আইনসভা
1) রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন করতে পারবে যদি তার প্রয়োজন হয়
- জাতীয় স্বার্থে
- সংশ্লিষ্ট রাজ্যের সুবিধার্থে
- শিক্ষা ও সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে
- সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে
Answer : (A) জাতীয় স্বার্থে
2) নিম্ন লিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি বায় নিয়মমাফিক হয়েছে কিনা তা দেখে ?
- পাবলিক অ্যাকাউন্টস কমিটি
- পাবলিক আন্ডারটেকিং
- সংক্রান্ত কমিটি
- উপরোক্ত সবগুলিই
Answer : (A) পাবলিক অ্যাকাউন্টস কমিটি
3) লোকসভার স্পিকার
- দুই বিরোধী পক্ষের ভোট সমান-সমান হলে ভোট দেন
- লোকসভায় অন্য যেকোনও সদস্যের মতো ভোট দেন
- কোনও ভোট দিতে পারেন না
- দু'টি ভোট দিতে পারেন - একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভোট সমান সমান হলে
Answer : (A) দুই বিরোধী পক্ষের ভোট সমান-সমান হলে ভোট দেন
4) কোন্ মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মে রায়দান করে যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না?
- কেশবানন্দ ভারতী মামলা
- গোলকচাঁদ মামলা
- এ কে গোপালান বনাম মাদ্রাজ রাজ্য মামলা
- মিনার্ভা অয়েল মিল
Answer : (D) মিনার্ভা অয়েল মিল
5) লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হয় ?
- 5
- 10
- 15
- 20
Answer : (B) 10
6) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সংসদের উভয়কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় ?
- 73
- 112
- 360
- 370
Answer : (B) 112
7) নিম্নলিখিত কোন্ কোনটি নিয়ে গঠিত ভারতের সংসদ
- রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসবা
- লোকসবা ও রাজ্যসভা
- লোকসভা, স্পিকার ও প্রধানমন্ত্রী
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (A) রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসবা
8) সর্বাধিক কত সময়ের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে ?
- এক বছর
- দু'বছর
- তিন বছর
- ছ'মাস
Answer : (D) ছ'মাস
9) ভারতের সংবিধান " Residuary Power " ন্যস্ত করেছে
- রাজ্যসভার ওপর
- কেন্দ্রীয় আইনসভার ওপর
- রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার ওপর যুগ্মভাবে
- উপরোক্ত কোনটির উপরেই নয়
Answer : (B) কেন্দ্রীয় আইনসভার ওপর
10) পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ঐ কক্ষের সদস্য নয় ?
- লোকসভা
- রাজ্যসভা
- বিধানসভা
- বিধান পরিষদ
Answer : (B) রাজ্যসভা
11) অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে ?
- পার্লামেন্টের যে কোন্ কক্ষে
- কেবলমাত্র লোকসভায়
- কেবলমাত্র রাজ্যসভায়
- কেবলমাত্র পার্লামেন্টের যৌথসভায়
Answer : (B) কেবলমাত্র লোকসভায়
12) নিম্নোক্ত কোন্ আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোন কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন ?
- উপরাষ্টরপতি
- সলিসটর গেনারেল
- অ্যার্টনী জেনারেল
- সুপ্রীম কোর্টের প্রধান
Answer : (C) অ্যার্টনী জেনারেল
13) লোকসভায় জনপ্রতিনিধি রূপে নির্বাচিত হতে গেলে একজন ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স অবশ্যই হবে
- 18 বছর
- 20 বছর
- 21 বছর
- 25 বছর
Answer : (D) 25 বছর
14) ভারতের লোকসভার সদস্যসংখ্যা
- 325 জন
- 425 জন
- 544 জন
- উপরক্ত কোনটিই নয়
Answer : (D) উপরক্ত কোনটিই নয়
15) লোকসভা ভেঙ্গে দিতে পারেন
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রীর সুপারিশে লোকসভার স্পিকার
Answer : (C) প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি
16) লোকসভার স্পিকার মান-মর্যাদায় নিম্নলিখিত কোন পদাধিকারীর সমতুল্য
- কেন্দ্রীয় মন্ত্রী
- রাজ্যের মন্ত্রী
- হাই কোর্টের প্রধান বিচারপতি
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Answer : (D) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
17) লোকসভায় সভাপতিত্ব করেন
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- লোকসভার স্পিকার
Answer : (D) লোকসভার স্পিকার
18) নিম্নলিখিত কোন বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্গত ?
