স্পিকার
1) লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন
- জি. এস. ধিলোন
- হুকুম সিং
- এ. আইয়াঙ্গার
- গণেশ বাসুদেও মাভালঙ্কার
Answer : (D) গণেশ বাসুদেও মাভালঙ্কার
2) লোকসভার স্পিকার
- দুই বিরোধী পক্ষের ভোট সমান-সমান হলে ভোট দেন
- লোকসভায় অন্য যেকোনও সদস্যের মতো ভোট দেন
- কোনও ভোট দিতে পারেন না
- দু'টি ভোট দিতে পারেন - একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভোট সমান সমান হলে
Answer : (A) দুই বিরোধী পক্ষের ভোট সমান-সমান হলে ভোট দেন
3) লোকসভায় সভাপতিত্ব করেন
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- লোকসভার স্পিকার
Answer : (D) লোকসভার স্পিকার
4) লোকসভার স্পিকার মান-মর্যাদায় নিম্নলিখিত কোন্ পদাধিকারীর সমতুল্য
- কেন্দ্রীয় মন্ত্রী
- রাজ্যের মন্ত্রী
- হাই কোর্টের প্রধান বিচারপতি
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Answer : (D) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
5) কোনও বিল অর্থবিল কিনা তা কে ঠিক করেন ?
- রাষ্ট্রপতি
- লোকসভার অধ্যক্ষ
- উপ-রাষ্ট্রপতি
- অর্থমন্ত্রী
Answer : (B) লোকসভার অধ্যক্ষ
6) সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- লোকসভার সেক্রেটারি জেনারেল
- লোকসভার স্পিকার
Answer : (D) লোকসভার স্পিকার
7) লোকসভার স্পিকার
- রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন
- প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন .
- সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনে উভয় কক্ষের সাংসদদের দ্বারা নির্বাচিত হন
- লোকসভার সাংসদদের দ্বারা নির্বাচিত হন
Answer : (D) লোকসভার সাংসদদের দ্বারা নির্বাচিত হন
8) নিম্নলিখিত কোন ক্ষেত্রে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়েই পদত্যাগ করতে বাধ্য হন
- যখন রাষ্ট্রপতি এই মর্মে তার ইচ্ছা প্রকাশ করেন
- যদি তাঁরা কোনও কারণে লোকসভার সাস্যপদ হারান
- লোকসভা ভেঙে দেওয়া হলে
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) যদি তাঁরা কোনও কারণে লোকসভার সাস্যপদ হারান
9) লোকসভার স্পিকার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে, কার কাছে তাঁকে নিজের পদত্যাগপত্র প্রেরণ করতে হবে ?
- প্রধানমন্ত্রী
- লোকসভার সেক্রেটারি জেনারেল
- উপরাষ্ট্রপতি
- লোকসভার ডেপুটি স্পিকার
Answer : (D) লোকসভার ডেপুটি স্পিকার
10) দলত্যাগ বিরোধী আইনের দৃষ্টিকোণ থেকে লোকসভার কোনও সাংসদের সদস্যপদ থাকবে না বাতিল হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে
- লোকসভার স্পিকারের
- মুখ্য নির্বাচন কমিশনের
- সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির
- রাষ্ট্রপতির
Answer : (A) লোকসভার স্পিকারের
11) লোকসভার অধ্যক্ষ পদাধিকার বলে কোন্ কমিটির চেয়ারম্যান ?
- পাবলিক আন্ডারটেকিং কমিটি
- এস্টিমেটস্ কমিটি
- রুলস্ কমিটি
- উপরোক্ত সব ক'টি
Answer : (D) উপরোক্ত সব ক'টি
12) লোকসভার স্পিকার তাঁর কাস্টিং ভোট দিতে পারেন কেবলমাত্র
- ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশের সময়
- জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণায় লোকসভার অনুমোদনের স্বপক্ষে প্রস্তাব পাশের সময়
- সংবিধান সংশোধনের বিষয়ে লোকসভায় ভোটাভুটির সময়
- ভোটাভুটির সময় টাই ( প্রস্তাবের স্বপক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক সাংসদের সমর্থন ) হলে
Answer : (D) ভোটাভুটির সময় টাই ( প্রস্তাবের স্বপক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক সাংসদের সমর্থন ) হলে

0 Comments