আইনসভা বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

আইনসভা বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর
আইনসভা বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

আইনসভা

1) রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন করতে পারবে যদি তার প্রয়োজন হয়

  1. জাতীয় স্বার্থে
  2. সংশ্লিষ্ট রাজ্যের সুবিধার্থে
  3. শিক্ষা ও সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে
  4. সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে

Answer : (A) জাতীয় স্বার্থে


2) নিম্ন লিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি বায় নিয়মমাফিক হয়েছে কিনা তা দেখে ?

  1. পাবলিক অ্যাকাউন্টস কমিটি
  2. পাবলিক আন্ডারটেকিং
  3. সংক্রান্ত কমিটি
  4. উপরোক্ত সবগুলিই

Answer : (A) পাবলিক অ্যাকাউন্টস কমিটি


3) লোকসভার স্পিকার

  1. দুই বিরোধী পক্ষের ভোট সমান-সমান হলে ভোট দেন
  2. লোকসভায় অন্য যেকোনও সদস্যের মতো ভোট দেন
  3. কোনও ভোট দিতে পারেন না
  4. দু'টি ভোট দিতে পারেন - একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভোট সমান সমান হলে

Answer : (A) দুই বিরোধী পক্ষের ভোট সমান-সমান হলে ভোট দেন


4) কোন্ মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মে রায়দান করে যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না?

  1. কেশবানন্দ ভারতী মামলা
  2. গোলকচাঁদ মামলা
  3. এ কে গোপালান বনাম মাদ্রাজ রাজ্য মামলা
  4. মিনার্ভা অয়েল মিল

Answer : (D) মিনার্ভা অয়েল মিল


5) লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হয় ?

  1. 5
  2. 10
  3. 15
  4. 20

Answer : (B) 10


6) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সংসদের উভয়কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় ?

  1. 73
  2. 112
  3. 360
  4. 370

Answer : (B) 112


7) নিম্নলিখিত কোন্ কোনটি নিয়ে গঠিত ভারতের সংসদ

  1. রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসবা
  2. লোকসবা ও রাজ্যসভা
  3. লোকসভা, স্পিকার ও প্রধানমন্ত্রী
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (A) রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসবা


8) সর্বাধিক কত সময়ের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে ?

  1. এক বছর
  2. দু'বছর
  3. তিন বছর
  4. ছ'মাস

Answer : (D) ছ'মাস


9) ভারতের সংবিধান " Residuary Power " ন্যস্ত করেছে

  1. রাজ্যসভার ওপর
  2. কেন্দ্রীয় আইনসভার ওপর
  3. রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার ওপর যুগ্মভাবে
  4. উপরোক্ত কোনটির উপরেই নয়

Answer : (B) কেন্দ্রীয় আইনসভার ওপর


10) পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ঐ কক্ষের সদস্য নয় ?

  1. লোকসভা
  2. রাজ্যসভা
  3. বিধানসভা
  4. বিধান পরিষদ

Answer : (B) রাজ্যসভা


11) অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে ?

  1. পার্লামেন্টের যে কোন্ কক্ষে
  2. কেবলমাত্র লোকসভায়
  3. কেবলমাত্র রাজ্যসভায়
  4. কেবলমাত্র পার্লামেন্টের যৌথসভায়

Answer : (B) কেবলমাত্র লোকসভায়


12) নিম্নোক্ত কোন্ আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোন কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন ?

  1. উপরাষ্টরপতি
  2. সলিসটর গেনারেল
  3. অ্যার্টনী জেনারেল
  4. সুপ্রীম কোর্টের প্রধান

Answer : (C) অ্যার্টনী জেনারেল


13) লোকসভায় জনপ্রতিনিধি রূপে নির্বাচিত হতে গেলে একজন ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স অবশ্যই হবে

  1. 18 বছর
  2. 20 বছর
  3. 21 বছর
  4. 25 বছর

Answer : (D) 25 বছর


14) ভারতের লোকসভার সদস্যসংখ্যা

  1. 325 জন
  2. 425 জন
  3. 544 জন
  4. উপরক্ত কোনটিই নয়

Answer : (D) উপরক্ত কোনটিই নয়


15) লোকসভা ভেঙ্গে দিতে পারেন

  1. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
  2. প্রধানমন্ত্রী
  3. প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি
  4. প্রধানমন্ত্রীর সুপারিশে লোকসভার স্পিকার

Answer : (C) প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি


16) লোকসভার স্পিকার মান-মর্যাদায় নিম্নলিখিত কোন পদাধিকারীর সমতুল্য

  1. কেন্দ্রীয় মন্ত্রী
  2. রাজ্যের মন্ত্রী
  3. হাই কোর্টের প্রধান বিচারপতি
  4. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Answer : (D) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি


17) লোকসভায় সভাপতিত্ব করেন

  1. রাষ্ট্রপতি
  2. উপরাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. লোকসভার স্পিকার

Answer : (D) লোকসভার স্পিকার


18) নিম্নলিখিত কোন বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্গত ?

