জরুরি অবস্থা বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

জরুরি অবস্থা বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর
জরুরি অবস্থা বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

জরুরি অবস্থা

1) ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন

  1. জাতীয় জরুরি অবস্থা
  2. শাসনতান্ত্রিক জরুরি অবস্থা
  3. অর্থনৈতিক জরুরি অবস্থা
  4. উপরোক্ত সবক'টি

Answer : (D) উপরোক্ত সবক'টি


2) সারা ভারতে আপৎকালীন অবস্থা জারি করতে পারেন

  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. প্রধান সেনাপতি
  4. লোকসভার অধ্যক্ষ

Answer : (A) রাষ্ট্রপতি


3) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাবলে রাষ্ট্রপতি কোনও রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে ?

  1. 352
  2. 356
  3. 360
  4. 370

Answer : (B) 356


4) মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন -

  1. সংসদ
  2. সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি .
  3. সর্বোচ্চ আদালতের সুপারিশক্রমে রাষ্ট্রপতি
  4. মন্ত্রীসভার অনুমোদনক্রমে রাষ্ট্রপতি

Answer : (D) মন্ত্রীসভার অনুমোদনক্রমে রাষ্ট্রপতি


5) ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন যদি থাকে

  1. যুদ্ধ অথবা যুদ্ধের ভয়
  2. সংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা
  3. আর্থিক অস্থিরতা
  4. এই তিনটির মধ্যে যে কোনও একটি

Answer : (D) এই তিনটির মধ্যে যে কোনও একটি


6) ভারতের কোন্ রাজ্যটি সব থেকে বেশীবার রাষ্ট্রপতির শাসনের আওতায় এসেছে ?

  1. পাঞ্জাব
  2. হিমাচল প্রদেশ
  3. কেরালা
  4. কৰ্ণাটক

Answer : (A) পাঞ্জাব


7) সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলোযোগের হাত থেকে রক্ষা করতে পারে ?

  1. 355 নং ধারা
  2. 356 নং ধারা
  3. 359 নং ধারা
  4. 360 নং ধারা

Answer : (A) 355 নং ধারা


8) নিম্নে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন্ মামলায় সুপ্রীম কোর্টের রায়ে কোনও রাজ্য সংবিধানের 356 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি প্রায় অসম্ভব হয়ে উঠেছে ?

  1. এ. কে. গোপালন বনাম ভারত সরকার
  2. এস. আর. বোম্বাই বনাম ভারত সরকার। কর্ণাটক রাজ্য সম্পর্কে ।
  3. কাবেরী জলবন্টন সংক্রান্ত দুই দক্ষিণী রাজ্যের মামলা
  4. উপরের কোনটিই নয়

Answer : (B) এস. আর. বোম্বাই বনাম ভারত সরকার। কর্ণাটক রাজ্য সম্পর্কে ।


9) ভারতের রাষ্ট্রপতি আজ পর্যন্ত মোট কতবার ' জাতীয় আপৎকালীন অবস্থা ' ঘোষণা করেছেন ?

  1. কখনই নয়
  2. শুধু একবার
  3. মাত্র দু'বার
  4. তিন বার

Answer : (D) তিন বার


10) আর্থিক জরুরি অবস্থা [ 360 নং ধারা ] প্রথম জারি হয়েছিল

  1. 1962 সালে
  2. 1965 সালে
  3. 1975 সালে
  4. উপরের কোনটিইই নয়

Answer : (D) উপরের কোনটিইই নয়


11) কোন্ প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ করা হয়েছিল ?

  1. ভি. পি. সিং
  2. রাজীব গান্ধী
  3. এ. বি. বাজপেয়ী
  4. নরসিমা রাও

Answer : (B) রাজীব গান্ধী


12) কত প্রকার জররি অবস্থার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে

  1. এক
  2. দুই
  3. তিন
  4. চার

Answer : (C) তিন


13) ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন

  1. 352 নং ধারা অনুযায়ী
  2. 356 নং ধারা অনুযায়ী
  3. 360 নং ধারা অনুযায়ী
  4. এই ধারাগুলোর কোনটির মাধ্যমেই নয়

