কেন্দ্রীয় মন্ত্রীসভা
1) মন্ত্রীসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে ?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- লোকসভা
- রাজ্যসভা
Answer : (C) লোকসভা
2) রাজ্যসভা মন্ত্রীপরিষদকে
- নিয়ন্ত্রণ করে
- অনুমোদন করে .
- শুধু আলোচনা করে
- নিয়ন্ত্রণ করে না
Answer : (A) নিয়ন্ত্রণ করে
3) ......এর ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকেন
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী .
- লোকসভার অধ্যক্ষ
- ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস
Answer : (A) রাষ্ট্রপতি
4) মন্ত্রীসভা কার কাছে যৌথ ভাবে দায়বদ্ধ থাকে ?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- লোকসভা
- রাজ্যসভা
Answer : (C) লোকসভা
5) প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা সকলেই নিম্নলিখিত কোনটির সদস্য ?
- ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল
- যোজনা কমিশন
- জোনাল কাউন্সিল
- রিজিওনাল কাউন্সিল
Answer : (A) ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল
6) মন্ত্রীপরিষদের সদস্যসংখ্যা কত হবে সেটি
- সংবিধান নির্ধারিত
- নির্ধারণ করেন প্রধানমন্ত্রী
- নির্ধারণ করেন রাষ্ট্রপতি
- নির্ধারণ করে সংসদ
Answer : (B) নির্ধারণ করেন প্রধানমন্ত্রী
7) কেন্দ্রীয় মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে প্রস্তাবটিতে লোকসভার কমপক্ষে
- 0 জনের সমর্থন থাকতে হবে
- 55 জনের সমর্থন থাকতে হবে
- 100 জনের সমর্থন থাকতে হবে
- এক-তৃতীয়াংশ সদস্যের সমর্থন থাকতে হবে
Answer : (C) 100 জনের সমর্থন থাকতে হবে
8) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ক্যাবিনেট কথাটির উল্লেখ আছে ?
- 352.
- 356
- 360
- 226
Answer : (A) 352.
9) কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন ?
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- ক্যাবিনেট সচিব
- পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রী
Answer : (A) প্রধানমন্ত্রী
10) সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওআ যায় সর্বাধিক
- এক বছর
- তিন মাস
- এক মাস
- ছ'মাস
Answer : (D) ছ'মাস
11) সরকারী দায়িত্ব পালন ও কর্তব্য নির্বাহের জন্য নিয়মিতভাবে মিলিত হয়
- মন্ত্রী পরিষদের সদস্যগণ
- ক্যাবিনেট মিনিস্টার্স
- সংসদের সদস্যগণ
- উপরোক্ত সব ক'টি
Answer : (B) ক্যাবিনেট মিনিস্টার্স
12) কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যবৃন্দ
- প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত হন
- সংসদের সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন
- প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন
- রাষ্ট্রপতি স্ববিবেচনা অনুযায়ী নিযুক্ত করেন
Answer : (C) প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন
13) কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন -
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি .
- প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী লোকসভার অধ্যক্ষ
Answer : (C) প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি
14) ভারতের প্রত্যেক ক্যাবিনেট কমিটির সবাপতি হলেন
- কোনও একজন ক্যাবিনেট মন্ত্রী
- সংসদ বিষয়ক মন্ত্রকের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
Answer : (D) প্রধানমন্ত্রী
15) ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন ?
- লোকসভার স্পিকার
- মন্ত্রীপরিষদ
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- সি. এ. জি.
Answer : (B) মন্ত্রীপরিষদ
16) কেন্দ্রীয় মন্ত্রীসভার কোনও সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন-
- নিজের ইচ্ছা অনুযায়ী
- প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী
- লোকসভার সুপারিশক্রমে
- লোকসভার অধ্যক্ষের সুপারিশক্রমে
Answer : (B) প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী
17) যদি কোনও মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয় -
- সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে
- সমগ্র মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে
- সেই মন্ত্ৰী এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে
- কোনটিই নয়
Answer : (B) সমগ্র মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে

0 Comments