- শিক্ষা
- অরণ্য
- কৃষি
- পুলিস প্রশাসন
Answer : (A) শিক্ষা
19) নিম্নলিখিত আইনসভাগুলোর মধ্যে কোনটিতে ঐ সভার সদস্য নন এমন কেউ সভাটির প্রিসাইডিং অফিসার হতে পারেন
- রাজ্যসভা
- লোকসভা
- বিধানসভা
- বিধান পরিষদ
Answer : (A) রাজ্যসভা
20) রাজ্যসভার সদস্যদের টার্ম বা কার্যকালের মেয়াদ
- 5 বছর
- 2 বছর
- ছ'বছর
- চার বছর
Answer : (C) ছ'বছর
21) লোকসভার অধ্যক্ষ
- জনগণের দ্বারা নির্বাচিত
- রাষ্ট্রপতির দ্বরা মনোনীত
- প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত
- লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত
Answer : (D) লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত
22) বিশেষক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন্ সম্প্রদায়ের দু'জন প্রতিনিধিকে লোকসভার সাংসদ রূপে মনোনীত করতে পারেন ?
- অ্যাংলো-ইন্ডিয়ান
- বৌদ্ধ
- ভারতীয় খ্রীষ্টান
- পার্সি
Answer : (A) অ্যাংলো-ইন্ডিয়ান
23) রাজ্যসভায় সভাপতিত্ব করেন
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Answer : (B) উপরাষ্ট্রপতি
24) রাজ্যসভার মোট সদস্য সংখ্যা
- 25 জন
- 100 জন
- 250 জন
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) 250 জন
25) আমাদের সংসদীয় শাসনব্যবস্থার ভিত্তি কি ?
- পুরুষদের ভোটাধিকার
- আনুপাতিক প্রতিনিধিত্ব
- পুরুষ স্ত্রীলোক ও শিশুদের ভোটাধিকার
- সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার
Answer : (D) সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার
26) কোনও বিল অর্থবিল কিনা তা কে ঠিক করেন ?
- রাষ্ট্রপতি
- লোকসভার অধ্যক্ষ
- উপ-রাষ্ট্রপতি
- অর্থমন্ত্রী
Answer : (B) লোকসভার অধ্যক্ষ
27) পুরো টার্ম শেষ হওয়ার আগে, রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমন ভাবে পদচ্যূত করা যায় ?
- প্রধানমন্ত্রীর দ্বারা
- উপ-রাষ্ট্রপতির দ্বারা
- প্রধান বিচারপতির দ্বারা
- সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিসংশা
Answer : (D) সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিসংশা
28) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংসদকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়নের অধিকার প্রদত্ত হয়েছে ?
- 248
- 249
- 250
- 251
Answer : (B) 249
29) রাজ্যসভা মন্ত্রীপরিষদকে
- নিয়ন্ত্রণ করে
- অনুমোদন করে
- শুধু আলোচনা করে
- নিয়ন্ত্রণ করে না
Answer : (A) নিয়ন্ত্রণ করে
30) নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্ট এর প্রকৃত সংজ্ঞা ?
- যে পার্লামেন্টে কোন রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই
- প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিন্তু পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া হয় নি
- পার্লামেন্টের কাজের জন্য প্রয়োজনীয় কোরাম (quorum এর আভাব )
- অকেজো পালরামেন্ট
Answer : (A) যে পার্লামেন্টে কোন রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই
31) মন্ত্রীসভা কার কাছে যৌথ ভাবে দায়বদ্ধ থাকে ?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- লোকসভা
- রাজ্যসভা
Answer : (C) লোকসভা
32) ভারতের সংসদের অংশগুলি হল
- লোকসভা ও রাজ্যসভা
- রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা
- রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা ও প্রধান নির্বাচন কমিশনার
- লোকসভা, রাজ্যসভা ও সুপ্রিম কোর্টেড প্রধান বিচারপতি
Answer : (B) রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা
33) কে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশন আহ্বান করেন ?
- লোকসভার স্পিকার
- রাজ্যসভার চেয়ারম্যান
- রাষ্ট্রপতি
- অ্যাটর্নি জেনারেল
Answer : (C) রাষ্ট্রপতি
34) ভারতের কোন্ রাজ্যের থেকে সর্বাধিক সংখ্যক সাংসদ আছেন লোকসভায় ?
