কেন্দ্রীয় মন্ত্রীসভা বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

কেন্দ্রীয় মন্ত্রীসভা বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর
কেন্দ্রীয় মন্ত্রীসভা বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

কেন্দ্রীয় মন্ত্রীসভা

1) মন্ত্রীসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে ?

  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. লোকসভা
  4. রাজ্যসভা

Answer : (C) লোকসভা


2) রাজ্যসভা মন্ত্রীপরিষদকে

  1. নিয়ন্ত্রণ করে
  2. অনুমোদন করে .
  3. শুধু আলোচনা করে
  4. নিয়ন্ত্রণ করে না

Answer : (A) নিয়ন্ত্রণ করে


3) ......এর ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকেন

  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী .
  3. লোকসভার অধ্যক্ষ
  4. ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস

Answer : (A) রাষ্ট্রপতি


4) মন্ত্রীসভা কার কাছে যৌথ ভাবে দায়বদ্ধ থাকে ?

  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. লোকসভা
  4. রাজ্যসভা

Answer : (C) লোকসভা


5) প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা সকলেই নিম্নলিখিত কোনটির সদস্য ?

  1. ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল
  2. যোজনা কমিশন
  3. জোনাল কাউন্সিল
  4. রিজিওনাল কাউন্সিল

Answer : (A) ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল


6) মন্ত্রীপরিষদের সদস্যসংখ্যা কত হবে সেটি

  1. সংবিধান নির্ধারিত
  2. নির্ধারণ করেন প্রধানমন্ত্রী
  3. নির্ধারণ করেন রাষ্ট্রপতি
  4. নির্ধারণ করে সংসদ

Answer : (B) নির্ধারণ করেন প্রধানমন্ত্রী


7) কেন্দ্রীয় মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে প্রস্তাবটিতে লোকসভার কমপক্ষে

  1. 0 জনের সমর্থন থাকতে হবে
  2. 55 জনের সমর্থন থাকতে হবে
  3. 100 জনের সমর্থন থাকতে হবে
  4. এক-তৃতীয়াংশ সদস্যের সমর্থন থাকতে হবে

Answer : (C) 100 জনের সমর্থন থাকতে হবে


8) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ক্যাবিনেট কথাটির উল্লেখ আছে ?

  1. 352.
  2. 356
  3. 360
  4. 226

Answer : (A) 352.


9) কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন ?

  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. ক্যাবিনেট সচিব
  4. পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রী

Answer : (A) প্রধানমন্ত্রী


10) সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওআ যায় সর্বাধিক

  1. এক বছর
  2. তিন মাস
  3. এক মাস
  4. ছ'মাস

Answer : (D) ছ'মাস


11) সরকারী দায়িত্ব পালন ও কর্তব্য নির্বাহের জন্য নিয়মিতভাবে মিলিত হয়

  1. মন্ত্রী পরিষদের সদস্যগণ
  2. ক্যাবিনেট মিনিস্টার্স
  3. সংসদের সদস্যগণ
  4. উপরোক্ত সব ক'টি

Answer : (B) ক্যাবিনেট মিনিস্টার্স


12) কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যবৃন্দ

  1. প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত হন
  2. সংসদের সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন
  3. প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন
  4. রাষ্ট্রপতি স্ববিবেচনা অনুযায়ী নিযুক্ত করেন

Answer : (C) প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন


13) কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন -

  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি .
  3. প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি
  4. প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী লোকসভার অধ্যক্ষ

Answer : (C) প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি


14) ভারতের প্রত্যেক ক্যাবিনেট কমিটির সবাপতি হলেন

  1. কোনও একজন ক্যাবিনেট মন্ত্রী
  2. সংসদ বিষয়ক মন্ত্রকের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী
  3. রাষ্ট্রপতি
  4. প্রধানমন্ত্রী

Answer : (D) প্রধানমন্ত্রী


15) ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন ?

  1. লোকসভার স্পিকার
  2. মন্ত্রীপরিষদ
  3. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
  4. সি. এ. জি.

Answer : (B) মন্ত্রীপরিষদ


16) কেন্দ্রীয় মন্ত্রীসভার কোনও সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন-

  1. নিজের ইচ্ছা অনুযায়ী
  2. প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী
  3. লোকসভার সুপারিশক্রমে
  4. লোকসভার অধ্যক্ষের সুপারিশক্রমে

Answer : (B) প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী


17) যদি কোনও মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয় -

  1. সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে
  2. সমগ্র মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে
  3. সেই মন্ত্ৰী এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে
  4. কোনটিই নয়

Answer : (B) সমগ্র মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে




You May Read Also :

Post a Comment

0 Comments