্তাবের মাধ্যমে


15) 2005 সালে সংসদ কোন্ রাজ্যে বিধান পরিষদ স্থাপনের জন্য বিল অনুমোদন করেছে ?

  1. অন্ধ্রপ্রদেশ
  2. তামিলনাড়ু
  3. বিহার
  4. উপরোক্ত সবগুলি রাজ্যেই

Answer : (A) অন্ধ্রপ্রদেশ


16) বিধান পরিষদের সদস্যসংখ্যা হবে বিধানসভার সদস্যসংখ্যার -

  1. অর্ধেক
  2. এক-তৃতীয়াংশ
  3. এক-চতুর্থাংশ
  4. এক-পঞ্চমাংশ

Answer : (B) এক-তৃতীয়াংশ


17) কোন্ রাজ্যের বিধান পরিষদের সর্বনিম্ন সদস্যসংখ্যা কত হতে পারে ?

  1. 30 জন
  2. 35 জন
  3. 40 জন
  4. 50 জন

Answer : (C) 40 জন


18) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্টকে রাজ্য আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয়েছে ?

  1. 169 (1) নং ধারা
  2. 370 নং ধারা
  3. 163 নং ধারা
  4. 65 (1) নং ধারা

Answer : (A) 169 (1) নং ধারা


19) তফশিলভুক্ত জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আছে

  1. বিধানসভায় .
  2. বিধান পরিষদে
  3. বিধান সভা ও বিধান পরিষদে
  4. বিধান সভা ও বিধান পরিষদ কোনওটিতেই নয়

Answer : (A) বিধানসভায় .


20) রাজ্যের মন্ত্রীপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বব্ধ থাকে ?

  1. বিধানসভা
  2. বিধান পরিষদ
  3. রাজ্যপাল
  4. বিধানসভার স্পিকার

Answer : (A) বিধানসভা


21) নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটিতে বিধানসভার সুপারিশে বিধান পরিষদের অবলুপ্তি ঘটানো হয়েছে ?

  1. তামিলনাডু
  2. বিহার
  3. অন্ধ্রপ্রদেশ
  4. a এবং b উভয়ই

Answer : (D) a এবং b উভয়ই


22) বিধানসভায় নির্বাচিত বিধায়কদের সংখ্যা সর্বাধিক কত হতে পারে ?

  1. 250
  2. 300
  3. 450
  4. 500

Answer : (D) 500


23) কোনও রাজ্যের বিধান পরিষদের বিলোপ ঘটানো যায় -

  1. রাজ্যপালের সুপারিশে
  2. রাজ্য বিধানসভার সুপারিশে
  3. রাষ্ট্রপতির সুপারিশে
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (B) রাজ্য বিধানসভার সুপারিশে


24) একটি রাজ্যের রাজ্যপাল

  1. বিধান পরিষদের এক-তৃতীয়াংশ সদস্যকে মনোনীত করেন
  2. বিধান পরিষদের এক-ষষ্ঠাংশ সদস্যকে মনোনীত করেন
  3. বিধান সভার এক-তৃতীয়াংশ সদস্যকে মনোনীত করেন
  4. বিধান পরিষদের এক-ষষ্ঠাংশ সদস্যকে মনোনীত করেন

Answer : (D) বিধান পরিষদের এক-ষষ্ঠাংশ সদস্যকে মনোনীত করেন


25) রাজ্যে অর্থবিল উত্থাপন করা যায় -

  1. রাজ্য আইনসভার যে কোনও কক্ষে
  2. কেবলমাত্র বিধানসভায়
  3. কেবলমাত্র বিধান পরিষদে
  4. রাজ্য আইনসভার উভয় কক্ষের যৌথ অধিবেশনে

Answer : (B) কেবলমাত্র বিধানসভায়


26) কোন্ সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল ?

  1. 1965
  2. 1967
  3. 1969
  4. 1971

Answer : (C) 1969




You May Read Also :

Post a Comment

0 Comments