- মধ্যপ্রদেশ
- রাজস্থান
- বিহার
- উত্তর প্রদেশ
Answer : (D) উত্তর প্রদেশ
35) সংসদীয় শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল -
- শাসনব্যবস্থায় সংসদের নিয়ন্ত্রণ
- মন্ত্রীপরিষদের আইনসভার কাছে দায়িত্বশীলতা
- আইনবিভাগ ও শাসনবিভাগের মধ্যে সংযোগ ও সহযোগিতা
- উপরোক্ত সব ক'টি
Answer : (D) উপরোক্ত সব ক'টি
36) প্রাপ্তবয়স্কদের সার্বজনিক ভোটাধিকার নীতি রাষ্ট্রের উন্নয়নের পরিপন্থী হতে পারে যদি
- যদি নির্বাচকরা তাদের ভোট দেয় যারা তাদের অর্থ উৎকোচ রূপে দেবে
- যদি নির্বাচকরা যোগ্যতর প্রার্থীকে ভোট না দিয়ে নিজেদের জাত অথবা ধর্মের প্রার্থীকে ভোট দেন
- যদি নির্বাচকরা ক'টি শাসক নির্বাচনের জন্য যে চিন্তা ভাবনা করা দরকার সেটা না করে ভোট দেন
- উপরোক্ত সব
Answer : (D) উপরোক্ত সব
37) বর্তমান লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা
- 540
- 545
- 550
- 555
Answer : (C) 550
38) নিম্নলিখিত কোন্ ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে থাকে ?
- রাষ্ট্রপতিকে পদচ্যুত করা
- মুখ্য নির্বাচনী কমিশনারকে পদচ্যুত করা
- সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করা
- উপরোক্ত সব ক'টি
Answer : (D) উপরোক্ত সব ক'টি
39) সংসদীয় পরিভাষায় ক্লোজার' এর অর্থ হল -
- সংসদের অধিবেশনের সমাপ্তি
- দিনের মতো সভার কাজ শেষ
- কোনও প্রস্তাবের বিতর্কের অবসান
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) কোনও প্রস্তাবের বিতর্কের অবসান
40) কে প্রথম ভারতীয় লোকসভায় বিরোধী দলনেতার মর্যাদালাভ করেন ?
- এ. কে. গোপালন
- ওয়াই. বি. চহ্বন
- শ্যামাপ্রসাদ মুখার্জী
- ইন্দিরা গান্ধী
Answer : (B) ওয়াই. বি. চহ্বন
41) সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে উত্থাপিত কোনও বিল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয় -
- সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
- দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
- উভয় কক্ষের পৃথক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
- উপরোক্ত কোনটিই সঠিক নয়।
Answer : (A) সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
42) রাজ্যসভার সর্বাধিক সাংসদ-সংখ্যা কত ?
- 250
- 225
- 330
- 350
Answer : (A) 250
43) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল ?
- 42 তম
- 43 তম
- 44 তম
- 45 তম
Answer : (A) 42 তম
44) নিম্নলিখিত টার্মগুলির মধ্যে কোনটি লোকসভার কার্যকালের সমাপ্তিকে নির্দেশ করে ?
- Session
- prorogation
- adjournment
- dissolution
Answer : (D) dissolution
45) নিম্নলিখিত কোন্ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভার পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে বিলটিতে স্বাক্ষরদানে বাধ্য থাকেন
- যে কোনও বিল
- অর্থবিল বা মানিবিল
- নমানিবিল
- সংবিধান সংশোধন সংক্রান্ত বিল
Answer : (B) অর্থবিল বা মানিবিল
46) যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি মহিলা রিজার্ভেশন বিল উত্থাপনের সুপারিশ করেছিল তার নেতৃত্বে ছিলেন
- মীরা কুমার
- সুষমা স্বরাজ
- জয়ন্তী নটরাজন
- বৃন্দা কারাট
Answer : (C) জয়ন্তী নটরাজন
47) জিরো আওয়ার সম্পর্কিত নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক
- রুলস্ প্রসিডিওরে জিরো আওয়ারের কোনও উল্লেখ নেই
- সাধারণত জিরো আওয়ার শুরু হয় দুপুর 12 টার সময়
- জিরো আওয়ারে কোনও প্রশ্ন উত্থাপনের জন্য পূর্বানুমতির প্রয়োজন নেই
- সাধারণত জিরো আওয়ারে মন্ত্রীপরিষদের কোনও সদস্যের বিরুদ্ধে কোনও প্রশ্ন উত্থাপিত হয় না
Answer : (D) সাধারণত জিরো আওয়ারে মন্ত্রীপরিষদের কোনও সদস্যের বিরুদ্ধে কোনও প্রশ্ন উত্থাপিত হয় না
48) কোন্ ধারাবলে রাজ্যসভা অল ইন্ডিয়া সার্ভিসেস গঠন করতে পারে ?
