উপরাষ্ট্রপতি বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

উপরাষ্ট্রপতি বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

উপরাষ্ট্রপতি

1) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ?

  1. জি. এস. পাঠক
  2. ডাঃ এস. রাধাকৃষ্ণন
  3. ডঃ জাকির হোসেন
  4. ভি. ভি. গিরি

Answer : (B) ডাঃ এস. রাধাকৃষ্ণন


2) ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন

  1. ভারতের জনগণ
  2. রাজ্যসভার সদস্যগণ
  3. লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ
  4. রাষ্ট্রপতি

Answer : (C) লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ


3) ভারতের সাংবিধানিক ব্যবস্থায় পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান ?

  1. প্রধানমন্ত্রী
  2. লোকসভার স্পিকার
  3. দেশের প্রধান বিচারপতি
  4. উপরাষ্ট্রপতি

Answer : (D) উপরাষ্ট্রপতি


4) উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ বা টার্ম

  1. দু'বছর
  2. তিন বছর
  3. ছ'বছর
  4. পাঁচ বছর

Answer : (D) পাঁচ বছর


5) উপরাষ্ট্রপতিকে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে তাঁর পদ থেকে অপসারণ করতে পারে / পারেন

  1. রাষ্ট্রপতি তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে
  2. সংসদের উভয় কক্ষ
  3. রাজ্যসভা ( দুই- তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাভের মাধ্যমে)
  4. কেন্দ্রীয় ক্যাবিনেট

Answer : (C) রাজ্যসভা ( দুই- তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাভের মাধ্যমে)


6) উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাস্ট্রপতির দায়িত্ব পালন করেন যদি রাষ্ট্রপতি

  1. পদত্যাগ করেন
  2. অসুস্থতার কারণে কার্যক্ষেত্রে অনুপস্থিত থাকেন
  3. মারা যান
  4. উপরোক্ত সব ক'টি ক্ষেত্রে

Answer : (D) উপরোক্ত সব ক'টি ক্ষেত্রে


7) উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন -

  1. রাজ্যসভায়
  2. লোকসভায় .
  3. রাজ্যসভা ও লোকসভার যুগ্ম অধিবেশনে
  4. উপরোক্ত কোনটিতেই নয়

Answer : (A) রাজ্যসভায়


8) প্রদত্ত তথ্যগুলি বিচার করে সঠিক তথ্যটিকে চিহ্নিত করুন - উপরাষ্ট্রপতি যখন কার্যনির্বাহী রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন

  1. তখন তিনি রাষ্ট্রপতির ভূমিকা পালনের সাথে সাথে রাজ্যসভায় চেয়ারম্যানের ভূমিকাও পালন করেন
  2. তখন তিনি রাজ্যসভায় চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যহতি পেয়ে থাকেন
  3. খন লোকসভার অধ্যক্ষ লোকসভা পরিচালনার সাথে সাথে রাজ্যসভার চেয়ারম্যানের ভূমিকা পালন করেন
  4. তখন নির্বাচনের মাধ্যমে রাজ্যসবার কোনও সাংসদকে রাজ্যসভার চেয়ারম্যান রূপে নির্বাচিত করা হয়

Answer : (B) তখন তিনি রাজ্যসভায় চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যহতি পেয়ে থাকেন


9) উপরাষ্ট্রপতির পদচ্যূতির প্রস্তাব উত্থাপন করা যায় -

  1. সংসদের যে কোনও কক্ষে
  2. কেবলমাত্র লোকসভায়
  3. কেবলমাত্র রাজ্যসভায়
  4. সুপ্রিম কোর্টের সুপারিশক্রমে কেবলমাত্র লোকসভায়

Answer : (C) কেবলমাত্র রাজ্যসভায়


10) ভারতের উপরাষ্ট্রপতির পুনর্নির্বাচনের বিষয়ে ভারতীয় সংবিধানে

  1. কিছু বলা হয় নি
  2. নিষেধ করা হয়েছে
  3. বলা হয়েছে মাত্র একবার পুনর্নির্বাচন বৈধ
  4. বলা হয়েছে - সর্বাধিক দু'বার পুনর্নির্বাচন বৈধ

Answer : (A) কিছু বলা হয় নি


11) যখন রাজ্যসভার চেয়ারম্যান দেশের রাষ্ট্রপতির কার্যনির্বাহ করেন, তখন রাজ্যসভার চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন

  1. তিনি নিজেই
  2. নতুন নির্বাচিত বা নিযুক্ত কার্যনির্বাহী চেয়ারম্যান
  3. রাজ্যসভার বয়ঃজ্যেষ্ঠতম সাংসদ
  4. ডেপুটি চেয়ারম্যান

Answer : (D) ডেপুটি চেয়ারম্যান


12) যদি ভারতের উপরাষ্ট্রপতি তাঁর টার্ম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান তাহলে তাঁর পদত্যাগপত্রটি গ্রহণের জন্য কার কাছে পাঠাতে হবে ?

  1. রাষ্ট্রপতি
  2. রাজ্যসভার ডেপুটি চায়ারম্যান
  3. রাষ্ট্রপতি
  4. প্রধানমন্ত্রী

Answer : (C) রাষ্ট্রপতি


13) ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স -

  1. 30 বছর
  2. 35 বছর
  3. 40 বছর
  4. 25 বছর

Answer : (B) 35 বছর


14) উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনও ডিসপুট দেখা দিলে, বিষয়টি সম্পর্কে সিদ্ধান্তগ্রহণের চূড়ান্ত অধিকার আছে

  1. লোকসভার স্পিকারের
  2. রাষ্ট্রপতির
  3. মুখ্য নির্বাচন কমিশনারের
  4. সুপ্রিমকোর্টের

Answer : (D) সুপ্রিমকোর্টের


15) রাষ্ট্রপতি তাঁর পদ ছেড়ে দিতে চাইলে, নিজের পদত্যাগপত্র লেখার সময় কাকে সম্বোধন করবেন ?

  1. উপরাষ্ট্রপতি
  2. লোকসভার স্পীকার
  3. প্রধানমন্ত্রী
  4. রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন

Answer : (A) উপরাষ্ট্রপতি




You May Read Also :

Post a Comment

0 Comments