Answer : (A) 352 নং ধারা অনুযায়ী


14) ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে যদি

  1. আর্থিক স্থিতাবস্থা বিঘ্নিত হয়
  2. যুদ্ধ শুরু হয় বা তার সম্ভাবনা দেখা দেয়
  3. সাংবিধানিক কাঠামো বিপর্যস্ত হয়
  4. উপরোক্ত ঘটনাগুলোর মধ্যে যে কোন একটি

Answer : (D) উপরোক্ত ঘটনাগুলোর মধ্যে যে কোন একটি


15) 44 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ঘোষণা করা হয়

  1. ক্যাবিনেটের লিখিত পরামর্শের অনুলিপি ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারবেন না
  2. রাষ্ট্রপতি স্বেচ্ছায় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন
  3. প্রধানমন্ত্রীর যে কোনও নির্দেশ জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে রাষ্ট্রপতি মেনে চলবেন
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (A) ক্যাবিনেটের লিখিত পরামর্শের অনুলিপি ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারবেন না


16) জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে সশস্ত্র বিদ্রোহ কে কারণ হিসেবে অনতর্ভুক্ত করা হয়েছে কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?

  1. 42 তম
  2. 44 তম
  3. 38 তম
  4. 46 তম

Answer : (B) 44 তম


17) নিম্নলিখিত অঙ্গরাজ্যগুলির মধ্যে কোনটিতে প্রথম রাষ্ট্রপতি শাসন ( 356 নং ধারা) জারি হয়েছিল ?

  1. কেরালা
  2. বোম্বে
  3. পাঞ্জাব
  4. উত্তর প্রদেশ

Answer : (C) পাঞ্জাব


18) লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়ানো যায়

  1. রাষ্ট্রপতির দ্বারা, তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে
  2. নির্বাচন কমিশনের সুপারিশক্রমে রাষ্ট্রপতির দ্বারা .
  3. রাষ্ট্রপতির দ্বারা, জরুরি অবস্থার সময়
  4. রাষ্ট্রপতির দ্বারা, জাতীয় জরুরি অবস্থার সময়

Answer : (D) রাষ্ট্রপতির দ্বারা, জাতীয় জরুরি অবস্থার সময়


19) জাতীয় জরুরি অবস্থা চলাকালীন, রাষ্ট্রপতি, প্রথম ধাপে, লোকসভার কার্যকালের মেয়াদ কত দিন বাড়াতে পারেন ?

  1. এক মাস
  2. তিন মাস
  3. ছ'মাস
  4. এক বছর

Answer : (D) এক বছর


20) ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি আবস্থা জারি করতে পারেন যদি তিনি ঐ মর্মে

  1. প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ লাভ করেন
  2. ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ লাভ করেন
  3. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির লিখিত পরামর্শ লাভ করেন
  4. লোকসভার স্পিকারের লিখিত পরামর্শ লাভ করেন

Answer : (B) ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ লাভ করেন


21) রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থা 'র ঘোষণাকে কত দিনের মধ্যে সংসদের উভয়কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয় ?

  1. এক মাস
  2. দু'মাস
  3. ছ'মাস
  4. জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে একমাস এবং বাকি দু'টি জরুরি অবস্থার ক্ষেত্রে দু'মাস

Answer : (D) জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে একমাস এবং বাকি দু'টি জরুরি অবস্থার ক্ষেত্রে দু'মাস


22) কত সালে ভারতে প্রথম জারি হয়েছিল ' জাতীয় জরুরি অবস্থা ?

  1. 1952
  2. 1962
  3. 1965
  4. 1971

Answer : (B) 1962


23) আভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য প্রথম কত সালে জারি হয় জাতীয় জরুরি অবস্থা ?

  1. 1962
  2. 1965
  3. 1973
  4. 1975

Answer : (D) 1975


24) 1975 সালে যখন ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন

  1. ইন্দিরা গান্ধী
  2. মুরাজ্জি দেশাই লাল
  3. বাহাদুর শাস্ত্রী
  4. জওহরলাল নেহেরু

Answer : (A) ইন্দিরা গান্ধী


25) ভারতের অঙ্গরাজ্যগুলিতে নির্বাচিত সরকারকে বরখাস্ত করার যে অধিকার প্রদান করা হয়েছে কেন্দ্রীয় সরকারকে, ভারতীয় সংবিধানের 356 নং ধারায়, তার উপর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় প্রদান করে নিম্নলিখিত মামলাগুলির মধ্যে কোনটিতে ?

