প্রধানমন্ত্রী বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

প্রধানমন্ত্রী বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর
প্রধানমন্ত্রী বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

প্রধানমন্ত্রী

1) প্রধানমন্ত্রী দায়বদ্ধ থাকেন

  1. কেন্দ্রীয় ক্যাবিনেটের কাছে
  2. রাষ্ট্রপতির কাছে
  3. লোকসভার কাছে
  4. রাজ্যসভার কাছে

Answer : (C) লোকসভার কাছে


2) ভারতে প্রধানমন্ত্রী

  1. লোকসভা দ্বারা নির্বাচিত হন
  2. সংসদের দু'টি কক্ষের যুগ্ম অধিবেশনে উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হন
  3. রাষ্ট্রপতি দ্বারা নিঝুক্ত হন
  4. লোকসভা দ্বারা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন

Answer : (C) রাষ্ট্রপতি দ্বারা নিঝুক্ত হন


3) কোন্ প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ করা হয়েছিল ?

  1. ভি. পি. সিং
  2. রাজীব গান্ধী
  3. এ. বি. বাজপেয়ী
  4. নরসিমা রাও

Answer : (B) রাজীব গান্ধী


4) নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে প্রধানমন্ত্রী থাকাকালীন কোনওদিন সংসদে যান নি ?

  1. অটল বিহারী বাজপেয়ী
  2. চন্দ্রশেখর
  3. ভি পি সিং
  4. চৌধুরি চরণ সিং

Answer : (D) চৌধুরি চরণ সিং


5) ভারতের প্রধানমন্ত্রী তাঁর পদাধিকারবলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির প্রধান / চেয়ারম্যান নন ?

  1. প্ল্যানিং কমিশন
  2. ন্যাশনাল ডিফেন্স ফান্ড
  3. ন্যাশনাল রিলিফ ফান্ড
  4. ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি

Answer : (D) ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি


6) সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কোন্ পদে আসীন থাকেন ?

  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. লোকসভার স্পিকার
  4. উপরাষ্ট্রপতি

Answer : (A) প্রধানমন্ত্রী


7) আজ পর্যন্ত মোট কত জন ভারতবাসী যোজনা কমিশনের চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান উভয় পদই অলঙ্কৃত করেছেন ?

  1. 1 জন
  2. 2 জন
  3. 3 জন
  4. 4 জন

Answer : (B) 2 জন


8) ভারতে প্রধানমন্ত্রীর নর্মাল টার্ম কত বছর ?

  1. 5
  2. 4
  3. 6
  4. কোনও নির্দিষ্ট সময়সীমা নেই

Answer : (A) 5


9) সাধারণত ভারতের প্রধানমন্ত্রী

  1. রাজ্যসভার প্রবীণতম সাংসদ
  2. সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃত নেতা
  3. লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের প্রবীণতম সাংসদ
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (B) সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃত নেতা


10) মন্ত্রীপরিষদের সদস্যসংখ্যা কত হবে সেটি

  1. সংবিধান নির্ধারিত
  2. নির্ধারণ করেন প্রধানমন্ত্রী
  3. নির্ধারণ করেন রাষ্ট্রপতি
  4. নির্ধারণ করে সংসদ

Answer : (B) নির্ধারণ করেন প্রধানমন্ত্রী


11) ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যক ন্যূনতম বয়স

  1. 20 বছর
  2. 25 বছর
  3. 30 বছর
  4. 35 বছর

Answer : (B) 25 বছর


12) ভারতের প্রধানমন্ত্রী হলেন -

  1. লোকসভা কর্তৃক নির্বাচিত
  2. সংসদের যৌথসভা কর্তৃক নির্বাচিত
  3. রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত
  4. লোকসভার অধ্যক্ষের সম্মতিক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত

Answer : (C) রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত


13) ভারতের প্রধানমন্ত্রীর পদ -

  1. সংবিধান কর্তৃক সৃষ্ট
  2. সংবিধান বহির্ভূত
  3. সংসদ কর্তৃক সৃষ্ট
  4. রাষ্ট্রপতি কর্তৃক সৃষ্ট

Answer : (A) সংবিধান কর্তৃক সৃষ্ট


14) প্রধানমন্ত্রী তাঁর পদে বহাল থাকেন -

  1. পাঁচ বছর নির্দিষ্ট সমের জন্য
  2. রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী
  3. যতদিন তিনি সংসদের আস্থা ভোগ করেন
  4. যতদিন তিনি মন্ত্রীসভার আস্থা ভোগ করেন

Answer : (C) যতদিন তিনি সংসদের আস্থা ভোগ করেন


15) যদি প্রধানমন্ত্রী রাজ্যসভার সদস্য হন -

  1. তাঁকে 6 মাসের মধ্যে লোকসভায় নির্বাচিত হতে হবে
  2. তিনি কেবল রাজ্যসভার কার্যাবলীতে অংশ নিতে পারেন
  3. তিনি অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন না
  4. তিনি লোকসভায় বাজেটে অংশগ্রহণ করতে পারেন না

Answer : (C) তিনি অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন না


16) নিম্নলিখিতদের মধ্যে কে লোকসভা আস্থাভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেছিলেন ?

