রাজ্যপাল বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

রাজ্যপাল বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর
রাজ্যপাল বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

রাজ্যপাল

1) ভারতীয় সংবিধানের কোন্ ধারায় রাজ্যপালের হাতে রাজ্যপরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে ?

  1. 154 (1)
  2. 155
  3. 14
  4. 356

Answer : (D) 356


2) সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে - রাজ্যপাল রাজ্য মন্ত্রীসভার ‘সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন ?

  1. অনুচ্ছেদ 160
  2. অনুচ্ছেদ 161
  3. অনুচ্ছেদ 162
  4. অনুচ্ছেদ 163

Answer : (A) অনুচ্ছেদ 160


3) কে রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের পার্শ্ববর্তী কোনও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের দায়িত্ব অর্পণ করতে পারেন ?

  1. সংসদ
  2. মুখ্যমন্ত্রী
  3. রাষ্ট্রপতি
  4. প্রধানমন্ত্রী

Answer : (C) রাষ্ট্রপতি


4) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত হয়েছে রাজ্যপালের হাতে ?

  1. 152
  2. 153
  3. 154
  4. 160

Answer : (C) 154


5) রাজ্যপাল নিযুত হন -

  1. 4 বছরের জন্য
  2. 5 বছরের জন্য
  3. 6 বছরের জন্য
  4. আট বছরের জন্য

Answer : (B) 5 বছরের জন্য


6) কোনও ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন কী ?

  1. না
  2. হ্যা
  3. কেবলমাত্র 6 মাসের জন্য
  4. কেবলমাত্র 1 বছরের জন্য

Answer : (B) হ্যা


7) কোনও ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হলে তাঁর বেতন -

  1. সংশ্লিষ্ট রাজ্যগুলি ভাগাভাগি করে
  2. কেন্দ্রীয় সরকার দেয়
  3. ভারতের সঞ্চিত তহবিলের ওপর ধার্য হয়
  4. রাষ্ট্রপতি যে রাজ্যকে বলবে সেই রাজ্য দেবে

Answer : (A) সংশ্লিষ্ট রাজ্যগুলি ভাগাভাগি করে


8) যখন রাষ্ট্রপতি কোনও রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করেন, তখন তিনি, প্রথা অনুসারে কার সাথে এই নিয়োগের বিষয়ে আলোচনা করেন ?

  1. সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
  2. সংশ্লিষ্ট রাজ্যের বিদায়ী রাজ্যপাল
  3. প্রধানমন্ত্রী
  4. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Answer : (A) সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী


9) সংবিধানের কত নম্বর ধারা বলে একই ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন

  1. 53 নং ধারা
  2. 253 নং ধারা
  3. 153 নং ধারা
  4. 173 নং ধারা

Answer : (C) 153 নং ধারা


10) ভারতের কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল তাঁর সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন ?

  1. সংশ্লিষ্ট রাজ্যের আইনসভা
  2. সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদ
  3. সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
  4. রাষ্ট্রপতি

Answer : (D) রাষ্ট্রপতি


11) রাজ্য আইনসভার অনুমোদন ব্যতিরিকে রাজ্যপালের ঘোষিত কোনও অর্ডিন্যান্স সর্বাধিক কত দিন পর্যন্ত কার্যশীল থাকতে পারে ?

  1. এক বছর
  2. তিন মাস
  3. ছ'মাস
  4. দু'বছর

Answer : (C) ছ'মাস


12) ভারতের কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল যদি তাঁর কার্যকালের মেয়াদ বা টার্ম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান, তাহলে তাঁকে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করতে হবে ?

  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
  4. সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার স্পিকার

Answer : (A) রাষ্ট্রপতি


13) বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক ?

  1. বিধানসভার স্পিকার
  2. মুখ্যমন্ত্রী
  3. রাজ্যের অর্থমন্ত্রী
  4. রাজ্যপাল

Answer : (D) রাজ্যপাল


14) পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন

  1. প্রফুল্ল চন্দ্র সেন
  2. সি রাজাগোপালাচারি
  3. পদ্মজা নাইডু
  4. উপরোক্ত কেউ নন

Answer : (B) সি রাজাগোপালাচারি


15) অঙ্গরাজ্যের শাসনবিভাগীয় প্রধান কে ?

