মুখ্যমন্ত্রী
1) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে জ্যোতি বসু কত বছর ক্ষমতায় আসীন ছিলেন ?
- 20
- 23
- 25
- 30
Answer : (B) 23
2) রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধান কে ?
- মুখ্য সচিব
- রাজ্যপাল
- মুখ্যমন্ত্রী
- প্রধান সচিব
Answer : (C) মুখ্যমন্ত্রী
3) যখন রাষ্ট্রপতি কোনও রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করেন, তখন তিনি , প্রথা অনুসারে কার সাথে এই নিয়োগের বিষয়ে আলোচনা করেন ?
- সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
- সংশ্লিষ্ট রাজ্যের বিদায়ী রাজ্যপাল
- প্রধানমন্ত্রী
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Answer : (A) সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
4) রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন
- রাজ্যপাল
- বিধানসভার স্পিকার
- মুখ্যমন্ত্রী
- মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল
Answer : (D) মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল
5) কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তাঁর মন্ত্রীপরিষদের কোনও সদস্যকে মন্ত্রকচ্যুত করতে চান, তাহলে তিনি উক্ত মন্ত্রীকে
- পদত্যাগপত্র প্রেরণের নির্দেশ দিতে পারেন
- রাজ্যপালের দ্বারা বরখাস্ত করাতে পারেন
- মন্ত্রীপরিষদের রিসাফলিং করার মাধ্যমে মন্ত্রলচ্যূত করতে পারেন
- উপরোক্ত সবক'টি সঠিক
Answer : (D) উপরোক্ত সবক'টি সঠিক
6) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন -
- প্রফুল্ল রায়
- বিধান চন্দ্র রায়
- প্রফুল্ল ঘোষ
- অজয় মুখার্জী
Answer : (C) প্রফুল্ল ঘোষ
7) নিম্ন লিখিত মুখ্যমন্ত্রীদের মধ্যে কে কোনও একটি ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সব থেকে বেশী সময় দায়িত্বশীল ছিলেন ?
- জ্যোতি বসু
- এম জি রামচন্দ্রন
- শরদ পাওয়ার
- বিজু পট্টনায়ক
Answer : (A) জ্যোতি বসু
8) স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম -
- অমৃতা কাউর
- বিজয় লক্ষ্মী পন্ডিত
- সুচেতা কৃপালিনী
- পদ্মজা নাইডু
Answer : (C) সুচেতা কৃপালিনী
9) ডঃ সি রাজাগোপালাচারি কোন্ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ?
- পশ্চিমবঙ্গ
- মাদ্রাজ
- মধ্যপ্রদেশ
- উত্তর প্রদেশ
Answer : (A) পশ্চিমবঙ্গ
10) নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক নয় ?
- সুচেতা কৃপালিনী - উঃ প্রদেশ
- নন্দিনী সৎপতি - পশ্চিম বঙ্গ
- শশীকলা কাদোকার - গোয়া
- জানকী রামচন্দ্রন - তামিল নাডু
Answer : (B) নন্দিনী সৎপতি - পশ্চিম বঙ্গ
11) রাজ্য সচিবালয়ের অরাজনৈতিক প্রধান কে ?
- মুখ্য সচিব
- রাজ্যপাল
- মুখ্যমন্ত্রী
- প্রধান সচিব
Answer : (A) মুখ্য সচিব
12) ভারতের অঙ্গরাজ্যগুলির মুখ্যমন্ত্রী
- রাজ্য আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন
- সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন
- রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন
- হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শমতো সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন
Answer : (B) সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন
13) রাজ্যের মন্ত্রীপরিষদের সভায় সভাপতিত্ব করেন
- রাজ্যপাল
- মুখ্যমন্ত্রী
- বিধানসভার স্পিকার
- অ্যাডভোকেট জেনারেল
Answer : (B) মুখ্যমন্ত্রী
14) কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে অথবা তাঁর মৃত্যুর ঘটনা ঘটলে
- আপনা থেকেই সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদ ভেঙে যায়
- আপনা থেকেই সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদের প্রবীণতম সদস্য কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর পদে বহাল হন
- আপনা থেকেই বিধানসভা ভেঙে যায়
- রআজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে অবিলম্বে রাজ্যের মন্ত্রীপরিষদের কোনও যোগ্য সদস্যকে কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর পদে বহাল করেন
Answer : (A) আপনা থেকেই সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদ ভেঙে যায়
15) রাজ্য মন্ত্রীসভার প্রধান হলেন
- সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
- সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল
- সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার স্পিকার
- উপরোক্ত কেউ নন
Answer : (A) সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
16) স্বাধীন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী
- নন্দিনী সৎপতি
- পদ্মজা নাইডু
- মায়াবতী
- সরোজিনী নাইডু
Answer : (C) মায়াবতী

0 Comments