অর্থবিল
1) যখন কোন অর্থবিল রাজ্যসভায় পাঠানো হয় তখন রাজ্যসভা সেটি কত দিনের মধ্যে রিটার্ন করতে বাধ্য থাকে ?
- 14 দিন
- 15 দিন
- 30 দিন
- 60 দিন
Answer : (A) 14 দিন
2) অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উচ্চস্থাপিত হতে পারে ?
- পার্লামেন্টের যে কোন কক্ষে
- কেবলমাত্র লোকসভায়
- কেবলমাত্র রাজ্যসভায়
- কেবলমাত্র পার্লামেন্টের যৌথসভায়
Answer : (B) কেবলমাত্র লোকসভায়
3) কোনও বিল অর্থবিল কিনা তা কে ঠিক করেন ?
- রাষ্ট্রপতি
- লোকসভার অধ্যক্ষ
- উপ-রাষ্ট্রপতি
- অর্থমন্ত্রী
Answer : (B) লোকসভার অধ্যক্ষ
4) লোকসভায় কোনও অর্থবিল পাশ হয়ে যাওয়ার পর রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্তগ্রহণে সর্বাধিক কত দিন বিলম্ব করতে পারে ?
- 10 দিন
- 14 দিন
- 30 দিন
- 60 দিন
Answer : (B) 14 দিন
5) বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক ?
- বিধানসভার স্পিকার
- মুখ্যমন্ত্রী
- রাজ্যের অর্থমন্ত্রী
- রাজ্যপাল
Answer : (D) রাজ্যপাল

0 Comments