মুখ্যমন্ত্রী বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

মুখ্যমন্ত্রী বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর
মুখ্যমন্ত্রী বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

মুখ্যমন্ত্রী

1) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে জ্যোতি বসু কত বছর ক্ষমতায় আসীন ছিলেন ?

  1. 20
  2. 23
  3. 25
  4. 30

Answer : (B) 23


2) রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধান কে ?

  1. মুখ্য সচিব
  2. রাজ্যপাল
  3. মুখ্যমন্ত্রী
  4. প্রধান সচিব

Answer : (C) মুখ্যমন্ত্রী


3) যখন রাষ্ট্রপতি কোনও রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করেন, তখন তিনি , প্রথা অনুসারে কার সাথে এই নিয়োগের বিষয়ে আলোচনা করেন ?

  1. সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
  2. সংশ্লিষ্ট রাজ্যের বিদায়ী রাজ্যপাল
  3. প্রধানমন্ত্রী
  4. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Answer : (A) সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী


4) রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন

  1. রাজ্যপাল
  2. বিধানসভার স্পিকার
  3. মুখ্যমন্ত্রী
  4. মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল

Answer : (D) মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল


5) কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তাঁর মন্ত্রীপরিষদের কোনও সদস্যকে মন্ত্রকচ্যুত করতে চান, তাহলে তিনি উক্ত মন্ত্রীকে

  1. পদত্যাগপত্র প্রেরণের নির্দেশ দিতে পারেন
  2. রাজ্যপালের দ্বারা বরখাস্ত করাতে পারেন
  3. মন্ত্রীপরিষদের রিসাফলিং করার মাধ্যমে মন্ত্রলচ্যূত করতে পারেন
  4. উপরোক্ত সবক'টি সঠিক

Answer : (D) উপরোক্ত সবক'টি সঠিক


6) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন -

  1. প্রফুল্ল রায়
  2. বিধান চন্দ্র রায়
  3. প্রফুল্ল ঘোষ
  4. অজয় মুখার্জী

Answer : (C) প্রফুল্ল ঘোষ


7) নিম্ন লিখিত মুখ্যমন্ত্রীদের মধ্যে কে কোনও একটি ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সব থেকে বেশী সময় দায়িত্বশীল ছিলেন ?

  1. জ্যোতি বসু
  2. এম জি রামচন্দ্রন
  3. শরদ পাওয়ার
  4. বিজু পট্টনায়ক

Answer : (A) জ্যোতি বসু


8) স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম -

  1. অমৃতা কাউর
  2. বিজয় লক্ষ্মী পন্ডিত
  3. সুচেতা কৃপালিনী
  4. পদ্মজা নাইডু

Answer : (C) সুচেতা কৃপালিনী


9) ডঃ সি রাজাগোপালাচারি কোন্ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ?

  1. পশ্চিমবঙ্গ
  2. মাদ্রাজ
  3. মধ্যপ্রদেশ
  4. উত্তর প্রদেশ

Answer : (A) পশ্চিমবঙ্গ


10) নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক নয় ?

  1. সুচেতা কৃপালিনী - উঃ প্রদেশ
  2. নন্দিনী সৎপতি - পশ্চিম বঙ্গ
  3. শশীকলা কাদোকার - গোয়া
  4. জানকী রামচন্দ্রন - তামিল নাডু

Answer : (B) নন্দিনী সৎপতি - পশ্চিম বঙ্গ


11) রাজ্য সচিবালয়ের অরাজনৈতিক প্রধান কে ?

  1. মুখ্য সচিব
  2. রাজ্যপাল
  3. মুখ্যমন্ত্রী
  4. প্রধান সচিব

Answer : (A) মুখ্য সচিব


12) ভারতের অঙ্গরাজ্যগুলির মুখ্যমন্ত্রী

  1. রাজ্য আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন
  2. সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন
  3. রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন
  4. হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শমতো সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন

Answer : (B) সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন


13) রাজ্যের মন্ত্রীপরিষদের সভায় সভাপতিত্ব করেন

  1. রাজ্যপাল
  2. মুখ্যমন্ত্রী
  3. বিধানসভার স্পিকার
  4. অ্যাডভোকেট জেনারেল

Answer : (B) মুখ্যমন্ত্রী


14) কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে অথবা তাঁর মৃত্যুর ঘটনা ঘটলে

  1. আপনা থেকেই সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদ ভেঙে যায়
  2. আপনা থেকেই সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদের প্রবীণতম সদস্য কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর পদে বহাল হন
  3. আপনা থেকেই বিধানসভা ভেঙে যায়
  4. রআজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে অবিলম্বে রাজ্যের মন্ত্রীপরিষদের কোনও যোগ্য সদস্যকে কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর পদে বহাল করেন

Answer : (A) আপনা থেকেই সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদ ভেঙে যায়


15) রাজ্য মন্ত্রীসভার প্রধান হলেন

  1. সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
  2. সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল
  3. সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার স্পিকার
  4. উপরোক্ত কেউ নন

Answer : (A) সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী


16) স্বাধীন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী

  1. নন্দিনী সৎপতি
  2. পদ্মজা নাইডু
  3. মায়াবতী
  4. সরোজিনী নাইডু

Answer : (C) মায়াবতী




You May Read Also :

Post a Comment

0 Comments