স্পিকার বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

স্পিকার বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর
Speaker MCQs

স্পিকার

1) লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন

  1. জি. এস. ধিলোন
  2. হুকুম সিং
  3. এ. আইয়াঙ্গার
  4. গণেশ বাসুদেও মাভালঙ্কার

Answer : (D) গণেশ বাসুদেও মাভালঙ্কার


2) লোকসভার স্পিকার

  1. দুই বিরোধী পক্ষের ভোট সমান-সমান হলে ভোট দেন
  2. লোকসভায় অন্য যেকোনও সদস্যের মতো ভোট দেন
  3. কোনও ভোট দিতে পারেন না
  4. দু'টি ভোট দিতে পারেন - একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভোট সমান সমান হলে

Answer : (A) দুই বিরোধী পক্ষের ভোট সমান-সমান হলে ভোট দেন


3) লোকসভায় সভাপতিত্ব করেন

  1. রাষ্ট্রপতি
  2. উপরাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. লোকসভার স্পিকার

Answer : (D) লোকসভার স্পিকার


4) লোকসভার স্পিকার মান-মর্যাদায় নিম্নলিখিত কোন্ পদাধিকারীর সমতুল্য

  1. কেন্দ্রীয় মন্ত্রী
  2. রাজ্যের মন্ত্রী
  3. হাই কোর্টের প্রধান বিচারপতি
  4. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Answer : (D) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি


5) কোনও বিল অর্থবিল কিনা তা কে ঠিক করেন ?

  1. রাষ্ট্রপতি
  2. লোকসভার অধ্যক্ষ
  3. উপ-রাষ্ট্রপতি
  4. অর্থমন্ত্রী

Answer : (B) লোকসভার অধ্যক্ষ


6) সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন

  1. রাষ্ট্রপতি
  2. উপরাষ্ট্রপতি
  3. লোকসভার সেক্রেটারি জেনারেল
  4. লোকসভার স্পিকার

Answer : (D) লোকসভার স্পিকার


7) লোকসভার স্পিকার

  1. রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন
  2. প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন .
  3. সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনে উভয় কক্ষের সাংসদদের দ্বারা নির্বাচিত হন
  4. লোকসভার সাংসদদের দ্বারা নির্বাচিত হন

Answer : (D) লোকসভার সাংসদদের দ্বারা নির্বাচিত হন


8) নিম্নলিখিত কোন ক্ষেত্রে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়েই পদত্যাগ করতে বাধ্য হন

  1. যখন রাষ্ট্রপতি এই মর্মে তার ইচ্ছা প্রকাশ করেন
  2. যদি তাঁরা কোনও কারণে লোকসভার সাস্যপদ হারান
  3. লোকসভা ভেঙে দেওয়া হলে
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (B) যদি তাঁরা কোনও কারণে লোকসভার সাস্যপদ হারান


9) লোকসভার স্পিকার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে, কার কাছে তাঁকে নিজের পদত্যাগপত্র প্রেরণ করতে হবে ?

  1. প্রধানমন্ত্রী
  2. লোকসভার সেক্রেটারি জেনারেল
  3. উপরাষ্ট্রপতি
  4. লোকসভার ডেপুটি স্পিকার

Answer : (D) লোকসভার ডেপুটি স্পিকার


10) দলত্যাগ বিরোধী আইনের দৃষ্টিকোণ থেকে লোকসভার কোনও সাংসদের সদস্যপদ থাকবে না বাতিল হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে

  1. লোকসভার স্পিকারের
  2. মুখ্য নির্বাচন কমিশনের
  3. সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির
  4. রাষ্ট্রপতির

Answer : (A) লোকসভার স্পিকারের


11) লোকসভার অধ্যক্ষ পদাধিকার বলে কোন্ কমিটির চেয়ারম্যান ?

  1. পাবলিক আন্ডারটেকিং কমিটি
  2. এস্টিমেটস্ কমিটি
  3. রুলস্ কমিটি
  4. উপরোক্ত সব ক'টি

Answer : (D) উপরোক্ত সব ক'টি


12) লোকসভার স্পিকার তাঁর কাস্টিং ভোট দিতে পারেন কেবলমাত্র

  1. ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশের সময়
  2. জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণায় লোকসভার অনুমোদনের স্বপক্ষে প্রস্তাব পাশের সময়
  3. সংবিধান সংশোধনের বিষয়ে লোকসভায় ভোটাভুটির সময়
  4. ভোটাভুটির সময় টাই ( প্রস্তাবের স্বপক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক সাংসদের সমর্থন ) হলে

Answer : (D) ভোটাভুটির সময় টাই ( প্রস্তাবের স্বপক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক সাংসদের সমর্থন ) হলে




You May Read Also :

Post a Comment

0 Comments