নির্বাচন কমিশন বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

নির্বাচন কমিশন বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর
নির্বাচন কমিশন বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

নির্বাচন কমিশন

1) মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া অন্য দু'জন নির্বাচন কমিশনারদের নির্দিষ্ট সময়ের আগেই পদচ্যূত করা যায় -

  1. রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী
  2. মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক .
  3. সংসদের সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক
  4. মন্ত্রীসভার সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক

Answer : (B) মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক .


2) ভারতীয় নাগরিকদের ভোটাধিকার কি ধরনের অধিকার ?

  1. মৌলিক অধিকার
  2. রাজনৈতিক অধিকার
  3. নৈতিক অধিকার
  4. আইনী অধিকার

Answer : (B) রাজনৈতিক অধিকার


3) মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হন কিভাবে ?

  1. সংসদ নির্বাচিত করে
  2. সংসদ বিষয়ক মন্ত্রী দ্বারা নিয়োজিত হন
  3. রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত হন
  4. প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত হন

Answer : (C) রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত হন


4) নিম্নের তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক ?
1. ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় 61 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে
2. ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় 1985 সালে
3. ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্বের সময়কালে
4. ভারতীয় নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের 326 নং ধারায়

  1. 1, 2 এবং 3
  2. 1 এবং 2
  3. 1, 3 এবং 4
  4. 2, 3 এবং 4

Answer : (C) 1, 3 এবং 4


5) বর্তমানে ভারতের নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও আছেন

  1. দু'জন নির্বাচন কমিশনার
  2. তিন জন নির্বাচন কমিশনার
  3. পাঁচ জন নির্বাচন কমিশনার
  4. ছ'জন নির্বাচন কমিশনার

Answer : (A) দু'জন নির্বাচন কমিশনার


6) 61 তম সংবিধান সংশোধনীতে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়সকে 21 থেকে কমিয়ে 18 করা হয় ?

  1. 321 নং ধারা
  2. 32.2 নং ধারা
  3. 324 নং ধারা
  4. 326 নং ধারা

Answer : (D) 326 নং ধারা


7) মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া বাকি দু'জন নির্বাচন কমিশনার নিযুক্ত হন-

  1. রাষ্ট্রপতি কর্তৃক
  2. মুখ্য নির্বাচন কমিশন কর্তৃক
  3. প্রধানমন্ত্রী কর্তৃক
  4. সংসদ কর্তৃক

Answer : (A) রাষ্ট্রপতি কর্তৃক


8) কত সালে ভারত সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু ও চূড়ান্ত ফল ঘোষণার মদ্যবর্তী সময়ে এক্সিট পোল আয়োজন এবং তার ভিত্তিতে সম্ভাব্য ফল প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করে ?

  1. 2004
  2. 2005
  3. 2009
  4. 2008

Answer : (D) 2008


9) মুখ্য নির্বাচন কমিশনারকে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যূত করতে পারেন

  1. রাষ্ট্রপতি
  2. রাষ্ট্রপতি, সংসদের সুপারিশে
  3. রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সুপারিশে
  4. রাষ্ট্রপতি, ক্যাবিনেটের সুপারিশে

Answer : (B) রাষ্ট্রপতি, সংসদের সুপারিশে


10) নিম্নলিখিত পদাধিকারীদের মধ্যে কার পদচ্যূতিতে সংসদের কোনও ভূমিকা থাকে না ?

  1. মুখ্য নির্বাচনী আধিকারিক
  2. সুপ্রিম কোর্টের বিচারপতি
  3. হাই কোর্টের বিচারপতি
  4. সুপ্রিম কোর্ট এবং হাই কোর্ট এর বিচারপতি

Answer : (A) মুখ্য নির্বাচনী আধিকারিক


11) ইলেকশন কমিশনারগণ নিযুক্ত হন

  1. ভারতের সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা
  2. ভারতের রাষ্ট্রপতির দ্বারা
  3. ভারতের উপরাষ্ট্রপতির দ্বারা
  4. ভারতের প্রধানমন্ত্রীর দ্বারা

Answer : (B) ভারতের রাষ্ট্রপতির দ্বারা


12) ভারতের নির্বাচন কমিশন কার অধীনস্থ ?

  1. রাষ্ট্রপতি
  2. সুপ্রিম কোর্ট
  3. প্রধানমন্ত্রী
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (D) উপরোক্ত কোনটিই নয়


13) নির্বাচন কমিশনাররা নিযুক্ত হন

  1. 4 বছরের জন্য
  2. 5 বছরের জন্য
  3. 6 বছরের জন্য
  4. 7 বছরের জন্য

Answer : (B) 5 বছরের জন্য




You May Read Also :

Post a Comment

0 Comments