  1. শিক্ষা
  2. অরণ্য
  3. কৃষি
  4. পুলিস প্রশাসন

Answer : (A) শিক্ষা


19) নিম্নলিখিত আইনসভাগুলোর মধ্যে কোনটিতে ঐ সভার সদস্য নন এমন কেউ সভাটির প্রিসাইডিং অফিসার হতে পারেন

  1. রাজ্যসভা
  2. লোকসভা
  3. বিধানসভা
  4. বিধান পরিষদ

Answer : (A) রাজ্যসভা


20) রাজ্যসভার সদস্যদের টার্ম বা কার্যকালের মেয়াদ

  1. 5 বছর
  2. 2 বছর
  3. ছ'বছর
  4. চার বছর

Answer : (C) ছ'বছর


21) লোকসভার অধ্যক্ষ

  1. জনগণের দ্বারা নির্বাচিত
  2. রাষ্ট্রপতির দ্বরা মনোনীত
  3. প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত
  4. লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত

Answer : (D) লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত


22) বিশেষক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন্ সম্প্রদায়ের দু'জন প্রতিনিধিকে লোকসভার সাংসদ রূপে মনোনীত করতে পারেন ?

  1. অ্যাংলো-ইন্ডিয়ান
  2. বৌদ্ধ
  3. ভারতীয় খ্রীষ্টান
  4. পার্সি

Answer : (A) অ্যাংলো-ইন্ডিয়ান


23) রাজ্যসভায় সভাপতিত্ব করেন

  1. রাষ্ট্রপতি
  2. উপরাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Answer : (B) উপরাষ্ট্রপতি


24) রাজ্যসভার মোট সদস্য সংখ্যা

  1. 25 জন
  2. 100 জন
  3. 250 জন
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (C) 250 জন


25) আমাদের সংসদীয় শাসনব্যবস্থার ভিত্তি কি ?

  1. পুরুষদের ভোটাধিকার
  2. আনুপাতিক প্রতিনিধিত্ব
  3. পুরুষ স্ত্রীলোক ও শিশুদের ভোটাধিকার
  4. সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার

Answer : (D) সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার


26) কোনও বিল অর্থবিল কিনা তা কে ঠিক করেন ?

  1. রাষ্ট্রপতি
  2. লোকসভার অধ্যক্ষ
  3. উপ-রাষ্ট্রপতি
  4. অর্থমন্ত্রী

Answer : (B) লোকসভার অধ্যক্ষ


27) পুরো টার্ম শেষ হওয়ার আগে, রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমন ভাবে পদচ্যূত করা যায় ?

  1. প্রধানমন্ত্রীর দ্বারা
  2. উপ-রাষ্ট্রপতির দ্বারা
  3. প্রধান বিচারপতির দ্বারা
  4. সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিসংশা

Answer : (D) সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিসংশা


28) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংসদকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়নের অধিকার প্রদত্ত হয়েছে ?

  1. 248
  2. 249
  3. 250
  4. 251

Answer : (B) 249


29) রাজ্যসভা মন্ত্রীপরিষদকে

  1. নিয়ন্ত্রণ করে
  2. অনুমোদন করে
  3. শুধু আলোচনা করে
  4. নিয়ন্ত্রণ করে না

Answer : (A) নিয়ন্ত্রণ করে


30) নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্ট এর প্রকৃত সংজ্ঞা ?

  1. যে পার্লামেন্টে কোন রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই
  2. প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিন্তু পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া হয় নি
  3. পার্লামেন্টের কাজের জন্য প্রয়োজনীয় কোরাম (quorum এর আভাব )
  4. অকেজো পালরামেন্ট

Answer : (A) যে পার্লামেন্টে কোন রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই


31) মন্ত্রীসভা কার কাছে যৌথ ভাবে দায়বদ্ধ থাকে ?

  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. লোকসভা
  4. রাজ্যসভা

Answer : (C) লোকসভা


32) ভারতের সংসদের অংশগুলি হল

  1. লোকসভা ও রাজ্যসভা
  2. রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা
  3. রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা ও প্রধান নির্বাচন কমিশনার
  4. লোকসভা, রাজ্যসভা ও সুপ্রিম কোর্টেড প্রধান বিচারপতি

Answer : (B) রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা


33) কে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশন আহ্বান করেন ?

  1. লোকসভার স্পিকার
  2. রাজ্যসভার চেয়ারম্যান
  3. রাষ্ট্রপতি
  4. অ্যাটর্নি জেনারেল

Answer : (C) রাষ্ট্রপতি


34) ভারতের কোন্ রাজ্যের থেকে সর্বাধিক সংখ্যক সাংসদ আছেন লোকসভায় ?