- 330 নং ধারা
- 312 নং ধারা
- 335 নং ধারা
- 290 নং ধারা
Answer : (B) 312 নং ধারা
49) যখন রাজ্যসভার চেয়ারম্যান দেশের রাষ্ট্রপতির কার্যনির্বাহ করেন, তখন রাজ্যসভার চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন
- তিনি নিজেই
- নতুন নির্বাচিত বা নিযুক্ত কার্যনির্বাহী চেয়ারম্যান
- রাজ্যসভার বয়ঃজ্যেষ্ঠতম সাংসদ
- ডেপুটি চেয়ারম্যান
Answer : (D) ডেপুটি চেয়ারম্যান
50) সভায় কোনও বিষয় বা প্রস্তাবের ওপর বিতর্ক সমাপ্তির উদ্দেশ্যে যে পদক্ষেপ গৃহীত হয়, রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় তাকে বলে
- সেশন
- ক্লোজার
- রিসোলিউশন
- ডি জিওর
Answer : (B) ক্লোজার
51) রাষ্ট্রপতির জারি করা ‘ জরুরি অবস্থা 'র ঘোষণাকে কত দিনের মধ্যে সংসদের উভয়কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয় ?
- এক মাস
- দু'মাস
- ছ'মাস
- জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে একমাস এবং বাকি দু'টি জরুরি অবস্থার ক্ষেত্রে দু'মাস
Answer : (D) জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে একমাস এবং বাকি দু'টি জরুরি অবস্থার ক্ষেত্রে দু'মাস
52) আইনসভার দু'টি কক্ষ থেকে পাশ হওয়ার পর যখন কোনও বিল রাষ্ট্রপতির কাছে আসে তখন তিনি
- বিলটিকে পুনর্বিবেচনার জন্য আইনসভায় পুনপ্রেরণ করতে পারেন
- বিলটিতে স্বাক্ষরদানে অস্বীকার করতে পারেন
- বিলটির বিষয়ে লোকসভার স্পিকারের সাথে আলোচনা করতে পারেন
- বিলটি সংশোধন করতে পারেন
Answer : (A) বিলটিকে পুনর্বিবেচনার জন্য আইনসভায় পুনপ্রেরণ করতে পারেন
53) লোকসভা যখন ভেঙে দেওয়া হয়, তখন নিম্নলিখিত বিল গুলির মধ্যে কোনটি বাতিল বলে গণ্য হয় ?
- যে কোনও বিল যা লোকসভায় বিবেচনাধীন (পেন্ডিং) আছে
- যে কোনও বিল যা লোকসভায় পাশ হয়ে গেছে কিন্তু রাজ্যসভার বিবেচনাধীন আছে
- যে কোনও বিল যা রাজ্যসভায় পাশ হয়ে গেছে কিন্তু লোকসভার বিবেচনাধীন আছে
- যে কোনও বিল যা রাজ্যসভায় পেন্ডিং আছে কিন্তু লোকসভায় পাশ হয় নি
Answer : (D) যে কোনও বিল যা রাজ্যসভায় পেন্ডিং আছে কিন্তু লোকসভায় পাশ হয় নি
54) পার্লামেন্টে যখন বাজেট পেশ হয় তখন
- সংসদ কর বাড়াতে পারে কিন্তু তা হ্রাস করতে বা রদ করতে পারে না
- সংসদ কর হ্রাস করতে বা রদ করতে পারে কিন্তু বাড়াতে পারে না
- সংসদ কর হ্রাস করতে, বৃদ্ধি করতে বা রদ করতে পারে না
- সংসদ কর বাড়াতে, হ্রাস করতে অথবা রদ করতে পারে
Answer : (B) সংসদ কর হ্রাস করতে বা রদ করতে পারে কিন্তু বাড়াতে পারে না
55) ভারতের রাষ্ট্রপতি কোন্ ধারাবলে লোকসভা ভেঙে দিতে পারেন ?
- 85(2) নং ধারা
- 110 (2) নং ধারা
- 92(2) নং ধারা
- 12 (1) নং ধারা
Answer : (A) 85(2) নং ধারা
56) ভারতের উপরাষ্ট্রপতি
- জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
- যে ইলেক্টোরাল কলেজের সদস্যরা রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন তাঁদের দ্বারা নির্বাচিত হন
- কেবলমাত্র রাজ্যসভার সাংসদদের দ্বারা নির্বাচিত হন
- সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সাংসদদের দ্বারা নির্বাচিত হন
Answer : (D) সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সাংসদদের দ্বারা নির্বাচিত হন
57) জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি এই মর্মে সিদ্ধান্তগ্রহণ করে
- লোকসভা
- রাজ্যসভা
- স্পীকার
- ক্যাবিনেট
Answer : (B) রাজ্যসভা
58) লোকসভার সদস্যগণ
- প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন
- রাজ্য আইনসভাগুলির দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন
- কিছু সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন এবং বাকিরা রাষ্ট্রপতি কতৃক মনোনীত হন
- কিছু সদস্য প্রত্যক্ষভাবে এবং বাকিরা পরোক্ষভাবে নির্বাচিত হন
Answer : (A) প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন
59) লোকসভার কত গুলি আসন কেন্দ্র-শাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ ?