  1. ইন্দিরা গান্ধী
  2. ভি পি সিং
  3. চরণ সিং
  4. চন্দ্রশেখর

Answer : (B) ভি পি সিং


17) ভারতের প্রত্যেক ক্যাবিনেট কমিটির সভাপতি হলেন

  1. কোনও একজন ক্যাবিনেট মন্ত্রী
  2. সংসদ বিষয়ক মন্ত্রকের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী
  3. রাষ্ট্রপতি
  4. প্রধানমন্ত্রী

Answer : (D) প্রধানমন্ত্রী


18) ভারতীয় সংবিধানের 74 নং 75 নং এবং 78 নং ধারার আলোচ্য বিষয়

  1. প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক
  2. রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের মধ্যে সম্পর্ক
  3. ক্যাবিনেটের গঠন
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (A) প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক


19) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে পদাধিকারবলে যোজনা কমিশন ও জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান?

  1. রাষ্ট্রপতি
  2. উপরাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Answer : (C) প্রধানমন্ত্রী


20) নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে সংখ্যালঘু সরকারের প্রতিনিধি ছিলেন ?

  1. ভি.পি. সিং সকলেই
  2. ইন্দ্র কুমার গুজরাল .
  3. চন্দ্র শেখর
  4. উপরোক্ত

Answer : (D) উপরোক্ত


21) কাকে — ক্যাবিনেট তোরণের কেন্দ্র প্রস্তর ' [ Keystone of the cabinet arch ] বলে গণ্য করা হয় ?

  1. প্রধানমন্ত্রী
  2. আইনমন্ত্রী
  3. স্বরাষ্ট্রমন্ত্রী
  4. রাষ্ট্রপতি

Answer : (A) প্রধানমন্ত্রী


22) ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন -

  1. জওহরলাল নেহেরু .
  2. লাল বাহাদুর শাস্ত্রী
  3. গুলজারিলাল নন্দ
  4. উপরোক্ত কেউ নন

Answer : (C) গুলজারিলাল নন্দ


23) 1975 সালে যখন ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন

  1. ইন্দিরা গান্ধী
  2. মুরাজ্জি দেশাই
  3. লাল বাহাদুর শাস্ত্রী
  4. জওহরলাল নেহেরু

Answer : (A) ইন্দিরা গান্ধী


24) সংসদীয় শাসনব্যবস্থায় কাকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য ' রূপে ধরা হয় ?

  1. প্রধানমন্ত্রী
  2. লোকসভার স্পিকার
  3. রাষ্ট্রপতি
  4. উপরাষ্ট্রপতি

Answer : (A) প্রধানমন্ত্রী


25) নিম্নলিখিত কোন্ ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব সর্বাধিক সময়ের জন্য প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছিলেন ?

  1. জওহরলাল নেহেরু
  2. লাল বাহাদুর শাস্ত্রী
  3. ইন্দিরা গান্ধী
  4. রাজীব গান্ধী

Answer : (C) ইন্দিরা গান্ধী


26) নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে যখন প্রথম প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছিলেন তখন তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন ?

  1. চরণ সিং
  2. ইন্দিরা গান্ধী
  3. লাল বাহাদুর শাস্ত্রী
  4. নরসিমা রাও

Answer : (B) ইন্দিরা গান্ধী


27) ভারতের প্রধানমন্ত্রী তাঁর পদাধিকারবলে নীচের কোনটির চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করে থাকেন ?

  1. যোজনা কমিশন
  2. সংখ্যালঘু কমিশন
  3. অর্থ কমিশন
  4. উপরোক্ত সবক'টি

Answer : (A) যোজনা কমিশন


28) প্রধানমন্ত্রী পদত্যাগ করলে অথবা তাঁর মৃত্যুর ঘটনা ঘটলে

  1. আপনা থেকেই মন্ত্রীপরিষদ ভেঙে যায়
  2. আপনা থেকেই মন্ত্রীপরিষদের প্রবীণতম সদস্য কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর পদে বহাল হন
  3. আপনা থেকেই লোকসভা ভেঙে যায়
  4. রাষ্ট্রপতি তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে অবিলম্বে কোনও যোগ্যপ্রার্থীকে কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর পদে বহাল করেন

Answer : (A) আপনা থেকেই মন্ত্রীপরিষদ ভেঙে যায়


29) লোকসভার কার্যকালের মেয়াদ [ 5 বছর ] শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন

  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি
  4. লোকসভার স্পিকারের সুপারিশে রাষ্ট্রপতি

Answer : (C) প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি


30) প্রধানমন্ত্রী হলেন -

  1. রাষ্ট্রের প্রধান
  2. সরকারের প্রধান
  3. রাষ্ট্র ও সরকার উভয়েরই প্রধান
  4. কোনটিই নয়

Answer : (B) সরকারের প্রধান


31) ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন

  1. রাষ্ট্রপতি
  2. সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি
  3. লোকসভা
  4. রাজ্যসভা

Answer : (A) রাষ্ট্রপতি




You May Read Also :

Post a Comment

0 Comments