  1. মধ্যপ্রদেশ
  2. রাজস্থান
  3. বিহার
  4. উত্তর প্রদেশ

Answer : (D) উত্তর প্রদেশ


35) সংসদীয় শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল -

  1. শাসনব্যবস্থায় সংসদের নিয়ন্ত্রণ
  2. মন্ত্রীপরিষদের আইনসভার কাছে দায়িত্বশীলতা
  3. আইনবিভাগ ও শাসনবিভাগের মধ্যে সংযোগ ও সহযোগিতা
  4. উপরোক্ত সব ক'টি

Answer : (D) উপরোক্ত সব ক'টি


36) প্রাপ্তবয়স্কদের সার্বজনিক ভোটাধিকার নীতি রাষ্ট্রের উন্নয়নের পরিপন্থী হতে পারে যদি

  1. যদি নির্বাচকরা তাদের ভোট দেয় যারা তাদের অর্থ উৎকোচ রূপে দেবে
  2. যদি নির্বাচকরা যোগ্যতর প্রার্থীকে ভোট না দিয়ে নিজেদের জাত অথবা ধর্মের প্রার্থীকে ভোট দেন
  3. যদি নির্বাচকরা ক'টি শাসক নির্বাচনের জন্য যে চিন্তা ভাবনা করা দরকার সেটা না করে ভোট দেন
  4. উপরোক্ত সব

Answer : (D) উপরোক্ত সব


37) বর্তমান লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা

  1. 540
  2. 545
  3. 550
  4. 555

Answer : (C) 550


38) নিম্নলিখিত কোন্ ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে থাকে ?

  1. রাষ্ট্রপতিকে পদচ্যুত করা
  2. মুখ্য নির্বাচনী কমিশনারকে পদচ্যুত করা
  3. সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করা
  4. উপরোক্ত সব ক'টি

Answer : (D) উপরোক্ত সব ক'টি


39) সংসদীয় পরিভাষায় ক্লোজার' এর অর্থ হল -

  1. সংসদের অধিবেশনের সমাপ্তি
  2. দিনের মতো সভার কাজ শেষ
  3. কোনও প্রস্তাবের বিতর্কের অবসান
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (C) কোনও প্রস্তাবের বিতর্কের অবসান


40) কে প্রথম ভারতীয় লোকসভায় বিরোধী দলনেতার মর্যাদালাভ করেন ?

  1. এ. কে. গোপালন
  2. ওয়াই. বি. চহ্বন
  3. শ্যামাপ্রসাদ মুখার্জী
  4. ইন্দিরা গান্ধী

Answer : (B) ওয়াই. বি. চহ্বন


41) সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে উত্থাপিত কোনও বিল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয় -

  1. সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
  2. দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
  3. উভয় কক্ষের পৃথক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
  4. উপরোক্ত কোনটিই সঠিক নয়।

Answer : (A) সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে


42) রাজ্যসভার সর্বাধিক সাংসদ-সংখ্যা কত ?

  1. 250
  2. 225
  3. 330
  4. 350

Answer : (A) 250


43) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল ?

  1. 42 তম
  2. 43 তম
  3. 44 তম
  4. 45 তম

Answer : (A) 42 তম


44) নিম্নলিখিত টার্মগুলির মধ্যে কোনটি লোকসভার কার্যকালের সমাপ্তিকে নির্দেশ করে ?

  1. Session
  2. prorogation
  3. adjournment
  4. dissolution

Answer : (D) dissolution


45) নিম্নলিখিত কোন্ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভার পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে বিলটিতে স্বাক্ষরদানে বাধ্য থাকেন

  1. যে কোনও বিল
  2. অর্থবিল বা মানিবিল
  3. নমানিবিল
  4. সংবিধান সংশোধন সংক্রান্ত বিল

Answer : (B) অর্থবিল বা মানিবিল


46) যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি মহিলা রিজার্ভেশন বিল উত্থাপনের সুপারিশ করেছিল তার নেতৃত্বে ছিলেন

  1. মীরা কুমার
  2. সুষমা স্বরাজ
  3. জয়ন্তী নটরাজন
  4. বৃন্দা কারাট

Answer : (C) জয়ন্তী নটরাজন


47) জিরো আওয়ার সম্পর্কিত নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক

  1. রুলস্ প্রসিডিওরে জিরো আওয়ারের কোনও উল্লেখ নেই
  2. সাধারণত জিরো আওয়ার শুরু হয় দুপুর 12 টার সময়
  3. জিরো আওয়ারে কোনও প্রশ্ন উত্থাপনের জন্য পূর্বানুমতির প্রয়োজন নেই
  4. সাধারণত জিরো আওয়ারে মন্ত্রীপরিষদের কোনও সদস্যের বিরুদ্ধে কোনও প্রশ্ন উত্থাপিত হয় না

Answer : (D) সাধারণত জিরো আওয়ারে মন্ত্রীপরিষদের কোনও সদস্যের বিরুদ্ধে কোনও প্রশ্ন উত্থাপিত হয় না


48) কোন্ ধারাবলে রাজ্যসভা অল ইন্ডিয়া সার্ভিসেস গঠন করতে পারে ?