- 20
- 25
- 30
- 35
Answer : (A) 20
60) ভারতের কোন্ রাজ্যের জন্য কতগুলি লোকসভার আসন বরাদ্দ হবে সেটি নিম্নলিখিত কোন্ বিষয়ের ভিত্তিতে নির্ধারিত হয় ?
- রাজ্যের আয়তন
- রাজ্যের জনসংখ্যা
- রাজ্যের জনঘনত্ব
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) রাজ্যের জনসংখ্যা
61) কোন্ ধারাবলে সংসদ জাতীয় প্রয়োজনে বা স্বার্থে রাজ্যতালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে ?
- 242 নং ধারা
- 249 নং ধারা
- 245 নং ধারা
- 358 নং ধারা
Answer : (B) 249 নং ধারা
62) টার্ম শেষ হওয়ার আগে, রাজ্যসভা ভেঙে দিতে পারেন
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- ক্যাবিনেটের সুপারিশে রাষ্ট্রপতি
- উপরোক্ত কোনটিই সঠিক নয়
Answer : (D) উপরোক্ত কোনটিই সঠিক নয়
63) ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রীয় আইনসভার মনোনীত সদস্যদের সর্বাধিক সংখ্যা কত হতে পারে?
- 10
- 12
- 14
- 20
Answer : (C) 14
64) দলত্যাগ বিরোধী আইনের দৃষ্টিকোণ থেকে লোকসভার কোনও সাংসদের সদস্যপদ থাকবে না বাতিল হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে
- লোকসভার স্পিকারের
- মুখ্য নির্বাচন কমিশনের
- সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির
- রাষ্ট্রপতির
Answer : (A) লোকসভার স্পিকারের
65) কোন্ সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার টার্ম পাঁচ বছর থেকে বাড়িয়ে ছ'বছর করা হয়েছিল ?
- 24 তম
- 42 তম
- 61 তম
- 44 তম
Answer : (B) 42 তম
66) লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়ানো যায়
- রাষ্ট্রপতির দ্বারা, তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে
- নির্বাচন কমিশনের সুপারিশক্রমে রাষ্ট্রপতির দ্বারা
- রাষ্ট্রপতির দ্বারা, জরুরি অবস্থার সময়
- রাষ্ট্রপতির দ্বারা, জাতীয় জরুরি অবস্থার সময়
Answer : (D) রাষ্ট্রপতির দ্বারা, জাতীয় জরুরি অবস্থার সময়
67) ক্ষমতাসীন জোট বা দলের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য প্রস্তাবের স্বপক্ষে ন্যূনতম কতজন সাংসদের স্বাক্ষর প্রয়োজন ?
- 50 জন
- 55 জন
- 100 জন
- লোকসভার মোট সদস্যের এক-তৃতীয়াংশ
Answer : (A) 50 জন
68) লোকসভার স্পিকার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে, কার কাছে তাকে নিজের পদত্যাগপত্র প্রেরণ করতে হবে ?
- প্রধানমন্ত্রী
- লোকসভার সেক্রেটারি জেনারেল
- উপরাষ্ট্রপতি
- লোকসভার ডেপুটি স্পিকার
Answer : (D) লোকসভার ডেপুটি স্পিকার
69) লোকসভায় কোনও অর্থবিল পাশ হয়ে যাওয়ার পর, রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্তগ্রহণে সর্বাধিক কত দিন বিলম্ব করতে পারে ?
- 10 দিন
- 14 দিন
- 50 দিন
- 60 দিন
Answer : (B) 14 দিন
70) জাতীয় জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি, প্রথম ধাপে, লোকসভার কার্যকালের মেয়াদ কত দিন বাড়াতে পারেন ?
