ভারতের রাজ্যগঠন বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

ভারতের রাজ্যগঠন বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

ভারতের রাজ্যগঠন

1) ভাষাভিত্তিক রাজ্যগঠনের দাবী পুনর্বিবেচনার জন্য 1955 সালে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন

  1. ফজল আলির নেতৃত্বে
  2. কে এম পানিক্করেরএর নেতৃত্বে
  3. এইচ. এন. কুঞ্জকর-এর নেতৃত্বে
  4. এম. সি. মহাজনের নেতৃত্বে

Answer : (A) ফজল আলির নেতৃত্বে


2) ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টি পরীক্ষার জন্য 1948 সালে প্রথম কমিশন গঠিত হয়

  1. বিচারপতি ওয়াংচুর নেতৃত্বে
  2. বিচারপতি এম. সি. মহাজনের নেতৃত্বে
  3. বিচারপতি এস কে ধরের নেতৃত্বে
  4. বিচারপতি পি. এন. ভগবতীর নেতৃত্বে

Answer : (C) বিচারপতি এস কে ধরের নেতৃত্বে


3) নিম্নোক্তদের মধ্যে কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয় ?

  1. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
  2. পন্ডিচেরি
  3. চন্ডীগড়
  4. ত্রিপুরা

Answer : (D) ত্রিপুরা


4) 1956 সালের রাজ্য পুনর্গঠণ আইন গোটা দেশকে বিভক্ত করে -

  1. 22 টি রাজ্য ও 9 টি কেন্দ্রশাসিত অঞ্চলে
  2. 14 টি রাজ্য ও 6 টি কেন্দ্রশাসিত অঞ্চলে
  3. 17 টি রাজ্য ও 7 টি কেন্দ্রশাসিত অঞ্চলে
  4. 24 টি রাজ্য ও ৪ টি কেন্দ্রশাসিত অঞ্চলে

Answer : (B) 14 টি রাজ্য ও 6 টি কেন্দ্রশাসিত অঞ্চলে


5) সংবিধানের কোন্ ধারা অনুযায়ী নতুন রাজ্য গঠন করা যেতে পারে ?

  1. 1 নং ধারা
  2. 2 নং ধারা
  3. 3 নং ধারা
  4. 4 নং ধারা

Answer : (C) 3 নং ধারা


6) কোনও নতুন রাজ্য সৃষ্টি অথবা নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় সংসদ করতে পারে -

  1. দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
  2. তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতায়
  3. চার-পঞ্চমাংশ সংখ্যাগরিষ্ঠতায়
  4. সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়

Answer : (D) সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়


7) কোন্ রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে ?

  1. বিহার
  2. মধ্যপ্রদেশ
  3. উত্তরপ্রদেশ
  4. মহারাষ্ট্র

Answer : (B) মধ্যপ্রদেশ


8) কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয় ?

  1. 1975
  2. 1978
  3. 1982
  4. 1990

Answer : (A) 1975


9) বর্তমানে ভারতে -

  1. 25 টি রাজ্য ও 9 টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে
  2. 28 টি রাজ্য ও 7 টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে
  3. 29 টি রাজ্য ও 9 টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে
  4. 21 টি রাজ্য ও 11 টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে

Answer : (C) 29 টি রাজ্য ও 9 টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে


10) স্বাধীনোত্তর ভারতে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয় -

  1. 1947 সালে
  2. 1951 সালে
  3. 1956 সালে
  4. 1966 সালে

Answer : (C) 1956 সালে


11) রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল ?

  1. 1954
  2. 1955
  3. 1956
  4. 1957

Answer : (C) 1956


12) ভারতীয় সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকারী হল

  1. রাষ্ট্রপতি
  2. সংসদ
  3. নির্বাচন কমিশন
  4. সুপ্রিম কোর্ট

Answer : (B) সংসদ


13) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম কে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয় ?

  1. 35 তম
  2. 36 তম
  3. 23 তম
  4. 39 তম

Answer : (B) 36 তম


14) কত খ্ৰীষ্টাব্দে সিকিম ভারতের 22 তম অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে

  1. 1965
  2. 1970
  3. 1973
  4. 1975

Answer : (D) 1975


15) ভারতের 28 তম অঙ্গরাজ্য হল -

  1. ঝাড়খন্ড
  2. ছত্তিশগড়
  3. উত্তরাখন্ড
  4. গোয়া

Answer : (C) উত্তরাখন্ড


16) দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি ?

  1. অন্ধ্রপ্রদেশ
  2. আসাম
  3. তামিলনাডু
  4. কর্ণাটক

Answer : (A) অন্ধ্রপ্রদেশ


17) নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক ?

  1. অঙ্গরাজ্যের আয়তন, সীমানা ও নাম পরিবর্তন এবং নতুন অঙ্গরাজ্যগঠন সম্পর্কিত আইনটি প্রণয়নের প্রস্তাবটি, রাষ্ট্রপতির অনুমোদনক্রমের সংসদের উভয়কক্ষের যে কোনও একটিতে উত্থাপিত হতে পারে ।
  2. অন্য যে কোনও সাধারন আইনের মতো অঙ্গরাজ্যের নাম/সীমানা/আয়তন পরিবর্তন সংক্রান্ত আইনটি সংসদের উভয়কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয় ।
  3. অঙ্গরাজ্যের নাম /সীমানা / আয়তন পরিবর্তন সংক্রান্ত আইনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধানসভাকে তাদের মতামত জানানোর সুযোগপ্রদান যেমন আবশ্যক কেন্দ্র শাসিত অঞ্চলের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধানসভাকে মতামত জানানোর সুযোগ প্রদান বাধ্যতামূলক নয় ।
  4. উপরোক্ত সব ক'টি

Answer : (D) উপরোক্ত সব ক'টি




You May Read Also :

Post a Comment

0 Comments