  1. 330 নং ধারা
  2. 312 নং ধারা
  3. 335 নং ধারা
  4. 290 নং ধারা

Answer : (B) 312 নং ধারা


49) যখন রাজ্যসভার চেয়ারম্যান দেশের রাষ্ট্রপতির কার্যনির্বাহ করেন, তখন রাজ্যসভার চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন

  1. তিনি নিজেই
  2. নতুন নির্বাচিত বা নিযুক্ত কার্যনির্বাহী চেয়ারম্যান
  3. রাজ্যসভার বয়ঃজ্যেষ্ঠতম সাংসদ
  4. ডেপুটি চেয়ারম্যান

Answer : (D) ডেপুটি চেয়ারম্যান


50) সভায় কোনও বিষয় বা প্রস্তাবের ওপর বিতর্ক সমাপ্তির উদ্দেশ্যে যে পদক্ষেপ গৃহীত হয়, রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় তাকে বলে

  1. সেশন
  2. ক্লোজার
  3. রিসোলিউশন
  4. ডি জিওর

Answer : (B) ক্লোজার


51) রাষ্ট্রপতির জারি করা ‘ জরুরি অবস্থা 'র ঘোষণাকে কত দিনের মধ্যে সংসদের উভয়কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয় ?

  1. এক মাস
  2. দু'মাস
  3. ছ'মাস
  4. জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে একমাস এবং বাকি দু'টি জরুরি অবস্থার ক্ষেত্রে দু'মাস

Answer : (D) জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে একমাস এবং বাকি দু'টি জরুরি অবস্থার ক্ষেত্রে দু'মাস


52) আইনসভার দু'টি কক্ষ থেকে পাশ হওয়ার পর যখন কোনও বিল রাষ্ট্রপতির কাছে আসে তখন তিনি

  1. বিলটিকে পুনর্বিবেচনার জন্য আইনসভায় পুনপ্রেরণ করতে পারেন
  2. বিলটিতে স্বাক্ষরদানে অস্বীকার করতে পারেন
  3. বিলটির বিষয়ে লোকসভার স্পিকারের সাথে আলোচনা করতে পারেন
  4. বিলটি সংশোধন করতে পারেন

Answer : (A) বিলটিকে পুনর্বিবেচনার জন্য আইনসভায় পুনপ্রেরণ করতে পারেন


53) লোকসভা যখন ভেঙে দেওয়া হয়, তখন নিম্নলিখিত বিল গুলির মধ্যে কোনটি বাতিল বলে গণ্য হয় ?

  1. যে কোনও বিল যা লোকসভায় বিবেচনাধীন (পেন্ডিং) আছে
  2. যে কোনও বিল যা লোকসভায় পাশ হয়ে গেছে কিন্তু রাজ্যসভার বিবেচনাধীন আছে
  3. যে কোনও বিল যা রাজ্যসভায় পাশ হয়ে গেছে কিন্তু লোকসভার বিবেচনাধীন আছে
  4. যে কোনও বিল যা রাজ্যসভায় পেন্ডিং আছে কিন্তু লোকসভায় পাশ হয় নি

Answer : (D) যে কোনও বিল যা রাজ্যসভায় পেন্ডিং আছে কিন্তু লোকসভায় পাশ হয় নি


54) পার্লামেন্টে যখন বাজেট পেশ হয় তখন

  1. সংসদ কর বাড়াতে পারে কিন্তু তা হ্রাস করতে বা রদ করতে পারে না
  2. সংসদ কর হ্রাস করতে বা রদ করতে পারে কিন্তু বাড়াতে পারে না
  3. সংসদ কর হ্রাস করতে, বৃদ্ধি করতে বা রদ করতে পারে না
  4. সংসদ কর বাড়াতে, হ্রাস করতে অথবা রদ করতে পারে

Answer : (B) সংসদ কর হ্রাস করতে বা রদ করতে পারে কিন্তু বাড়াতে পারে না


55) ভারতের রাষ্ট্রপতি কোন্ ধারাবলে লোকসভা ভেঙে দিতে পারেন ?

  1. 85(2) নং ধারা
  2. 110 (2) নং ধারা
  3. 92(2) নং ধারা
  4. 12 (1) নং ধারা

Answer : (A) 85(2) নং ধারা


56) ভারতের উপরাষ্ট্রপতি

  1. জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
  2. যে ইলেক্টোরাল কলেজের সদস্যরা রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন তাঁদের দ্বারা নির্বাচিত হন
  3. কেবলমাত্র রাজ্যসভার সাংসদদের দ্বারা নির্বাচিত হন
  4. সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সাংসদদের দ্বারা নির্বাচিত হন

Answer : (D) সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সাংসদদের দ্বারা নির্বাচিত হন


57) জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি এই মর্মে সিদ্ধান্তগ্রহণ করে

  1. লোকসভা
  2. রাজ্যসভা
  3. স্পীকার
  4. ক্যাবিনেট

Answer : (B) রাজ্যসভা


58) লোকসভার সদস্যগণ

  1. প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন
  2. রাজ্য আইনসভাগুলির দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন
  3. কিছু সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন এবং বাকিরা রাষ্ট্রপতি কতৃক মনোনীত হন
  4. কিছু সদস্য প্রত্যক্ষভাবে এবং বাকিরা পরোক্ষভাবে নির্বাচিত হন

Answer : (A) প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন


59) লোকসভার কত গুলি আসন কেন্দ্র-শাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ ?