- এক মাস
- তিন মাস
- ছ'মাস
- এক বছর
Answer : (D) এক বছর
71) লোকসভার স্পিকার
- রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন
- প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কতৃক নিযুক্ত হন
- সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনে উভয় কক্ষের সাংসদদের দ্বারা নির্বাচিত হন
- লোকসভার সাংসদদের দ্বারা নির্বাচিত হন
Answer : (D) লোকসভার সাংসদদের দ্বারা নির্বাচিত হন
72) সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- লোকসভার সেক্রেটারি জেনারেল
- লোকসভার স্পিকার
Answer : (D) লোকসভার স্পিকার
73) কেন্দ্রীয় আইনসভার দু'টি কক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয় তখন সেটা দূর করার জন্য
- বিশেষ কমিটি নিয়োগ করে কেন্দ্রীয় সরকারের সংসদ বিষয়ক মন্ত্রালয়
- সর্বদলীয় সম্মেলন আহ্বান করেন রাষ্ট্রপতি
- উভয় কক্ষের সাংসদদের নিয়ে একটি কমিটি নিযুক্ত করেন লোকসভার স্পিকার
- রাষ্ট্রপতি দু'টি কক্ষের যৌথ অধিবেশনের আহ্বান জানান
Answer : (D) রাষ্ট্রপতি দু'টি কক্ষের যৌথ অধিবেশনের আহ্বান জানান
74) কত সালে ভারতীয় লোকসভায় প্রথম অনাস্থা প্রস্তাব পাশ হয় ?
- 1960
- 1963
- 1965
- 1968
Answer : (B) 1963
75) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আইনসভার উভয়কক্ষের যুগ্ম অধিবেশনের উল্লেখ আছে ?
- 108
- 109
- 110
- 112
Answer : (A) 108
76) সভার কার্য চালিয়ে নিয়ে যাওয়ার জন্য লোকসভায় ন্যূনতম কত জনের উপস্থিতি আবশ্যক [কোরাম]?
- মোট সদস্য-সংখ্যার এক-চতুর্থাংশ
- মোট সদস্য-সংখ্যার এক-তৃতীয়াংশ
- মোট সদস্য- সংখ্যার এক-দশমাংশ
- মোট সদস্য-সংখ্যার এক-পঞ্চমাংশ
Answer : (C) মোট সদস্য- সংখ্যার এক-দশমাংশ
77) নীচের কোন্ বিষয়টি রাষ্ট্রপতির সুপারিশ বা পূর্বসম্মতি ছাড়া উত্থাপন করা যায় না ?
- অর্থ বিল
- এক বা একাধিক অঙ্গরাজ্যের সীমানা বা নাম পরিবর্তন সংক্রান্ত বিল
- ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয়ের প্রস্তাব
- উপরোক্ত সবগুলিই
Answer : (D) উপরোক্ত সবগুলিই
78) রাষ্ট্রপতির বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কে নির্ধারণ করেন ?
- কেন্দ্রীয় মন্ত্রীসভা
- সংসদ
- ক্যাবিনেট
- সুপ্রিম কোর্ট
Answer : (B) সংসদ
79) লোকসভায় জিরো আওয়ারের সময়কাল সর্বাধিক কত হতে পারে ?
- তিরিশ মিনিট
- এক ঘন্টা
- দু'ঘন্টা
- ভারতীয় সংবিধানে এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয় নি
Answer : (D) ভারতীয় সংবিধানে এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয় নি
80) রাজ্যসভার কতজন সদস্য প্রতি দু'বছর অন্তর অবসরগ্রহণ করেন ?
- মোট সদস্যসংখ্যার এক-তৃতীয়াংশ
- মোট সদস্যসংখ্যার এক-পঞ্চমাংশ
- মোট সদস্যসংখ্যার অর্ধেক
- মোট সদস্যসংখ্যার এক-চতুর্থাংশ
Answer : (A) মোট সদস্যসংখ্যার এক-তৃতীয়াংশ
81) লোকসভার কার্যকালের মেয়াদ ( 5 বছর ) শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি
- লোকসভার স্পিকারের সুপারিশে রাষ্ট্রপতি
Answer : (C) প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি
82) প্রথম নির্বাচিত লোকসভা গঠিত হয়েছিল কত সালে ?
- 1950 সালে
- 1952 সালে
- 1949 সালে
- 1951 সালে
Answer : (B) 1952 সালে
83) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকসভার প্রথম স্পিকার ছিলেন ?
- হুকুম সিং
- বকরাম জাখর
- জি ভি মাভালঙ্কার
- মীরা নায়ার
Answer : (C) জি ভি মাভালঙ্কার
84) সংসদ সদস্যদের অযোগ্যতা সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি করেন -
- রাস্ট্রপতি
- সংশ্লিষ্ট কক্ষের সভাপতি
- নির্বাচন কমিশন
- নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি
Answer : (B) সংশ্লিষ্ট কক্ষের সভাপতি
85) অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভায় সভাপতিত্ব করেন -
- রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনও সদস্য
- মন্ত্রীসভা কর্তৃক মনোনীত কোনও সদস্য
- লোকসভার অধ্যক্ষ কর্তৃক মনোনীত কোনও সদস্য
- লোকসভার বয়ঃজ্যেষ্ঠ সদস্য
Answer : (C) লোকসভার অধ্যক্ষ কর্তৃক মনোনীত কোনও সদস্য
86) কত সালের আদমসুমারি অনুযায়ী বর্তমান লোকসভার আসনগুলি বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে বন্টিত হয়েছে ?
