উপরাষ্ট্রপতি
1) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ?
- জি. এস. পাঠক
- ডাঃ এস. রাধাকৃষ্ণন
- ডঃ জাকির হোসেন
- ভি. ভি. গিরি
Answer : (B) ডাঃ এস. রাধাকৃষ্ণন
2) ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন
- ভারতের জনগণ
- রাজ্যসভার সদস্যগণ
- লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ
- রাষ্ট্রপতি
Answer : (C) লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ
3) ভারতের সাংবিধানিক ব্যবস্থায় পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান ?
- প্রধানমন্ত্রী
- লোকসভার স্পিকার
- দেশের প্রধান বিচারপতি
- উপরাষ্ট্রপতি
Answer : (D) উপরাষ্ট্রপতি
4) উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ বা টার্ম
- দু'বছর
- তিন বছর
- ছ'বছর
- পাঁচ বছর
Answer : (D) পাঁচ বছর
5) উপরাষ্ট্রপতিকে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে তাঁর পদ থেকে অপসারণ করতে পারে / পারেন
- রাষ্ট্রপতি তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে
- সংসদের উভয় কক্ষ
- রাজ্যসভা ( দুই- তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাভের মাধ্যমে)
- কেন্দ্রীয় ক্যাবিনেট
Answer : (C) রাজ্যসভা ( দুই- তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাভের মাধ্যমে)
6) উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাস্ট্রপতির দায়িত্ব পালন করেন যদি রাষ্ট্রপতি
- পদত্যাগ করেন
- অসুস্থতার কারণে কার্যক্ষেত্রে অনুপস্থিত থাকেন
- মারা যান
- উপরোক্ত সব ক'টি ক্ষেত্রে
Answer : (D) উপরোক্ত সব ক'টি ক্ষেত্রে
7) উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন -
- রাজ্যসভায়
- লোকসভায় .
- রাজ্যসভা ও লোকসভার যুগ্ম অধিবেশনে
- উপরোক্ত কোনটিতেই নয়
Answer : (A) রাজ্যসভায়
8) প্রদত্ত তথ্যগুলি বিচার করে সঠিক তথ্যটিকে চিহ্নিত করুন - উপরাষ্ট্রপতি যখন কার্যনির্বাহী রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন
- তখন তিনি রাষ্ট্রপতির ভূমিকা পালনের সাথে সাথে রাজ্যসভায় চেয়ারম্যানের ভূমিকাও পালন করেন
- তখন তিনি রাজ্যসভায় চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যহতি পেয়ে থাকেন
- খন লোকসভার অধ্যক্ষ লোকসভা পরিচালনার সাথে সাথে রাজ্যসভার চেয়ারম্যানের ভূমিকা পালন করেন
- তখন নির্বাচনের মাধ্যমে রাজ্যসবার কোনও সাংসদকে রাজ্যসভার চেয়ারম্যান রূপে নির্বাচিত করা হয়
Answer : (B) তখন তিনি রাজ্যসভায় চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যহতি পেয়ে থাকেন
9) উপরাষ্ট্রপতির পদচ্যূতির প্রস্তাব উত্থাপন করা যায় -
- সংসদের যে কোনও কক্ষে
- কেবলমাত্র লোকসভায়
- কেবলমাত্র রাজ্যসভায়
- সুপ্রিম কোর্টের সুপারিশক্রমে কেবলমাত্র লোকসভায়
Answer : (C) কেবলমাত্র রাজ্যসভায়
10) ভারতের উপরাষ্ট্রপতির পুনর্নির্বাচনের বিষয়ে ভারতীয় সংবিধানে
- কিছু বলা হয় নি
- নিষেধ করা হয়েছে
- বলা হয়েছে মাত্র একবার পুনর্নির্বাচন বৈধ
- বলা হয়েছে - সর্বাধিক দু'বার পুনর্নির্বাচন বৈধ
Answer : (A) কিছু বলা হয় নি
11) যখন রাজ্যসভার চেয়ারম্যান দেশের রাষ্ট্রপতির কার্যনির্বাহ করেন, তখন রাজ্যসভার চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন
- তিনি নিজেই
- নতুন নির্বাচিত বা নিযুক্ত কার্যনির্বাহী চেয়ারম্যান
- রাজ্যসভার বয়ঃজ্যেষ্ঠতম সাংসদ
- ডেপুটি চেয়ারম্যান
Answer : (D) ডেপুটি চেয়ারম্যান
12) যদি ভারতের উপরাষ্ট্রপতি তাঁর টার্ম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান তাহলে তাঁর পদত্যাগপত্রটি গ্রহণের জন্য কার কাছে পাঠাতে হবে ?
- রাষ্ট্রপতি
- রাজ্যসভার ডেপুটি চায়ারম্যান
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
Answer : (C) রাষ্ট্রপতি
13) ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স -
- 30 বছর
- 35 বছর
- 40 বছর
- 25 বছর
Answer : (B) 35 বছর
14) উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনও ডিসপুট দেখা দিলে, বিষয়টি সম্পর্কে সিদ্ধান্তগ্রহণের চূড়ান্ত অধিকার আছে
- লোকসভার স্পিকারের
- রাষ্ট্রপতির
- মুখ্য নির্বাচন কমিশনারের
- সুপ্রিমকোর্টের
Answer : (D) সুপ্রিমকোর্টের
15) রাষ্ট্রপতি তাঁর পদ ছেড়ে দিতে চাইলে, নিজের পদত্যাগপত্র লেখার সময় কাকে সম্বোধন করবেন ?
- উপরাষ্ট্রপতি
- লোকসভার স্পীকার
- প্রধানমন্ত্রী
- রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন
Answer : (A) উপরাষ্ট্রপতি

0 Comments