  1. 20
  2. 25
  3. 30
  4. 35

Answer : (A) 20


60) ভারতের কোন্ রাজ্যের জন্য কতগুলি লোকসভার আসন বরাদ্দ হবে সেটি নিম্নলিখিত কোন্ বিষয়ের ভিত্তিতে নির্ধারিত হয় ?

  1. রাজ্যের আয়তন
  2. রাজ্যের জনসংখ্যা
  3. রাজ্যের জনঘনত্ব
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (B) রাজ্যের জনসংখ্যা


61) কোন্ ধারাবলে সংসদ জাতীয় প্রয়োজনে বা স্বার্থে রাজ্যতালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে ?

  1. 242 নং ধারা
  2. 249 নং ধারা
  3. 245 নং ধারা
  4. 358 নং ধারা

Answer : (B) 249 নং ধারা


62) টার্ম শেষ হওয়ার আগে, রাজ্যসভা ভেঙে দিতে পারেন

  1. রাষ্ট্রপতি
  2. উপরাষ্ট্রপতি
  3. ক্যাবিনেটের সুপারিশে রাষ্ট্রপতি
  4. উপরোক্ত কোনটিই সঠিক নয়

Answer : (D) উপরোক্ত কোনটিই সঠিক নয়


63) ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রীয় আইনসভার মনোনীত সদস্যদের সর্বাধিক সংখ্যা কত হতে পারে?

  1. 10
  2. 12
  3. 14
  4. 20

Answer : (C) 14


64) দলত্যাগ বিরোধী আইনের দৃষ্টিকোণ থেকে লোকসভার কোনও সাংসদের সদস্যপদ থাকবে না বাতিল হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে

  1. লোকসভার স্পিকারের
  2. মুখ্য নির্বাচন কমিশনের
  3. সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির
  4. রাষ্ট্রপতির

Answer : (A) লোকসভার স্পিকারের


65) কোন্ সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার টার্ম পাঁচ বছর থেকে বাড়িয়ে ছ'বছর করা হয়েছিল ?

  1. 24 তম
  2. 42 তম
  3. 61 তম
  4. 44 তম

Answer : (B) 42 তম


66) লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়ানো যায়

  1. রাষ্ট্রপতির দ্বারা, তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে
  2. নির্বাচন কমিশনের সুপারিশক্রমে রাষ্ট্রপতির দ্বারা
  3. রাষ্ট্রপতির দ্বারা, জরুরি অবস্থার সময়
  4. রাষ্ট্রপতির দ্বারা, জাতীয় জরুরি অবস্থার সময়

Answer : (D) রাষ্ট্রপতির দ্বারা, জাতীয় জরুরি অবস্থার সময়


67) ক্ষমতাসীন জোট বা দলের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য প্রস্তাবের স্বপক্ষে ন্যূনতম কতজন সাংসদের স্বাক্ষর প্রয়োজন ?

  1. 50 জন
  2. 55 জন
  3. 100 জন
  4. লোকসভার মোট সদস্যের এক-তৃতীয়াংশ

Answer : (A) 50 জন


68) লোকসভার স্পিকার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে, কার কাছে তাকে নিজের পদত্যাগপত্র প্রেরণ করতে হবে ?

  1. প্রধানমন্ত্রী
  2. লোকসভার সেক্রেটারি জেনারেল
  3. উপরাষ্ট্রপতি
  4. লোকসভার ডেপুটি স্পিকার

Answer : (D) লোকসভার ডেপুটি স্পিকার


69) লোকসভায় কোনও অর্থবিল পাশ হয়ে যাওয়ার পর, রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্তগ্রহণে সর্বাধিক কত দিন বিলম্ব করতে পারে ?

  1. 10 দিন
  2. 14 দিন
  3. 50 দিন
  4. 60 দিন

Answer : (B) 14 দিন


70) জাতীয় জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি, প্রথম ধাপে, লোকসভার কার্যকালের মেয়াদ কত দিন বাড়াতে পারেন ?

