রাজ্যপাল
1) ভারতীয় সংবিধানের কোন্ ধারায় রাজ্যপালের হাতে রাজ্যপরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে ?
- 154 (1)
- 155
- 14
- 356
Answer : (D) 356
2) সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে - রাজ্যপাল রাজ্য মন্ত্রীসভার ‘সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন ?
- অনুচ্ছেদ 160
- অনুচ্ছেদ 161
- অনুচ্ছেদ 162
- অনুচ্ছেদ 163
Answer : (A) অনুচ্ছেদ 160
3) কে রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের পার্শ্ববর্তী কোনও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের দায়িত্ব অর্পণ করতে পারেন ?
- সংসদ
- মুখ্যমন্ত্রী
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
Answer : (C) রাষ্ট্রপতি
4) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত হয়েছে রাজ্যপালের হাতে ?
- 152
- 153
- 154
- 160
Answer : (C) 154
5) রাজ্যপাল নিযুত হন -
- 4 বছরের জন্য
- 5 বছরের জন্য
- 6 বছরের জন্য
- আট বছরের জন্য
Answer : (B) 5 বছরের জন্য
6) কোনও ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন কী ?
- না
- হ্যা
- কেবলমাত্র 6 মাসের জন্য
- কেবলমাত্র 1 বছরের জন্য
Answer : (B) হ্যা
7) কোনও ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হলে তাঁর বেতন -
- সংশ্লিষ্ট রাজ্যগুলি ভাগাভাগি করে
- কেন্দ্রীয় সরকার দেয়
- ভারতের সঞ্চিত তহবিলের ওপর ধার্য হয়
- রাষ্ট্রপতি যে রাজ্যকে বলবে সেই রাজ্য দেবে
Answer : (A) সংশ্লিষ্ট রাজ্যগুলি ভাগাভাগি করে
8) যখন রাষ্ট্রপতি কোনও রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করেন, তখন তিনি, প্রথা অনুসারে কার সাথে এই নিয়োগের বিষয়ে আলোচনা করেন ?
- সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
- সংশ্লিষ্ট রাজ্যের বিদায়ী রাজ্যপাল
- প্রধানমন্ত্রী
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Answer : (A) সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
9) সংবিধানের কত নম্বর ধারা বলে একই ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন
- 53 নং ধারা
- 253 নং ধারা
- 153 নং ধারা
- 173 নং ধারা
Answer : (C) 153 নং ধারা
10) ভারতের কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল তাঁর সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন ?
- সংশ্লিষ্ট রাজ্যের আইনসভা
- সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদ
- সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
- রাষ্ট্রপতি
Answer : (D) রাষ্ট্রপতি
11) রাজ্য আইনসভার অনুমোদন ব্যতিরিকে রাজ্যপালের ঘোষিত কোনও অর্ডিন্যান্স সর্বাধিক কত দিন পর্যন্ত কার্যশীল থাকতে পারে ?
- এক বছর
- তিন মাস
- ছ'মাস
- দু'বছর
Answer : (C) ছ'মাস
12) ভারতের কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল যদি তাঁর কার্যকালের মেয়াদ বা টার্ম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান, তাহলে তাঁকে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করতে হবে ?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার স্পিকার
Answer : (A) রাষ্ট্রপতি
13) বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক ?
- বিধানসভার স্পিকার
- মুখ্যমন্ত্রী
- রাজ্যের অর্থমন্ত্রী
- রাজ্যপাল
Answer : (D) রাজ্যপাল
14) পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন
- প্রফুল্ল চন্দ্র সেন
- সি রাজাগোপালাচারি
- পদ্মজা নাইডু
- উপরোক্ত কেউ নন
Answer : (B) সি রাজাগোপালাচারি
15) অঙ্গরাজ্যের শাসনবিভাগীয় প্রধান কে ?