- 1951
- 1961
- 1971
- 1981
Answer : (C) 1971
87) বর্তমানে লোকসভার মোট কতগুলি আসন তফশিলী উপজাতিভুক্ত নাগরিকদের জন্য সংরক্ষিত আছে ?
- 25
- 30
- 40
- 50
Answer : (B) 30
88) সুপ্রিম কোর্টের বিচারপতিদের
- কার্যকালের মেয়াদ শেষ বা অবসরগ্রহণের আগে পদচ্যূত করা যায় না
- রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে
- রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন, সংসদের রেকমেন্ডেশনে
- রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন, ক্যাবিনেটের রেকমেন্ডেশনে
Answer : (C) রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন, সংসদের রেকমেন্ডেশনে
89) নিম্নলিখিত কোন্ সংবিধান সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের ' বিচারবিভাগীয় পুনর্বিবেচনা ’ র ক্ষমতা হ্রাসের সংসদীয় প্রয়াস গৃহীত হয়েছিল ?
- 42 তম
- 24 তম
- 44 তম
- 88 তম
Answer : (A) 42 তম
90) মুখ্য নির্বাচন কমিশনারকে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যূত করতে পারেন
- রাস্ট্রপতি
- রাস্ট্রপতি, সংসদের সুপারিশে
- রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সুপারিশে
- রাষ্ট্রপতি , ক্যাবিনেটের সুপারিশে
Answer : (B) রাস্ট্রপতি, সংসদের সুপারিশে
91) নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক ?
- কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করেন এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি
- কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করেন এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার
- কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার
- কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করেন লোকসভার স্পিকার এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি
Answer : (C) কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার
92) রাজ্যসভার নির্বাচিত সদস্যগণ -
- সাবালক ভারতীয় নাগরিকদের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
- লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন
- রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন
93) কোনও কর ধার্য করা যায় না ............ এর অনুমতি ব্যতিরিকে
- রাষ্ট্রপতি
- ক্যাগ
- সংসদ
- ক্যাবিনেট
Answer : (C) সংসদ
94) সংসদের অবমাননা কিংবা অধিকার ভঙ্গের কারণে শাস্তিদানের ক্ষেত্রে
- লোকসভার ক্ষমতা বেশী
- রাজ্যসভার ক্ষমতা বেশী
- উভয় কক্ষের ক্ষমতাই সমান
- কোন্ কক্ষের ক্ষমতা বেশী হবে তা রাষ্ট্রপতি নির্ধারণ করেন
Answer : (C) উভয় কক্ষের ক্ষমতাই সমান
95) লোকসভার সদস্য সংখ্যা অপরিবর্তিত রাখা হবে কত সাল পর্যন্ত ?
- 2009
- 2010
- 2011
- 2012
Answer : (B) 2010
96) ভারতীয় সংবিধানের কোনও অংশের সংশোধনের জন্য কোনও প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তাঁর কাছে প্রেরিত হওয়ার আগে অভশ্যই
- উত্থাপিত ও পাশ হতে হবে লোকসভায় এবং রাজ্যসভায়
- উত্থাপিত ও পাশ হতে হবে লোকসভায়
- উত্থাপিত ও পাশ হতে হবে রাজ্যভায়
- উত্থাপিত হতে হবে লোকসভায় ও রাজ্যসভায় এবং পাশ হতে হবে লোকসভায়
Answer : (A) উত্থাপিত ও পাশ হতে হবে লোকসভায় এবং রাজ্যসভায়
97) নীচের কোনক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে থাকে ?
- রাষ্ট্রপতিকে পদচ্যুত করা .
- মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা
- সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করা
- উপরোক্ত সব ক'টি
Answer : (D) উপরোক্ত সব ক'টি
98) কিসের ভিত্তিতে রাজ্যসভায় বিভিন্ন অঙ্গরাজ্যের জন্য বরাদ আসন সংখ্যা নির্ধারিত হয় ?