  1. এক মাস
  2. তিন মাস
  3. ছ'মাস
  4. এক বছর

Answer : (D) এক বছর


71) লোকসভার স্পিকার

  1. রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন
  2. প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কতৃক নিযুক্ত হন
  3. সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনে উভয় কক্ষের সাংসদদের দ্বারা নির্বাচিত হন
  4. লোকসভার সাংসদদের দ্বারা নির্বাচিত হন

Answer : (D) লোকসভার সাংসদদের দ্বারা নির্বাচিত হন


72) সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন

  1. রাষ্ট্রপতি
  2. উপরাষ্ট্রপতি
  3. লোকসভার সেক্রেটারি জেনারেল
  4. লোকসভার স্পিকার

Answer : (D) লোকসভার স্পিকার


73) কেন্দ্রীয় আইনসভার দু'টি কক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয় তখন সেটা দূর করার জন্য

  1. বিশেষ কমিটি নিয়োগ করে কেন্দ্রীয় সরকারের সংসদ বিষয়ক মন্ত্রালয়
  2. সর্বদলীয় সম্মেলন আহ্বান করেন রাষ্ট্রপতি
  3. উভয় কক্ষের সাংসদদের নিয়ে একটি কমিটি নিযুক্ত করেন লোকসভার স্পিকার
  4. রাষ্ট্রপতি দু'টি কক্ষের যৌথ অধিবেশনের আহ্বান জানান

Answer : (D) রাষ্ট্রপতি দু'টি কক্ষের যৌথ অধিবেশনের আহ্বান জানান


74) কত সালে ভারতীয় লোকসভায় প্রথম অনাস্থা প্রস্তাব পাশ হয় ?

  1. 1960
  2. 1963
  3. 1965
  4. 1968

Answer : (B) 1963


75) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আইনসভার উভয়কক্ষের যুগ্ম অধিবেশনের উল্লেখ আছে ?

  1. 108
  2. 109
  3. 110
  4. 112

Answer : (A) 108


76) সভার কার্য চালিয়ে নিয়ে যাওয়ার জন্য লোকসভায় ন্যূনতম কত জনের উপস্থিতি আবশ্যক [কোরাম]?

  1. মোট সদস্য-সংখ্যার এক-চতুর্থাংশ
  2. মোট সদস্য-সংখ্যার এক-তৃতীয়াংশ
  3. মোট সদস্য- সংখ্যার এক-দশমাংশ
  4. মোট সদস্য-সংখ্যার এক-পঞ্চমাংশ

Answer : (C) মোট সদস্য- সংখ্যার এক-দশমাংশ


77) নীচের কোন্ বিষয়টি রাষ্ট্রপতির সুপারিশ বা পূর্বসম্মতি ছাড়া উত্থাপন করা যায় না ?

  1. অর্থ বিল
  2. এক বা একাধিক অঙ্গরাজ্যের সীমানা বা নাম পরিবর্তন সংক্রান্ত বিল
  3. ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয়ের প্রস্তাব
  4. উপরোক্ত সবগুলিই

Answer : (D) উপরোক্ত সবগুলিই


78) রাষ্ট্রপতির বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কে নির্ধারণ করেন ?

  1. কেন্দ্রীয় মন্ত্রীসভা
  2. সংসদ
  3. ক্যাবিনেট
  4. সুপ্রিম কোর্ট

Answer : (B) সংসদ


79) লোকসভায় জিরো আওয়ারের সময়কাল সর্বাধিক কত হতে পারে ?

  1. তিরিশ মিনিট
  2. এক ঘন্টা
  3. দু'ঘন্টা
  4. ভারতীয় সংবিধানে এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয় নি

Answer : (D) ভারতীয় সংবিধানে এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয় নি


80) রাজ্যসভার কতজন সদস্য প্রতি দু'বছর অন্তর অবসরগ্রহণ করেন ?

  1. মোট সদস্যসংখ্যার এক-তৃতীয়াংশ
  2. মোট সদস্যসংখ্যার এক-পঞ্চমাংশ
  3. মোট সদস্যসংখ্যার অর্ধেক
  4. মোট সদস্যসংখ্যার এক-চতুর্থাংশ

Answer : (A) মোট সদস্যসংখ্যার এক-তৃতীয়াংশ


81) লোকসভার কার্যকালের মেয়াদ ( 5 বছর ) শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন

  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি
  4. লোকসভার স্পিকারের সুপারিশে রাষ্ট্রপতি

Answer : (C) প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি


82) প্রথম নির্বাচিত লোকসভা গঠিত হয়েছিল কত সালে ?

  1. 1950 সালে
  2. 1952 সালে
  3. 1949 সালে
  4. 1951 সালে

Answer : (B) 1952 সালে


83) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকসভার প্রথম স্পিকার ছিলেন ?

  1. হুকুম সিং
  2. বকরাম জাখর
  3. জি ভি মাভালঙ্কার
  4. মীরা নায়ার

Answer : (C) জি ভি মাভালঙ্কার


84) সংসদ সদস্যদের অযোগ্যতা সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি করেন -

  1. রাস্ট্রপতি
  2. সংশ্লিষ্ট কক্ষের সভাপতি
  3. নির্বাচন কমিশন
  4. নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি

Answer : (B) সংশ্লিষ্ট কক্ষের সভাপতি


85) অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভায় সভাপতিত্ব করেন -

  1. রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনও সদস্য
  2. মন্ত্রীসভা কর্তৃক মনোনীত কোনও সদস্য
  3. লোকসভার অধ্যক্ষ কর্তৃক মনোনীত কোনও সদস্য
  4. লোকসভার বয়ঃজ্যেষ্ঠ সদস্য

Answer : (C) লোকসভার অধ্যক্ষ কর্তৃক মনোনীত কোনও সদস্য


86) কত সালের আদমসুমারি অনুযায়ী বর্তমান লোকসভার আসনগুলি বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে বন্টিত হয়েছে ?