- মুখ্যমন্ত্রী
- রাষ্ট্রপতি
- রাজ্যপাল
- প্রধানমন্ত্রী
Answer : (C) রাজ্যপাল
16) কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল -
- রাজ্য আইনসভা কর্তৃক নির্বাচিত হন
- প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হন
- কেন্দ্ৰীয় আইনমন্ত্রী কর্তৃক মনোনীত হন
- রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন
Answer : (D) রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন
17) রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা
- আদালতের এক্তিয়ারভুক্ত
- আদালতের এক্তিয়ারভুক্ত নয়
- কেবলমাত্র হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের এক্তিয়ারভুক্ত
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) আদালতের এক্তিয়ারভুক্ত নয়
18) যখন একটি সংখ্যালঘু সরকারের বিদায়ী মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালকে বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দেন তখন রাজ্যপাল অবশ্যই
- বিধানসভা ভেঙে দেন
- বিধানসভা সাসপেন্ড করেন
- রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন
- নিজের ইচ্ছা ও বিবেচনা মতো সিদ্ধান্ত গ্রহণ করেন
Answer : (C) রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন
19) একটি রাজ্যের রাজ্যপাল
- বিধান পরিষদের এক-তৃতীয়াংশ সদস্যকে মনোনীত করেন
- বিধান পরিষদের এক-ষষ্ঠাংশ সদস্যকে মনোনীত করেন
- বিধান সভার এক-তৃতীয়াংশ সদস্যকে মনোনীত করেন
- বিধান পরিষদের এক-ষষ্ঠাংশ সদস্যকে মনোনীত করেন
Answer : (D) বিধান পরিষদের এক-ষষ্ঠাংশ সদস্যকে মনোনীত করেন
20) সারকারিয়া কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভারতের কোন্ অঙ্গরাজ্য গভর্নর পদ বিলোপের স্বপক্ষে সাওয়াল করেছিল ?
- কৰ্ণাটক
- অন্ধ্র প্রদেশ
- তামিলনাডু
- কেরালা
Answer : (C) তামিলনাডু
21) রাজ্যপাল তাঁর পদে থাকেন -
- যতদিন তাঁর প্রতি মুখ্যমন্ত্রীর আস্থা থাকে
- রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভরশীল
- যতদিন তাঁর প্রতি রাজ্যমন্ত্রীসভার আস্থা থাকে
- যতদিন তাঁর প্রতি রাজ্য আইনসভার আস্থা থাকে
Answer : (B) রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভরশীল
22) রাজ্যপালের বেতন ও ভাতা ধার্য থাকে
- ভারতের সঞ্চিত তহবিলের ওপর
- ভারতের আকস্মিক তহবিলের ওপর
- রাজ্যের সঞ্চিত তহবিলের উপর
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) রাজ্যের সঞ্চিত তহবিলের উপর
23) রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে রাজ্যপালের দায়িত্ব পালন করেন -
- মুখ্যমন্ত্রী
- রাজ্য বিধানসভার অধ্যক্ষ
- হাইকোর্টের প্রধান বিচারপতি
- রাষ্ট্রপতি
Answer : (C) হাইকোর্টের প্রধান বিচারপতি
24) রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন -
- রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিলে
- মুখ্যমন্ত্রী বললে
- রাজ্য আইনসভা অধিবেশনে না থাকলে
- রাষ্ট্রপতির আনুষ্ঠানিক অনুমতি পেলে
Answer : (C) রাজ্য আইনসভা অধিবেশনে না থাকলে
25) রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- সংশ্লিষ্ট রাজ্য যে হাই কোর্টের এক্তিয়াভুক্ত সেই হাই কোর্টের প্রধান বিচারপতি
- রাষ্ট্রপতি
- উপরোক্ত কেউ নন
Answer : (B) সংশ্লিষ্ট রাজ্য যে হাই কোর্টের এক্তিয়াভুক্ত সেই হাই কোর্টের প্রধান বিচারপতি
26) ভারতের কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যে ' রাষ্ট্রপতির শাসন জারি 'র সুপারিশ করতে পারেন
- স্বেচ্ছায়
- সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী পরিষদের পরামর্শে
- সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার পরামর্শে
- কেন্দ্রীয় সরকারের নির্দেশে
Answer : (A) স্বেচ্ছায়
27) রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন
- রাজ্যপাল
- বিধানসভার স্পিকার
- মুখ্যমন্ত্রী
- মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল
Answer : (D) মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল
28) রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান
- রাজ্যপাল
- হাইকোর্টের চিফ জাস্টিস
- অ্যাডভোকেট জেনারেল
- বিধানসভার স্পিকার
Answer : (A) রাজ্যপাল
29) রাজ্যপাল কর্তৃক জারি করা অর্ডিন্যান্স অনুমোদিত হতে হবে -
- রাষ্ট্রপতি কর্তৃক
- রাজ্য মন্ত্রীসভা কর্তৃক
- রাজ্য আইনসভা কর্তৃক
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) রাজ্য আইনসভা কর্তৃক
30) রাজ্যের সঞ্চিত তহবিল পরিচালিত হয় -
- রাজ্যপাল কর্তৃক
- রাজ্যের অর্থমন্ত্রী কর্তৃক
- মুখ্যমন্ত্রী কর্তৃক
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (A) রাজ্যপাল কর্তৃক

0 Comments