প্রধানমন্ত্রী
1) প্রধানমন্ত্রী দায়বদ্ধ থাকেন
- কেন্দ্রীয় ক্যাবিনেটের কাছে
- রাষ্ট্রপতির কাছে
- লোকসভার কাছে
- রাজ্যসভার কাছে
Answer : (C) লোকসভার কাছে
2) ভারতে প্রধানমন্ত্রী
- লোকসভা দ্বারা নির্বাচিত হন
- সংসদের দু'টি কক্ষের যুগ্ম অধিবেশনে উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হন
- রাষ্ট্রপতি দ্বারা নিঝুক্ত হন
- লোকসভা দ্বারা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন
Answer : (C) রাষ্ট্রপতি দ্বারা নিঝুক্ত হন
3) কোন্ প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ করা হয়েছিল ?
- ভি. পি. সিং
- রাজীব গান্ধী
- এ. বি. বাজপেয়ী
- নরসিমা রাও
Answer : (B) রাজীব গান্ধী
4) নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে প্রধানমন্ত্রী থাকাকালীন কোনওদিন সংসদে যান নি ?
- অটল বিহারী বাজপেয়ী
- চন্দ্রশেখর
- ভি পি সিং
- চৌধুরি চরণ সিং
Answer : (D) চৌধুরি চরণ সিং
5) ভারতের প্রধানমন্ত্রী তাঁর পদাধিকারবলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির প্রধান / চেয়ারম্যান নন ?
- প্ল্যানিং কমিশন
- ন্যাশনাল ডিফেন্স ফান্ড
- ন্যাশনাল রিলিফ ফান্ড
- ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি
Answer : (D) ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি
6) সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কোন্ পদে আসীন থাকেন ?
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- লোকসভার স্পিকার
- উপরাষ্ট্রপতি
Answer : (A) প্রধানমন্ত্রী
7) আজ পর্যন্ত মোট কত জন ভারতবাসী যোজনা কমিশনের চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান উভয় পদই অলঙ্কৃত করেছেন ?
- 1 জন
- 2 জন
- 3 জন
- 4 জন
Answer : (B) 2 জন
8) ভারতে প্রধানমন্ত্রীর নর্মাল টার্ম কত বছর ?
- 5
- 4
- 6
- কোনও নির্দিষ্ট সময়সীমা নেই
Answer : (A) 5
9) সাধারণত ভারতের প্রধানমন্ত্রী
- রাজ্যসভার প্রবীণতম সাংসদ
- সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃত নেতা
- লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের প্রবীণতম সাংসদ
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃত নেতা
10) মন্ত্রীপরিষদের সদস্যসংখ্যা কত হবে সেটি
- সংবিধান নির্ধারিত
- নির্ধারণ করেন প্রধানমন্ত্রী
- নির্ধারণ করেন রাষ্ট্রপতি
- নির্ধারণ করে সংসদ
Answer : (B) নির্ধারণ করেন প্রধানমন্ত্রী
11) ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যক ন্যূনতম বয়স
- 20 বছর
- 25 বছর
- 30 বছর
- 35 বছর
Answer : (B) 25 বছর
12) ভারতের প্রধানমন্ত্রী হলেন -
- লোকসভা কর্তৃক নির্বাচিত
- সংসদের যৌথসভা কর্তৃক নির্বাচিত
- রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত
- লোকসভার অধ্যক্ষের সম্মতিক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত
Answer : (C) রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত
13) ভারতের প্রধানমন্ত্রীর পদ -
- সংবিধান কর্তৃক সৃষ্ট
- সংবিধান বহির্ভূত
- সংসদ কর্তৃক সৃষ্ট
- রাষ্ট্রপতি কর্তৃক সৃষ্ট
Answer : (A) সংবিধান কর্তৃক সৃষ্ট
14) প্রধানমন্ত্রী তাঁর পদে বহাল থাকেন -
- পাঁচ বছর নির্দিষ্ট সমের জন্য
- রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী
- যতদিন তিনি সংসদের আস্থা ভোগ করেন
- যতদিন তিনি মন্ত্রীসভার আস্থা ভোগ করেন
Answer : (C) যতদিন তিনি সংসদের আস্থা ভোগ করেন
15) যদি প্রধানমন্ত্রী রাজ্যসভার সদস্য হন -
- তাঁকে 6 মাসের মধ্যে লোকসভায় নির্বাচিত হতে হবে
- তিনি কেবল রাজ্যসভার কার্যাবলীতে অংশ নিতে পারেন
- তিনি অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন না
- তিনি লোকসভায় বাজেটে অংশগ্রহণ করতে পারেন না
Answer : (C) তিনি অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন না
16) নিম্নলিখিতদের মধ্যে কে লোকসভা আস্থাভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেছিলেন ?