- আয়তন
- জন সংখ্যা
- জন ঘনত্ব
- বিভিন্ন আর্থ সামাজিক নির্দেশক ও আয়তন
Answer : (B) জন সংখ্যা
99) কেন্দ্রীয় সরকারের ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে -
- সংসদের হাতে
- রাষ্ট্রপতির হাতে
- ক্যাগ এর হাতে
- কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের হাতে
Answer : (A) সংসদের হাতে
100) সর্বভারতীয় কৃত্যক রাজ্যসভা গঠন করতে পারে যদি ঐ সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাশ হয় -
- সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
- দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
- তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতায়
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
101) প্রোটেম স্পিকারের কাজ হল -
- অধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভার কাজ পরিচালনা করা
- অধ্যক্ষের নির্বাচনের আগে পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা
- সদস্যদের শপথবাক্য পাঠ করানো এবং অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা
- নির্বাচিত সদস্যদের সংশাপত্র পরীক্ষা করা
Answer : (C) সদস্যদের শপথবাক্য পাঠ করানো এবং অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা
102) নিম্নলিখিত কোন্ লোকসভা পাঁচ বছরের বেশী কার্যকর ছিল ?
- চতুর্থ লোকসভা
- পঞ্চম লোকসভা
- ষষ্ঠ লোকসভা
- অষ্টম লোকসভা
Answer : (B) পঞ্চম লোকসভা
103) লোকসভার অধিবেশন কে স্থগিত রাখতে পারেন ?
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- উপ-রাষ্ট্রপতি
- লোকসভার অধ্যক্ষ
Answer : (B) রাষ্ট্রপতি
104) রাষ্ট্রপতি সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন যদি
- একটি কক্ষের অনুমোদিত বিল অপর কক্ষ বাতিল করে দেয়
- কোনও বিলের সংশোধনের বিষয়ে একটি কক্ষ যে মত দিয়েছে, অপর কক্ষ সেটি মানতে নারাজ
- একটি কক্ষ থেকে কোনও বিল পাশ হয়ে অপর কক্ষে গেছে কিন্তু ছ'মাসের অধিক সময় পেরিয়ে যাওয়ার পরেও বিলটি সম্পর্কে সেই কক্ষ কোনও সিদ্ধান্তগ্রহণ করে নি
- উপরোক্ত সব ক'টি ক্ষেত্রে
Answer : (D) উপরোক্ত সব ক'টি ক্ষেত্রে
105) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করা হয়েছিল ?
- 42 তম
- 43 তম
- 44 তম
- 45 তম
Answer : (A) 42 তম
106) সর্বভারতীয় কৃত্যক রাজ্যসভা গঠন করতে পারে যদি ঐ সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাশ হয়
- সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
- দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
- তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতায়
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
107) পঞ্চদশ লোকসভায় ডেপুটি স্পিকার রূপে নির্বাচিত হন -
- কারিয়া মুন্ডা
- সন্তোষ দেব
- উমা ভারতী
- মীরা কুমার
Answer : (A) কারিয়া মুন্ডা
108) রাজ্যসভায় সরকার পরাজিত হলে -
- রাষ্ট্রপতি সরকারকে বরখাস্ত করেন
- প্রধানমন্ত্রী পদত্যাগ করেন
- রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার পরামর্শ দেন
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (D) উপরোক্ত কোনটিই নয়
109) লোকসভার সচিবালয় প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন থাকে -
- লোকসভার অধ্যক্ষের
- সংসদ বিষয়ক মন্ত্রীর
- রাষ্ট্রপতির
- প্রধানমন্ত্রীর
Answer : (A) লোকসভার অধ্যক্ষের
110) রাজনৈতিক সাম্যের অর্থ -
- প্রত্যেক নাগরিকের ভোটদানের এবং ভোটে প্রার্থী হওয়ার সুযোগ থাকবে
- প্রত্যেক নাগরিক রাজনৈতিক শিক্ষা প্রাপ্ত হবেন
- প্রত্যেক নাগরিককেই কোনও না কোনও রাজনৈতিক দলের সদস্য হতে হবে
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (A) প্রত্যেক নাগরিকের ভোটদানের এবং ভোটে প্রার্থী হওয়ার সুযোগ থাকবে
111) হাইকোর্টের বিচার মতা বা এক্তিয়ার কে সম্প্রসারিত করতে পারেন ?
- রাষ্ট্রপতি
- সংসদ
- সুপ্রিম কোর্ট
- প্রধানমন্ত্রী
Answer : (B) সংসদ
112) লোকসভা এবং বিধানসভায় নির্বাচনের সময় ভারতে কোন্ পদ্ধটি অনুসৃত হয় ?
- আনুপাতিক প্রতিনিধিত্ব
- কার্যকরী প্রতিনিধিত্ব
- বৌগলিক প্রতিনিধিত্ব
- সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব
Answer : (C) বৌগলিক প্রতিনিধিত্ব
113) রাজ্যসভায় অঙ্গরাজ্যগুলির জন্য -
- সমপ্রতিনিধিত্বের ব্যবস্থা আছে
- জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে
- আয়তনের ভিত্তিতে প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে

0 Comments