  1. মিনার্ভা মিল মামলা
  2. এস আর বোম্মাই মামলা
  3. সজ্জন সিং মামলা
  4. গোলকনাথ মামলা

Answer : (B) এস আর বোম্মাই মামলা


26) ভারতের কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যে ' রাষ্ট্রপতির শাসন জারি 'র সুপারিশ করতে পারেন

  1. স্বেচ্ছায়
  2. সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী পরিষদের পরামর্শে
  3. ংশ্লিষ্ট রাজ্যের আইনসভার পরামর্শে
  4. কেন্দ্রীয় সরকারের নির্দেশে

Answer : (A) স্বেচ্ছায়


27) সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে বিবৃত মৌলিক অধিকারগুলি বাতিল হয়ে যায় কোন্ প্রকার জরুরি অবস্থা জারি হলে ?

  1. জাতীয় জরুরি অবস্থা
  2. 356 ধারার অধীনে জারি হওয়া জরুরি অবস্থা
  3. আর্থিক জরুরি অবস্থা
  4. উপরোক্ত কোনটিই নয়।

Answer : (A) জাতীয় জরুরি অবস্থা


28) রাজ্য আইনসভা কর্তৃক গৃহীত সকল আর্থিক বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠাতে হয়-

  1. জাতীয় জরুরি অবস্থা জারি থাকলে
  2. 356 ধারার অধীনে জারি হওয়া জরুরি অবস্থা জারি থাকলে
  3. আর্থিক জরুরি অবস্থা জারি থাকলে
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (C) আর্থিক জরুরি অবস্থা জারি থাকলে


29) রাষ্ট্রপতি কোনও রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন যদি -

  1. রাজ্যপাল সুপারিশ করেন
  2. যদি প্রধানমন্ত্রী সুপারিশ করেন
  3. যদি কেন্দ্রীয় মন্ত্রীসভা সুপারিশ করে
  4. রাষ্ট্রপতি যদি রাজ্যপালের সুপারিশে সন্তুষ্ট হন ও মনে করেন সংশ্লিষ্ট রাজ্যে সংবিধান অনুযায়ী শাসনকার্য পরিচালিত হচ্ছে না

Answer : (D) রাষ্ট্রপতি যদি রাজ্যপালের সুপারিশে সন্তুষ্ট হন ও মনে করেন সংশ্লিষ্ট রাজ্যে সংবিধান অনুযায়ী শাসনকার্য পরিচালিত হচ্ছে না


30) তিন প্রকার জরুরি অবস্থার মধ্যে কোনটি সব থেকে বেশী বার ঘোষিত হয়েছে ?

  1. জাতীয় জরুরি অবস্থা
  2. রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থার পরিপ্রেক্ষিতে ঘোষিত জরুরি অবস্থা
  3. আর্থিক জরুরি অবস্থা
  4. উপরোক্ত তিন প্রকার জরুরি অবস্থা সমানভাবে

Answer : (B) রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থার পরিপ্রেক্ষিতে ঘোষিত জরুরি অবস্থা


31) পশ্চিমবঙ্গে শেষ কবে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল ?

  1. 1970
  2. 1972
  3. 1977
  4. 1982

Answer : (C) 1977


32) আজ পর্যন্ত মোট কতবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল ?

  1. 1 বার
  2. 2 বার
  3. 3 বার
  4. 4 বার

Answer : (D) 4 বার


33) ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল ?

  1. পাঞ্জাব.
  2. কেরালা
  3. আসাম
  4. বিহার

Answer : (A) পাঞ্জাব.


34) পাঞ্জাবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় কত সালে ?

  1. 1950
  2. 1951
  3. 1952
  4. 1953

Answer : (B) 1951


35) ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারী কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন ?

  1. 352 নং ধারা
  2. 356 নং ধারা
  3. 360নং ধারা
  4. 11 নং ধারা

Answer : (C) 360নং ধারা


36) রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ কত ?