- ইন্দিরা গান্ধী
- ভি পি সিং
- চরণ সিং
- চন্দ্রশেখর
Answer : (B) ভি পি সিং
17) ভারতের প্রত্যেক ক্যাবিনেট কমিটির সভাপতি হলেন
- কোনও একজন ক্যাবিনেট মন্ত্রী
- সংসদ বিষয়ক মন্ত্রকের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
Answer : (D) প্রধানমন্ত্রী
18) ভারতীয় সংবিধানের 74 নং 75 নং এবং 78 নং ধারার আলোচ্য বিষয়
- প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক
- রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের মধ্যে সম্পর্ক
- ক্যাবিনেটের গঠন
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (A) প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক
19) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে পদাধিকারবলে যোজনা কমিশন ও জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান?
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Answer : (C) প্রধানমন্ত্রী
20) নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে সংখ্যালঘু সরকারের প্রতিনিধি ছিলেন ?
- ভি.পি. সিং সকলেই
- ইন্দ্র কুমার গুজরাল .
- চন্দ্র শেখর
- উপরোক্ত
Answer : (D) উপরোক্ত
21) কাকে — ক্যাবিনেট তোরণের কেন্দ্র প্রস্তর ' [ Keystone of the cabinet arch ] বলে গণ্য করা হয় ?
- প্রধানমন্ত্রী
- আইনমন্ত্রী
- স্বরাষ্ট্রমন্ত্রী
- রাষ্ট্রপতি
Answer : (A) প্রধানমন্ত্রী
22) ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন -
- জওহরলাল নেহেরু .
- লাল বাহাদুর শাস্ত্রী
- গুলজারিলাল নন্দ
- উপরোক্ত কেউ নন
Answer : (C) গুলজারিলাল নন্দ
23) 1975 সালে যখন ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন
- ইন্দিরা গান্ধী
- মুরাজ্জি দেশাই
- লাল বাহাদুর শাস্ত্রী
- জওহরলাল নেহেরু
Answer : (A) ইন্দিরা গান্ধী
24) সংসদীয় শাসনব্যবস্থায় কাকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য ' রূপে ধরা হয় ?
- প্রধানমন্ত্রী
- লোকসভার স্পিকার
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
Answer : (A) প্রধানমন্ত্রী
25) নিম্নলিখিত কোন্ ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব সর্বাধিক সময়ের জন্য প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছিলেন ?
- জওহরলাল নেহেরু
- লাল বাহাদুর শাস্ত্রী
- ইন্দিরা গান্ধী
- রাজীব গান্ধী
Answer : (C) ইন্দিরা গান্ধী
26) নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে যখন প্রথম প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছিলেন তখন তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন ?
- চরণ সিং
- ইন্দিরা গান্ধী
- লাল বাহাদুর শাস্ত্রী
- নরসিমা রাও
Answer : (B) ইন্দিরা গান্ধী
27) ভারতের প্রধানমন্ত্রী তাঁর পদাধিকারবলে নীচের কোনটির চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করে থাকেন ?
- যোজনা কমিশন
- সংখ্যালঘু কমিশন
- অর্থ কমিশন
- উপরোক্ত সবক'টি
Answer : (A) যোজনা কমিশন
28) প্রধানমন্ত্রী পদত্যাগ করলে অথবা তাঁর মৃত্যুর ঘটনা ঘটলে
- আপনা থেকেই মন্ত্রীপরিষদ ভেঙে যায়
- আপনা থেকেই মন্ত্রীপরিষদের প্রবীণতম সদস্য কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর পদে বহাল হন
- আপনা থেকেই লোকসভা ভেঙে যায়
- রাষ্ট্রপতি তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে অবিলম্বে কোনও যোগ্যপ্রার্থীকে কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর পদে বহাল করেন
Answer : (A) আপনা থেকেই মন্ত্রীপরিষদ ভেঙে যায়
29) লোকসভার কার্যকালের মেয়াদ [ 5 বছর ] শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি
- লোকসভার স্পিকারের সুপারিশে রাষ্ট্রপতি
Answer : (C) প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি
30) প্রধানমন্ত্রী হলেন -
- রাষ্ট্রের প্রধান
- সরকারের প্রধান
- রাষ্ট্র ও সরকার উভয়েরই প্রধান
- কোনটিই নয়
Answer : (B) সরকারের প্রধান
31) ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন
- রাষ্ট্রপতি
- সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি
- লোকসভা
- রাজ্যসভা
Answer : (A) রাষ্ট্রপতি

0 Comments