  1. 1951
  2. 1961
  3. 1971
  4. 1981

Answer : (C) 1971


87) বর্তমানে লোকসভার মোট কতগুলি আসন তফশিলী উপজাতিভুক্ত নাগরিকদের জন্য সংরক্ষিত আছে ?

  1. 25
  2. 30
  3. 40
  4. 50

Answer : (B) 30


88) সুপ্রিম কোর্টের বিচারপতিদের

  1. কার্যকালের মেয়াদ শেষ বা অবসরগ্রহণের আগে পদচ্যূত করা যায় না
  2. রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে
  3. রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন, সংসদের রেকমেন্ডেশনে
  4. রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন, ক্যাবিনেটের রেকমেন্ডেশনে

Answer : (C) রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন, সংসদের রেকমেন্ডেশনে


89) নিম্নলিখিত কোন্ সংবিধান সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের ' বিচারবিভাগীয় পুনর্বিবেচনা ’ র ক্ষমতা হ্রাসের সংসদীয় প্রয়াস গৃহীত হয়েছিল ?

  1. 42 তম
  2. 24 তম
  3. 44 তম
  4. 88 তম

Answer : (A) 42 তম


90) মুখ্য নির্বাচন কমিশনারকে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যূত করতে পারেন

  1. রাস্ট্রপতি
  2. রাস্ট্রপতি, সংসদের সুপারিশে
  3. রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সুপারিশে
  4. রাষ্ট্রপতি , ক্যাবিনেটের সুপারিশে

Answer : (B) রাস্ট্রপতি, সংসদের সুপারিশে


91) নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক ?

  1. কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করেন এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি
  2. কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করেন এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার
  3. কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার
  4. কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করেন লোকসভার স্পিকার এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি

Answer : (C) কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার


92) রাজ্যসভার নির্বাচিত সদস্যগণ -

  1. সাবালক ভারতীয় নাগরিকদের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
  2. লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন
  3. রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (C) রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন


93) কোনও কর ধার্য করা যায় না ............ এর অনুমতি ব্যতিরিকে

  1. রাষ্ট্রপতি
  2. ক্যাগ
  3. সংসদ
  4. ক্যাবিনেট

Answer : (C) সংসদ


94) সংসদের অবমাননা কিংবা অধিকার ভঙ্গের কারণে শাস্তিদানের ক্ষেত্রে

  1. লোকসভার ক্ষমতা বেশী
  2. রাজ্যসভার ক্ষমতা বেশী
  3. উভয় কক্ষের ক্ষমতাই সমান
  4. কোন্ কক্ষের ক্ষমতা বেশী হবে তা রাষ্ট্রপতি নির্ধারণ করেন

Answer : (C) উভয় কক্ষের ক্ষমতাই সমান


95) লোকসভার সদস্য সংখ্যা অপরিবর্তিত রাখা হবে কত সাল পর্যন্ত ?

  1. 2009
  2. 2010
  3. 2011
  4. 2012

Answer : (B) 2010


96) ভারতীয় সংবিধানের কোনও অংশের সংশোধনের জন্য কোনও প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তাঁর কাছে প্রেরিত হওয়ার আগে অভশ্যই

  1. উত্থাপিত ও পাশ হতে হবে লোকসভায় এবং রাজ্যসভায়
  2. উত্থাপিত ও পাশ হতে হবে লোকসভায়
  3. উত্থাপিত ও পাশ হতে হবে রাজ্যভায়
  4. উত্থাপিত হতে হবে লোকসভায় ও রাজ্যসভায় এবং পাশ হতে হবে লোকসভায়

Answer : (A) উত্থাপিত ও পাশ হতে হবে লোকসভায় এবং রাজ্যসভায়


97) নীচের কোনক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে থাকে ?

  1. রাষ্ট্রপতিকে পদচ্যুত করা .
  2. মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা
  3. সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করা
  4. উপরোক্ত সব ক'টি

Answer : (D) উপরোক্ত সব ক'টি


98) কিসের ভিত্তিতে রাজ্যসভায় বিভিন্ন অঙ্গরাজ্যের জন্য বরাদ আসন সংখ্যা নির্ধারিত হয় ?