  1. এক বছর
  2. দু'বছর
  3. তিন বছর
  4. চার বছর

Answer : (C) তিন বছর


37) পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল কত সালে ?

  1. 1966 সালে
  2. 1967 সালে
  3. 1968 সালে
  4. 1970 সালে

Answer : (C) 1968 সালে


38) আজ পর্যন্ত মোট কতবার আর্থিক অবস্থা জারি হয়েছে ?

  1. এক বার
  2. দু'বার
  3. তিন বার
  4. একবারও নয়

Answer : (D) একবারও নয়


39) জাতীয় জরুরি অবস্থা সংসদে অনুমোদিত হলে জারি থাকে

  1. তিন মাস
  2. ছ'মাস
  3. ন'মাস
  4. এক মাস

Answer : (B) ছ'মাস


40) আর্থিক জরুরি অবস্থা জারি করা জায় যদি -

  1. দেশের আর্থিক অবস্থা বা নিশ্চয়তা বিপন্ন হয় বা তার আশঙ্কা দেখা যায়
  2. যুদ্ধের সময় অতিরিক্ত ব্যয় নির্বাহের প্রয়োজন হয়
  3. নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক এই মর্মেদ সুপারিশ করেন
  4. বেশির ভাগ রাজ্যের আইনসভা এই মর্মে সুপারিশ করে

Answer : (A) দেশের আর্থিক অবস্থা বা নিশ্চয়তা বিপন্ন হয় বা তার আশঙ্কা দেখা যায়


41) কোনও রাজ্যে 356ধারার অধীনে জারি হওয়া জরুরি অবস্থা সর্বাধিক কতদিন কার্যকর থাকতে পারে ?

  1. ছ'মাস
  2. এক বছর
  3. দু'বছর
  4. অনির্দিষ্টকাল

Answer : (B) এক বছর


42) কোনও রাজ্যে 356 ধারার অধীনে জারি হওয়া জরুরি অবস্থা এক বছরের বেশিও কার্যকর থাকতে পারে যদি -

  1. রাষ্ট্রপতি মনে করেন
  2. কেন্দ্রীয় মন্ত্রীসভা মনে করে
  3. সংসদ মনে করে
  4. যদি নির্বাচন কমিশন মনে করে সুষ্ঠ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি

Answer : (B) কেন্দ্রীয় মন্ত্রীসভা মনে করে


43) কোন্ প্রকার জরুরি অবস্থা নিয়ে আজ পর্যন্ত সব থেকে বেশি বিতর্ক হয়েছে ?

  1. জাতীয় জরুরি অবস্থা
  2. 356 ধারার অধীনে জারি হওয়া জরুরি অবস্থা
  3. আর্থিক জরুরি অবস্থা
  4. উপরোক্ত সবগুলিই

Answer : (B) 356 ধারার অধীনে জারি হওয়া জরুরি অবস্থা


44) জাতীয় জরুরি অবস্থা সর্বাধিক কতদিন কার্যকর থাকতে পারে ?

  1. ছ'মাস
  2. ন'মাস
  3. এক বছর
  4. অনির্দিষ্টকাল

Answer : (D) অনির্দিষ্টকাল


45) ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, জরুরী অবস্থা ঘোষণাকালীন সময় ছাড়া মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যায় না ?

  1. 352 নং ধারা
  2. 356 নং ধারা
  3. 360 নং ধারা
  4. 359 নং ধারা

Answer : (D) 359 নং ধারা


46) 1975 সালে যখন ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি হয়, তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন

  1. নিলম সঞ্জীব রেড্ডি
  2. ফকরুদ্দিন আলি আহমেদ
  3. ভি ভি গিরি
  4. জ্ঞানী জৈল সিং

Answer : (B) ফকরুদ্দিন আলি আহমেদ


47) জাতীয় জরুরী অবস্থার কারণের মধ্যে সশস্ত্র বিদ্রোহ এই শব্দদ্বয় সংযুক্ত হয়েছে কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?

  1. 42 তম
  2. 44 তম
  3. 38 তম
  4. 46 তম

Answer : (B) 44 তম




You May Read Also :

Post a Comment

0 Comments