  1. মুখ্যমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. রাজ্যপাল
  4. প্রধানমন্ত্রী

Answer : (C) রাজ্যপাল


16) কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল -

  1. রাজ্য আইনসভা কর্তৃক নির্বাচিত হন
  2. প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হন
  3. কেন্দ্ৰীয় আইনমন্ত্রী কর্তৃক মনোনীত হন
  4. রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন

Answer : (D) রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন


17) রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা

  1. আদালতের এক্তিয়ারভুক্ত
  2. আদালতের এক্তিয়ারভুক্ত নয়
  3. কেবলমাত্র হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের এক্তিয়ারভুক্ত
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (B) আদালতের এক্তিয়ারভুক্ত নয়


18) যখন একটি সংখ্যালঘু সরকারের বিদায়ী মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালকে বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দেন তখন রাজ্যপাল অবশ্যই

  1. বিধানসভা ভেঙে দেন
  2. বিধানসভা সাসপেন্ড করেন
  3. রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন
  4. নিজের ইচ্ছা ও বিবেচনা মতো সিদ্ধান্ত গ্রহণ করেন

Answer : (C) রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন


19) একটি রাজ্যের রাজ্যপাল

  1. বিধান পরিষদের এক-তৃতীয়াংশ সদস্যকে মনোনীত করেন
  2. বিধান পরিষদের এক-ষষ্ঠাংশ সদস্যকে মনোনীত করেন
  3. বিধান সভার এক-তৃতীয়াংশ সদস্যকে মনোনীত করেন
  4. বিধান পরিষদের এক-ষষ্ঠাংশ সদস্যকে মনোনীত করেন

Answer : (D) বিধান পরিষদের এক-ষষ্ঠাংশ সদস্যকে মনোনীত করেন


20) সারকারিয়া কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভারতের কোন্ অঙ্গরাজ্য গভর্নর পদ বিলোপের স্বপক্ষে সাওয়াল করেছিল ?

  1. কৰ্ণাটক
  2. অন্ধ্র প্রদেশ
  3. তামিলনাডু
  4. কেরালা

Answer : (C) তামিলনাডু


21) রাজ্যপাল তাঁর পদে থাকেন -

  1. যতদিন তাঁর প্রতি মুখ্যমন্ত্রীর আস্থা থাকে
  2. রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভরশীল
  3. যতদিন তাঁর প্রতি রাজ্যমন্ত্রীসভার আস্থা থাকে
  4. যতদিন তাঁর প্রতি রাজ্য আইনসভার আস্থা থাকে

Answer : (B) রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভরশীল


22) রাজ্যপালের বেতন ও ভাতা ধার্য থাকে

  1. ভারতের সঞ্চিত তহবিলের ওপর
  2. ভারতের আকস্মিক তহবিলের ওপর
  3. রাজ্যের সঞ্চিত তহবিলের উপর
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (C) রাজ্যের সঞ্চিত তহবিলের উপর


23) রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে রাজ্যপালের দায়িত্ব পালন করেন -

  1. মুখ্যমন্ত্রী
  2. রাজ্য বিধানসভার অধ্যক্ষ
  3. হাইকোর্টের প্রধান বিচারপতি
  4. রাষ্ট্রপতি

Answer : (C) হাইকোর্টের প্রধান বিচারপতি


24) রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন -

  1. রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিলে
  2. মুখ্যমন্ত্রী বললে
  3. রাজ্য আইনসভা অধিবেশনে না থাকলে
  4. রাষ্ট্রপতির আনুষ্ঠানিক অনুমতি পেলে

Answer : (C) রাজ্য আইনসভা অধিবেশনে না থাকলে


25) রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান

  1. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
  2. সংশ্লিষ্ট রাজ্য যে হাই কোর্টের এক্তিয়াভুক্ত সেই হাই কোর্টের প্রধান বিচারপতি
  3. রাষ্ট্রপতি
  4. উপরোক্ত কেউ নন

Answer : (B) সংশ্লিষ্ট রাজ্য যে হাই কোর্টের এক্তিয়াভুক্ত সেই হাই কোর্টের প্রধান বিচারপতি


26) ভারতের কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যে ' রাষ্ট্রপতির শাসন জারি 'র সুপারিশ করতে পারেন

  1. স্বেচ্ছায়
  2. সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী পরিষদের পরামর্শে
  3. সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার পরামর্শে
  4. কেন্দ্রীয় সরকারের নির্দেশে

Answer : (A) স্বেচ্ছায়


27) রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন

  1. রাজ্যপাল
  2. বিধানসভার স্পিকার
  3. মুখ্যমন্ত্রী
  4. মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল

Answer : (D) মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল


28) রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান

  1. রাজ্যপাল
  2. হাইকোর্টের চিফ জাস্টিস
  3. অ্যাডভোকেট জেনারেল
  4. বিধানসভার স্পিকার

Answer : (A) রাজ্যপাল


29) রাজ্যপাল কর্তৃক জারি করা অর্ডিন্যান্স অনুমোদিত হতে হবে -

  1. রাষ্ট্রপতি কর্তৃক
  2. রাজ্য মন্ত্রীসভা কর্তৃক
  3. রাজ্য আইনসভা কর্তৃক
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (C) রাজ্য আইনসভা কর্তৃক


30) রাজ্যের সঞ্চিত তহবিল পরিচালিত হয় -

  1. রাজ্যপাল কর্তৃক
  2. রাজ্যের অর্থমন্ত্রী কর্তৃক
  3. মুখ্যমন্ত্রী কর্তৃক
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (A) রাজ্যপাল কর্তৃক




You May Read Also :

Post a Comment

0 Comments