  1. আয়তন
  2. জন সংখ্যা
  3. জন ঘনত্ব
  4. বিভিন্ন আর্থ সামাজিক নির্দেশক ও আয়তন

Answer : (B) জন সংখ্যা


99) কেন্দ্রীয় সরকারের ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে -

  1. সংসদের হাতে
  2. রাষ্ট্রপতির হাতে
  3. ক্যাগ এর হাতে
  4. কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের হাতে

Answer : (A) সংসদের হাতে


100) সর্বভারতীয় কৃত্যক রাজ্যসভা গঠন করতে পারে যদি ঐ সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাশ হয় -

  1. সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
  2. দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
  3. তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতায়
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (B) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়


101) প্রোটেম স্পিকারের কাজ হল -

  1. অধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভার কাজ পরিচালনা করা
  2. অধ্যক্ষের নির্বাচনের আগে পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা
  3. সদস্যদের শপথবাক্য পাঠ করানো এবং অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা
  4. নির্বাচিত সদস্যদের সংশাপত্র পরীক্ষা করা

Answer : (C) সদস্যদের শপথবাক্য পাঠ করানো এবং অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা


102) নিম্নলিখিত কোন্ লোকসভা পাঁচ বছরের বেশী কার্যকর ছিল ?

  1. চতুর্থ লোকসভা
  2. পঞ্চম লোকসভা
  3. ষষ্ঠ লোকসভা
  4. অষ্টম লোকসভা

Answer : (B) পঞ্চম লোকসভা


103) লোকসভার অধিবেশন কে স্থগিত রাখতে পারেন ?

  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. উপ-রাষ্ট্রপতি
  4. লোকসভার অধ্যক্ষ

Answer : (B) রাষ্ট্রপতি


104) রাষ্ট্রপতি সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন যদি

  1. একটি কক্ষের অনুমোদিত বিল অপর কক্ষ বাতিল করে দেয়
  2. কোনও বিলের সংশোধনের বিষয়ে একটি কক্ষ যে মত দিয়েছে, অপর কক্ষ সেটি মানতে নারাজ
  3. একটি কক্ষ থেকে কোনও বিল পাশ হয়ে অপর কক্ষে গেছে কিন্তু ছ'মাসের অধিক সময় পেরিয়ে যাওয়ার পরেও বিলটি সম্পর্কে সেই কক্ষ কোনও সিদ্ধান্তগ্রহণ করে নি
  4. উপরোক্ত সব ক'টি ক্ষেত্রে

Answer : (D) উপরোক্ত সব ক'টি ক্ষেত্রে


105) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করা হয়েছিল ?

  1. 42 তম
  2. 43 তম
  3. 44 তম
  4. 45 তম

Answer : (A) 42 তম


106) সর্বভারতীয় কৃত্যক রাজ্যসভা গঠন করতে পারে যদি ঐ সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাশ হয়

  1. সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
  2. দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
  3. তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতায়
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (B) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়


107) পঞ্চদশ লোকসভায় ডেপুটি স্পিকার রূপে নির্বাচিত হন -

  1. কারিয়া মুন্ডা
  2. সন্তোষ দেব
  3. উমা ভারতী
  4. মীরা কুমার

Answer : (A) কারিয়া মুন্ডা


108) রাজ্যসভায় সরকার পরাজিত হলে -

  1. রাষ্ট্রপতি সরকারকে বরখাস্ত করেন
  2. প্রধানমন্ত্রী পদত্যাগ করেন
  3. রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার পরামর্শ দেন
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (D) উপরোক্ত কোনটিই নয়


109) লোকসভার সচিবালয় প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন থাকে -

  1. লোকসভার অধ্যক্ষের
  2. সংসদ বিষয়ক মন্ত্রীর
  3. রাষ্ট্রপতির
  4. প্রধানমন্ত্রীর

Answer : (A) লোকসভার অধ্যক্ষের


110) রাজনৈতিক সাম্যের অর্থ -

  1. প্রত্যেক নাগরিকের ভোটদানের এবং ভোটে প্রার্থী হওয়ার সুযোগ থাকবে
  2. প্রত্যেক নাগরিক রাজনৈতিক শিক্ষা প্রাপ্ত হবেন
  3. প্রত্যেক নাগরিককেই কোনও না কোনও রাজনৈতিক দলের সদস্য হতে হবে
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (A) প্রত্যেক নাগরিকের ভোটদানের এবং ভোটে প্রার্থী হওয়ার সুযোগ থাকবে


111) হাইকোর্টের বিচার মতা বা এক্তিয়ার কে সম্প্রসারিত করতে পারেন ?

  1. রাষ্ট্রপতি
  2. সংসদ
  3. সুপ্রিম কোর্ট
  4. প্রধানমন্ত্রী

Answer : (B) সংসদ


112) লোকসভা এবং বিধানসভায় নির্বাচনের সময় ভারতে কোন্ পদ্ধটি অনুসৃত হয় ?

  1. আনুপাতিক প্রতিনিধিত্ব
  2. কার্যকরী প্রতিনিধিত্ব
  3. বৌগলিক প্রতিনিধিত্ব
  4. সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব

Answer : (C) বৌগলিক প্রতিনিধিত্ব


113) রাজ্যসভায় অঙ্গরাজ্যগুলির জন্য -

  1. সমপ্রতিনিধিত্বের ব্যবস্থা আছে
  2. জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে
  3. আয়তনের ভিত্তিতে প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (B) জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে




You May Read Also :

Post a Comment

0 Comments